Tag: পটিয়াতে

  • পটিয়াতে মধ্যরাতে চুলার আগুনে পুড়ল ১৫ বসতঘর

    পটিয়াতে মধ্যরাতে চুলার আগুনে পুড়ল ১৫ বসতঘর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়াতে পুড়ে গেছে অন্তত ১৫ বসতঘর। শনিবার মধ্যরাতে উপজেলার হাঈদগাঁও নাথপাড়ায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনার প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে নিস্তব্দ গ্রামে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো ঠিক তখনই সর্বনাশা আগুন কেড়ে নিল ১৫ পরিবারের সকল আশা ভরসা।

    কোন ভাবে সকলে প্রাণে রক্ষা পেলেও আগুনে পুঁড়িয়ে সব শেষ করে দিলো। তারা জানায়, রাত আনুমানিক সোয়া ১২টার সময় আগুন লাগার ঘটনাটি ঘটে।

    এদিকে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তিনি এ ঘটনায় হতাহতের খবর নেই বললেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

    ২৪ ঘন্টা/ সঞ্জয়/আর এস পি

  • পটিয়ায় গ্যাস সিলিন্ডারে ওজনে কারচুপির সময় বিস্ফোরণ : দগ্ধ ৫, একজনের অবস্থা আশংকাজনক

    পটিয়ায় গ্যাস সিলিন্ডারে ওজনে কারচুপির সময় বিস্ফোরণ : দগ্ধ ৫, একজনের অবস্থা আশংকাজনক

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়াতে গ্যাস সিলিন্ডারের ওজনে কারচুপির সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল সোয়া ৯টার সময় উপজেলার বৈলতলী সড়কের কচুয়াই বাইপাস মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    এ ঘটনায় ৫ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে চন্দনাইশ রসুনহাট সৈয়দাবাদ এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে আবু ছালেক (২৬) এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

    আগুনে দগ্ধ অন্যরা হলেন, পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের মো. আব্দুল মোনাফের ছেলে আবু সৈয়দ (৪০), চন্দনাইশের এনায়েত হোসেনের ছেলে মো. রহিম (৩৩), একই উপজেলার মীর আহাম্মদের ছেলে মো. আলী (৩২) ও আব্দুল মাহবুবের ছেলে সাজ্জাদ (২০)।

    পটিয়া ফায়ার সার্ভিসের লিডার মো. হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    তিনি দাবী করছেন শ্রমিকদের দিয়ে কিছু অসাধু ব্যবসায়ি কয়েকশ গ্যাস সিলিন্ডার এখানে মজুদ রেখে সেগুলোতে ওজনে কারসাজি করছিলো। অসাবধানতা বশত হঠাৎ দুটি সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো ঘরটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে ৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    অবৈধ গ্যাস রিফুয়েলিং কারখানায় আগুনে দগ্ধ হওয়ার খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে কারখানায় তালা লাগিয়ে দেন।অবৈধ গ্যাস রিফুয়েলিং কারখানা

    পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, গ্যাস রিফুয়েলিং কারখানাটি অবৈধ। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ১বার মোবাইল কোর্ট পরিচালনা করে এই অবৈধ কারখানাকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন এবং কারখানা বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।

    কিন্তু প্রসাশন কে আবারো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারো কারখানাটি চালু করলে মঙ্গলবার দুঘর্টনা ঘটে। পরে দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবৈধ গ্যাস রিফুয়েলিং কারখানায় দ্বিতীয় বারের মত তালা লাগিয়ে স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।

  • কিশোরগঞ্জের ইয়াবা কারবারি ইয়াবাসহ পটিয়াতে গ্রেফতার

    কিশোরগঞ্জের ইয়াবা কারবারি ইয়াবাসহ পটিয়াতে গ্রেফতার

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ইয়াবা কারবারি রতন মিয়া ৫শ পিস ইয়াবা নিয়ে চট্টগ্রামের পটিয়াতে ধরা পড়েছে।

    আজ মঙ্গলবার উপজেলার মুজাফরাবাদ কলেজের পাশে নজরুল এন্ড কোং ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস।

    গ্রেফতার রতন মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি পৌরসভার ১নং ওয়ার্ডের মো.হাবিবুর রহমানের ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেলের কর্মকর্তা এ কে আজাদ উদ্দিন তথ্যটি নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতার রতন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পটিয়া থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

    আগামীকাল বুধবার সকালে ইয়াবাসহ গ্রেফতার রতন মিয়াকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পটিয়া থানার (ওসি) পরিদশর্ক বোরকান উদ্দিন।

  • পটিয়াতে সড়কেই প্রাণ গেলো সিএনজি যাত্রীর

    পটিয়াতে সড়কেই প্রাণ গেলো সিএনজি যাত্রীর

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া নাইখাইন এলাকার সড়ক দুর্ঘটনায় মারা গেছে রনজিত বড়ুয়া (৫০) নামে এক সিএনজি (অটোরিক্সার) যাত্রী।

    আজ শুক্রবার সকাল ৭টায় কক্সবাজারমূখী গ্রীন লাইন পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে সিএনজির( অটোরিক্সার) মুখোমূখী সংঘর্ষের ঘটনায় তার মৃত্যু হয়। নিহত রনজিত রাঙ্গুনিয়া উপজেলার মৃত যতিন্দ্র লাল বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমূখী গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব-১৪-১৩৬৮) পটিয়া উপজেলার নাইখাইন এলাকায় পৌছালে শহরমূখী একটি সিএনজির সঙ্গে মুখোমূখী সংঘর্ষ হয়। এতে রনজিত বড়ুয়া নামের এক সিএনজি যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

    পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, শুক্রবার সকালে একটি চেয়ারকোচের সঙ্গে সিএনজি টেক্সীর সংঘর্ষ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

    তবে ঘটনাস্থল পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের অধীনে। যার কারণে হাইওয়ে পুলিশ বিষয়টি দেখাশুনা করছে। পটিয়া থানায় মামলা হলে বিস্তারিত তিনি জানাতে পারবেন বলে জানিয়েছেন।

  • পটিয়াতে ইয়াবা কারবারি গ্রেফতার

    পটিয়াতে ইয়াবা কারবারি গ্রেফতার

    চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল্লাহ (৩৪) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল পৌণে ১০ টার সময় ইউনিয়নের মুজাফরাবাদ এন জে উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের মহাসড়কের উপর থেকেই তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করে অধিদপ্তরের চট্টগ্রাম খ সার্কেল।

    গ্রেফতার আব্দুল্লাহ কক্সবাজারের টেকনাফ থানা লেংগুরবিল হাবিব ছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

    গ্রেফতার আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    গণমা্ধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

  • পটিয়াতে আগুনে পুড়েছে ৭ বসতঘর,ক্ষতি ৫ লক্ষ টাকা

    পটিয়াতে আগুনে পুড়েছে ৭ বসতঘর,ক্ষতি ৫ লক্ষ টাকা

    চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সামশু সওদাগরের বাড়ীতে এক অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে ৭টি বসতঘর।

    রোববার সকাল সাড়ে সাতটায় বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

    স্থানীয় আশুতোষ নাথ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, স্থানীয়রা আগুনের লেলিকান শিখা দেখতে পেয়ে প্রথমে পটিয়া ফায়ার সার্ভিস এবং লামার বাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

    তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কবির আহম্মদ সুবেদার, শাহ আলম, বদিউল আলম, মো: রফিক, মো: হাবিব সহ মোট ৭ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে ৭টি বসতঘর পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

    এদিকে আগুন লাগার খবর পেয়ে পটিয়ার সাংসদ এবং জাতীয় সাংসদের হুইপ সামশুল হক চৌধরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন এবং পটিয়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ খাবার ও কাপড় বিতরন করা হয় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে।