Tag: পটিয়ায়

  • পটিয়ায় রান্না ঘরের চুলার আগুনে পুড়ল ৫ বসতঘর/ক্ষতি ৫ লাখ

    পটিয়ায় রান্না ঘরের চুলার আগুনে পুড়ল ৫ বসতঘর/ক্ষতি ৫ লাখ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগদন্ডী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    গতকাল ১৩ জুন শনিবার বিকেলে রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ওই এলাকার ৫টি বসতঘর। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার শামসুল আলমের ঘরের রান্না চুলা হতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্ত্বেই ছড়িয়ে পড়ে আশে পাশের বসতঘর গুলোতে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে।

    প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই সুলতান আহমদ, শামসুল আলম, আব্দুল গফুর, লোকমান ও অলি আহমদের মোট পাঁচটি বসতঘর আগুনে পুড়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    রান্নার চুলার হতে এ আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৫টি বসতঘর পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/রাজীব প্রিন্স

  • পটিয়ায় আগুনে পুড়লো ৫ ঘর, ঘটনাস্থল পরিদর্শণ করে সহায়তার আশ্বাস ইউএনও‘র

    পটিয়ায় আগুনে পুড়লো ৫ ঘর, ঘটনাস্থল পরিদর্শণ করে সহায়তার আশ্বাস ইউএনও‘র

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়ের ৮নং ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় পুড়ে গেছে ৫টি বসতঘর।

    আজ ২৭ এপ্রিল সোমবার দুপুর ২টার সময় ওই ওয়ার্ডের ইশান বৈদ্য বাড়ির রান্না ঘরের চুলা হতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    জানা যায়, দুপুরে তাৎক্ষনিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে আগুন লাগার খবরটি পটিয়া ফায়ার সার্ভিস জানতে পারে। সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুনে নেভাতে সক্ষম হয়।

    এর আগেই ওই বাড়ির যুদুষ্টি সিকদার, অমল সিকদার, সুমন সিকদার, রাজু বৈদ্য ও সুনিল বৈদ্যের বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোমেন বড়ুয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, আজ দুপুর ২টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ হতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

    রান্নার চুলা হতে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে।পটিয়া আগুনে পুড়ল ৫ বসতঘর

    পরে খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ তুলে দেন। তাছাড়া আগামীতে আরো সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • পটিয়ায় দোকান খোলা রাখায় জরিমানা করল ম্যাজিস্ট্রেট

    পটিয়ায় দোকান খোলা রাখায় জরিমানা করল ম্যাজিস্ট্রেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

    আজ ২৮ মার্চ শনিবার সকালে পটিয়া সদরের পোস্ট অফিস এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    এসময় পোস্ট অফিস মোড়ের খাজা আজমীর সেনিটারী মার্ট খোলা রেখে ব্যবসা পরিচালনা করার দায়ে দোকনের মালিক মো. ইদ্রিসের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

    এ বিষয়ে পটিয়া ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, প্রাণঘাতী করোনার সংক্রমন প্রতিরোধে গত ৩ দিন ধরে পুরো পটিয়া এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করে সচেতন করা হয়। ওষুধের দোকান, মুদির দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কাউকে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

    কিন্তু এরপরও যারা নির্দেশনা উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া বিদেশ ফেরত প্রবাসীরা সরকারি নির্দেশনা মতে হোম কোয়ারেন্টিন পালন করছে কিনা সে বিষয়েও প্রশাসন তদারকি করছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/সঞ্জয়/আর এস পি

  • পটিয়ায় আগুনে পুড়ল কয়েল কারখানা

    পটিয়ায় আগুনে পুড়ল কয়েল কারখানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় মশার একটি কয়েল কারখানায় আগুন লাগার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ ২৬ মার্চ বৃহস্পতিবার উপজেলার আমজুর হাট এলাকায় মেসার্স জিএম ক্যামিক্যাল কোম্পানি নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার সময় আমজুরহাট এলাকায় একটি মশার কয়েল কারখানায় আগুন লাগার খবর পাই।

    পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাত্র ৪০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনলেও কারখানাটির বেশ কিছু কাঁচামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।

    এদিকে আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কয়েল কারখানার মালিক মাহবুবুল আলম।

    ২৪ ঘন্টা/সঞ্জয়/আরএসপি

  • পটিয়ায় সেলুন পার্লার বন্ধ রাখার নির্দেশ

    পটিয়ায় সেলুন পার্লার বন্ধ রাখার নির্দেশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পটিয়া উপজেলায় সকল সেলুন ও পার্লার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    আজ ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার সেলুন মালিক ও কর্মচারী প্রতিনিধিদের সাথে এক জরুরী সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি।পটিয়ায় সেলুন পার্লার বন্ধ রাখার নির্দেশ

    শুধু উপজেলার পৌরসদরে নয়, সকল ইউনিয়ন ও ওয়ার্ডের ক্ষেত্রেও সকল সেলুন ও পার্লার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়িদের অনুরোধ জানান পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    ২৪ ঘন্টা/সঞ্জয়/আর এস পি

  • পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার ১

    পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    গোপন সূত্রের খবরে আজ ২২ মার্চ রবিবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতার মাদক কারবারির নাম মোঃ সাইফুল ইসলাম (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার ধর্মপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মফিজুর রহমানের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে পটিয়া থানার এসআই মোঃ খালেদ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ খালেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা জানিয়ে গ্রেফতার ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/ সঞ্জয়/ আর এস পি

  • পটিয়ায় কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় সৌদি প্রবাসীকে জরিমানা

    পটিয়ায় কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় সৌদি প্রবাসীকে জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য সরকারি নির্দেশনা মেনে না চলার অপরাধে এক সৌদি প্রবাসীকে জরিমানা করেছে পটিয়া উপজেলা প্রশাসন।

    আজ ১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি থেকে আগত ওই প্রবাসীকে ৭ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    তিনি বলেন, ওই প্রবাসী গত ১৫ মার্চ সৌদি থেকে দেশে ফিরে নিজের বাড়ি পটিয়াতে এসে অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি নির্দেশনা উপক্ষো করে ঘরের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে।

    বৃহস্পতিবার বিকেলে পটিয়া থানা পুলিশের সহযোগীতা নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

    এদিকে বিশ্ব মহামারী আকারে রুপ নেওয়া করোনা ভাইরাস মোকাবেলায় পটিয়ার পৌরসভার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    ২৪ ঘন্টা/সঞ্জয়/আরএসপি

  • করোনা ভাইরাস : পটিয়ায় কোয়ারেইনটিনে ২, মোকাবেলায় ইউএনও’র প্রচারপত্র বিলি

    করোনা ভাইরাস : পটিয়ায় কোয়ারেইনটিনে ২, মোকাবেলায় ইউএনও’র প্রচারপত্র বিলি

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় মধ্য প্রাচ্যের আরব আমিরাত (ইউএই) ও কুয়েত থেকে আসা দুই ২ প্রবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে চিকিৎসক তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেনটিনে থাকার পরামর্শ দিয়েছেন।

    গতকাল মঙ্গলবার রাতে তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসলে এ নির্দেশনা দেওয়ার তথ্যটি নিশ্চিত করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মুহাম্মদ জাবেদ।

    তিনি জানান, ‘আরব আমিরাত ও কুয়েত থাকা আসা একজন পুরুষ ও একজন মহিলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের শরীরে তাপমাত্রা বেশি অনুভব হয় এবং মাথা ব্যথা ও সর্দি ছিল। তাদের আগামী ১৪ দিনের জন্য হোম কোয়ারেনটিনে থাকার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেওয়া হয়।পটিয়ায় কোয়ারেইনটিনে ২ ইউনও প্রচারপত্র বিলি

    এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা প্রচারাভিযান চালিয়েছেন। তিনি উপজেলার কয়েকটি পয়েন্টে পথচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।

    মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পটিয়া উপজেলা হাসপাতাল এলাকা, পটিয়া উপজেলা পরিষদ সম্মুখ এলাকা, পোস্ট অফিস, ডাকবাংলো, বাস স্টেশন, আদালত রোড়, বৈলতলী রোড় ও স্টেশন রোড়ে সচেতনতামূলক মাইকিং এবং প্রচারপত্র বিলি করেছেন ইউএনও।

    ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে প্রচারপত্র বিলি করে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনে চলার জন্য সচেষ্ট থাকতে হবে।পটিয়ায় কোয়ারেইনটিনে ২ ইউনও প্রচারপত্র বিলি

    করোনাভাইরাস প্রতিরোধে আপাতত সব ধরনের জনসমাগমকে নিরুৎসাহিত করব, স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সম্পর্কিত প্রচারপত্র বিলি চলমান থাকবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জনসমাগম ছাড়াই সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। মসজিদে মসজিদে ইমামরা প্রচারণা চালাবেন।

    তিনি আরোও বলেন, সাধারণ মানুষ আতঙ্কিত হয় এমন প্রচারণা চালানো যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় এমন প্রচারণা করা যাবে না। সচেতনতামূলক প্রচারণার নামে কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘন্টা/সনজয় সেন/আর এস পি

  • পটিয়ায় মাদকসহ যুবক গ্রেফতার

    পটিয়ায় মাদকসহ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

    গতকাল শনিবার দিনগত রাতে গোপন সূত্রের খবরে পুলিশ অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ এ যুবককে হাতে নাতে গ্রেফতার করে।

    গ্রেফতার যুবকের নাম মো. আরমান প্রকাশ আরিফ প্রকাশ ছোটন (২৬)। তিনি পটিয়া ভেল্লা পাড়ার ফারুকী বেপারীর পুরাতন বাড়ির বাসিন্দা আবুল কালাম প্রকাম আবুর ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার এসআই কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/সনজয়/আরএসপি

  • পটিয়ায় ৫শ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

    পটিয়ায় ৫শ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসদরের মুন্সেফ বাজার কালী বাড়ির সামনে অভিযান চালিয়ে পুলিশ ৫শ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ ১০ মার্চ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় চোলাই মদ পাচারে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।

    গ্রেফতার মাদক ব্যবসায়ির নাম আব্দুল আলম (২৮)। তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও মাহাদবাদ পাতিল বাড়ির মাদক ব্যবসায়ী কবির আহম্দের ছেলে।

    এই ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    পটিয়া থানা এলাকায় কোন মাদক কারবারি থাকতে পারবে না এমন হুঁশিয়ারি উচ্চারন করে তিনি বলেন, পটিয়ার মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

  • পটিয়ায় বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে ১ জনের অবস্থা আশংকাজনক, হাসপাতালে ভর্তি

    পটিয়ায় বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে ১ জনের অবস্থা আশংকাজনক, হাসপাতালে ভর্তি

    ২৪ ঘন্টা ডট নিউজ। সঞ্জয়,পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরে পিডিবি’র একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছে অন্তর নন্দী (২৪) নামে এক যুবক।

    আজ বুধবার বিকাল ৪টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

    আহত অন্তর আনোয়ারা সদর ৪নং ওয়ার্ড এলাকার পুলক নন্দীর ছেলে এবং পাইপ ফিটার মিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

    এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক খুঁটিতে অপসারন করলে মহাসড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।

    জানা যায়, বিকাল ৩ টা থেকে পিডিবি’র ৩ জন কর্মী একটি বৈদ্যুতিক খুঁটি তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় বাইসাইকেল যোগে বাস ষ্টেশনের দিকে যাচ্ছিলেন পাইপ ফিটার মিস্ত্রি অন্তর। বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে হঠাৎ বাইসাইকেল আরোহী অন্তরের শরীরের উপর পড়লে সে গুরতর আহত হয়।

    পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে আহত অন্তর নন্দী’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

    পটিয়া থানার এস.আই পরেশ চন্দ্র সিকদার জানান বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে একব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

    চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান ছেলেটির অবস্থা খুবই আশংকা জনক।

  • পটিয়ায় মানসিক রোগীর আত্মহত্যা

    পটিয়ায় মানসিক রোগীর আত্মহত্যা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় সুমন সর্দ্দার (৩৫) নামে এক মানসিক রোগী আত্মহত্যা করেছে।

    গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে গাছের সাথে ঝুঁলে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

    নিহত সুমন সর্দ্দার (৩৫) একই গ্রামের মৃত চিত্ত সর্দ্দারের ছেলে এবং সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত বলে সুমনের পারিবারিক সূত্রে জানা গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার এস.আই জাহাঙ্গীর জানান, প্রতিদিনের ন্যায় নিহত সুমন সর্দ্দার তার মায়ের সাথে ঘুমাতে যায়। মঙ্গলবার রাত ১২ টার দিকে ঘুমানোর ঘরে ছেলেকে দেখতে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজি করতে গেলে বাড়ীর পাশে পুকুর পাড়ের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ দেখতে পায়।

    তিনি জানান, ঘটনাটি পটিয়া থানা পুলিশের কাছে জানালে পুলিশের একটি টিম বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমক হাসপাতালে প্রেরণ করে।