২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগদন্ডী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল ১৩ জুন শনিবার বিকেলে রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ওই এলাকার ৫টি বসতঘর। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার শামসুল আলমের ঘরের রান্না চুলা হতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্ত্বেই ছড়িয়ে পড়ে আশে পাশের বসতঘর গুলোতে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই সুলতান আহমদ, শামসুল আলম, আব্দুল গফুর, লোকমান ও অলি আহমদের মোট পাঁচটি বসতঘর আগুনে পুড়ে যায়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রান্নার চুলার হতে এ আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৫টি বসতঘর পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/রাজীব প্রিন্স