Tag: পটিয়ায়

  • পটিয়ায় চেম্বার থেকে হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

    পটিয়ায় চেম্বার থেকে হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। সঞ্জয়, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া আদালত রোড এলাকার নিজ চেম্বার থেকে ঝুলন্ত অবস্থায় এক হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত হোমিও চিকিৎসকের নাম সজল খাস্তগীর (৫)। তিনি পৌরসদরের ২নং ওয়ার্ড এলাকার খাস্তগীর পাড়ার মৃত প্রভাত খাস্তগীরের ছেলে বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করেছে পটিয়া থানার এস.আই. মোক্তার। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল দেখে তিনি আত্মহত্যা করেছেন বলেই ধারণা করছি। এরপরও কারণ অনুসন্ধান করে দেখছি।

    এদিকে লাশ ময়নাতদন্ত ছাড়া দাহ করার জন্য পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন পটিয়া থানার এস আই মোক্তার।

  • পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালককে অপহরণের ঘটনায় গ্রেফতার ২

    পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালককে অপহরণের ঘটনায় গ্রেফতার ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া থেকে অস্ত্র ঠেকিয়ে এক গাড়ি চালককে অপহরণের ঘটনায় ১৪ মামলার আসামি সাইফুলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (২৪ ফেব্রুয়ারি) গভীররাতে চট্টগ্রামের ভাঙ্গাপুল থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ সাইফুল উদ্দিন প্রকাশ বালু সাইফু (৩৫) ও মো. মুছা (২৭)। এর আগে গত শনিবার একই ঘটনায় পটিয়া পূর্ব হাঈদগাঁও মাহাদাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ কাসেমের ছেলে মোহাম্মদ নয়ন (৩২)কে পুলিশ গ্রেফতার করেছে।

    জানা যায়, গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত ৯টার সময় উপজেলার হাঈদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের বাসিন্দা গাড়ি চালক মোসলেম উদ্দিনকে অপহরণ করে দুবৃর্ত্তরা।

    পুলিশ জানিয়েছে আলমগীর আলম নামের এক ব্যক্তি লাকড়ি বহনের জন্য পিকআপ ভ্যান ভাড়া করে। ওই পিকআপের চালক ছিলেন মোসলেম উদ্দিন। গত শনিবার রাত ৯টার সময় লাকড়ি নিতে যাওয়ার সময় ১০/১২ জনের উপজাতি চাকমা চেহারার সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালক মোসলেমকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করে।

    পরে তাকে ছাড়িয়ে নিতে পরিবারের লোকজন টাকা নিয়ে নির্দ্দিষ্ট স্থানে পৌছালেও ঘটনাস্থলে অপহরণকারী চক্রের কোন সদস্য টাকা নিতে আসেনি। উদ্ধার হয়নি চালক মোসলেম উদ্দিন।

    বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থলে যায়। সেদিন কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও পরেরদিন শনিবার নয়ন নামের একজনকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ গ্রেফতার করে।

    অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্দিনকে উদ্ধারে পটিয়া থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, মোহাম্মদ সাইফুল উদ্দিন ও মো. মুছা নামে এ ঘটনায় জড়িত আরো দুজনকে রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্য মামলাসহ মোট ১৪ টি মামলা আছে বলে জানান ওসি।

    ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে তাদেরকেও গ্রেফতার চেষ্টার পাশাপাশি অপহৃত মোসলেম উদ্দিনকে উদ্ধারে চেষ্টা চলছে।

  • পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় গ্রেফতার ১

    পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় জড়িত সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। তাছাড়া ঘটনার দিন দুবৃর্ত্তদের লুট করা মালামালগুলো নূর হোসেন নামের অপর এক ব্যক্তির বাসস্থানের পাশে অভিযান চালিয়ে উদ্ধার করার তথ্য জানিয়েছে পুলিশ।

    সন্দেহভাজন গ্রেফতার আসামির নাম মাহবুবুল আলম। তিনি উপজেলার কোলাগাঁও নলান্দা এলাকার নজির আলীর ছেলে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন তথ্যটি নিশ্চিত করে বলেন, নরসিংদিও ফার্নিচার ব্যবসায়ি জামাল উদ্দিনের মরদেহ উদ্ধারের পর থেকে ঘটনাটি হত্যাকা- হিসেবে নিয়ে তদন্ত শুরু করে পটিয়া থানা পুলিশ। প্রাথমিক ভাবে এ হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহভাজন ১০জনের তথ্য পেয়েছে পুলিশ।

    সূত্র ধরেই মাহবুবুল আলম নামে একজনকে গ্রেফতার করা হয়। তাছাড়া মেলা থেকে লুট হওয়া ফানির্চারগুলো স্থানীয় নূর হোসেন নামের এক ব্যক্তির ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আরো খবর : মেলায় দোকান বসিয়ে লাশ হলেন নরসিংদীর কাঠ ব্যবসায়ি

    ওসি বলেন, গ্রেফতার মাহবুবুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া ২০০৮ সালের ২৫ আগস্ট কোলাগাঁওয়ে খোরশেদ আলম কুসুম হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি। এ ঘটনায় আর কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাদেরকেও গ্রেফতার করা হবে বললেন ওসি।

    এদিকে গ্রেফতারের পর মাহবুবুরের বুকে ব্যাথা অনুভব হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

    এর আগে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকার ওরস মেলা থেকে নরসিংদীর বেলাবো এলাকার কাঠ ব্যবসায়ি জামাল উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।
    লাশের গায়ে আঁঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে দুবৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

    স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি কোলাগাঁও ইউনিয়নের গরীব আলী শাহ মাজারের বার্ষিক ওরস উপলক্ষে বসানো হয় মেলা। এ মেলায় আসবাব পত্রের পসরা নিয়ে আসেন নরসিংদীর ব্যবসায়ি জামাল। ফার্নিচার বিক্রির টাকা ছিনিয়ে নিতেই এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • পটিয়ায় ওরসের মেলায় দোকান বসিয়ে লাশ হলেন নরসিংদীর কাঠ ব্যবসায়ি

    পটিয়ায় ওরসের মেলায় দোকান বসিয়ে লাশ হলেন নরসিংদীর কাঠ ব্যবসায়ি

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় গরীব আলী শাহ মাজারের পাশের অনুষ্ঠিত ওরস মেলার স্থান থেকে এক কাঠ ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকার ওরস মেলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    লাশের গায়ে আঁঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে দুবৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে। নিহতের নাম মোহাম্মদ জামাল (৫০)। তিনি নরসিংদীর বেলাবো এলাকার বাসিন্দা।

    স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি কোলাগাঁও ইউনিয়নের গরীব আলী শাহ মাজারের বার্ষিক ওরস উপলক্ষে বসানো হয় মেলা। এ মেলায় আসবাব পত্রের পসরা নিয়ে আসেন নরসিংদীর ব্যবসায়ি জামাল।

    মেলায় নির্দ্দিষ্ট সময়ে আসবাবের তেমন বিকি কিনি না হওয়ায় জামালসহ আরো কয়েকজন মিলে মেলা প্রাঙ্গণে ত্রিপল টাঙিয়ে বিক্রির চেষ্টা করে। রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত তাদের দোকানে হামলা চালায় এবং তাদেরকে প্রচুর মারধর করে চলে যায়। এতে আহত হয়েছেন সুজন (৪০) নামের আরো একজন। ফার্নিচার ব্যবসায়ীর দোকান থেকে বেশকিছু ফার্নিচার লুট করার অভিযোগও রয়েছে।

    কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. বুলবুল হোসেন জানিয়েছেন, নলান্ধা গরীব উল্লাহ শাহ (র:) মাজারে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা দোকান নিয়ে এসেছিল।

    মেলা শেষে দোকানদাররা বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। রবিবার রাতে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করার খবর পেয়েছেন। তবে কারা করেছেন তা জানাতে পারেননি।

    পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন ব্যবসায়ির মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সোমবার ভোরে মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে।

    লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এবং স্থানীয়দের বরাতে তিনি ধারণা করছেন দুবৃর্ত্তদের পিটুনীতে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে তা নিশ্চিত করে জানা যাবে।

    ওসি বোরহান উদ্দিন বলেন, ফার্নিচার ব্যবসায়ী খুনের ঘটনায় কারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামী অবশ্যই ধরা পড়বে। খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করেনি।

  • পটিয়ায় ৩ মাদক কারবারির জেল, জরিমানা

    পটিয়ায় ৩ মাদক কারবারির জেল, জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় তিন মাদক কারবারির ১ বছর করে জেল এবং অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    আজ বুধবার দুপুরে উপজেলার কেলিশহর ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারিদের দন্ড দেন পটিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা। অভিযান কালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পটিয়া থানার একদল পুলিশ।

    জানা যায়, কেলিশহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার শিবু ধরের পুত্র জনি ধর (২৫), ২নং ওয়ার্ড এলাকার আবুল খায়ের এর পুত্র মোঃ এমরান প্রকাশ এনাম ড্রাইভার (২৪), ২নং ওয়ার্ড এলাকার জিয়াউর রহমান এর স্ত্রী খালেদা বেগম (৩৭)।

    দীর্ঘদিন হতে তারা এলাকায় দেশীয় তৈরী চোলাই মদের ব্যবসা করে আসছিল। জনি ও এনামকে ১ বছর জেল, তিন হাজার টাকা করে অর্থদন্ড এবং খালেদা বেগমকে ১ বছর জেল ও দুই হাজার টাকা অর্থদন্ড। অনাদায়ে আরো ৭দিন বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা জানান মাদক বিক্রি ও সংরক্ষণের দায়ে তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রতিজনকে ১ বছর করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

  • পটিয়ায় ২ মোটর সাইকেল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

    পটিয়ায় ২ মোটর সাইকেল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ২টি মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

    এসময় ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও বৈদেশিক মুদ্রা, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করা হয়।

    গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের আব্দুল মান্নান এর ছেলে মোজাম্মেল হক (৩০), চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের শেখ তোলা গ্রামের মোঃ শাহজাহান এর পুত্র মোঃ নুর নবী (২৪), চট্টগ্রাম জেলার সনদ্বীপ থানার কালাপানিয়া গ্রামের হুমায়ন কবির এর পুত্র মোঃ হাসমত কবির শাকিল (২১) ও নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুয়া গ্রামের মোঃ ইব্রাহিম খলিলের পুত্র জাহেদুল ইসলাম রাতুল (২২)।

    পটিয়া থানা সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও পটিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পটিয়া থানার এসআই রোকন উদ্দিন, এসআই মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা, ১২শ পাউন্ড বৈদেশিক মুদ্রা, নগদ ৩২ হাজার টাকা, ২টি মোটর সাইকেল, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা প্রকাশ করে জানান ৪০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। প্রথমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে এবং তারপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে জানালেন ওসি।

  • পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

    পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় মো. মোসাদ্দেক ফয়েজ অপু (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক চান মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার সময় উপজেলার আমজুরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অপু উপজেলার এয়াকুবদন্ডী গ্রামের মো. মোরশেদ আলমের ছেলে এবং জঙ্গলখাইন ইউনিয়নের কৃষি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। 

    জানা গেছে, অপু বৃহস্পতিবার দুপুরে পটিয়ায় সদরে যান। বিকেলে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম মূখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২২-২৪১০) পিছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, কাভার্ডভ্যান চাপায় তাদের স্কুলের ভোকেশনাল দশম শ্রেণীর এক ছাত্র প্রাণ হারিয়েছেন।

    পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের হওয়ার ঘটনায় কুষ্টিয়া জেলার টিপু সুলতানের ছেলে ও কাভার্ডভ্যান চালক চান মিয়াকে আটক করা হয়েছে।

  • পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

    পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের স্টেশন রোড ও রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্মেসি ও একটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    আজ মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

    অভিযানে লাইসেন্স না থাকায় মরিয়ম কিউর নামক ফার্মেসি মালিক মো. সুজনকে ২০ হাজার টাকা ও অপরিচ্ছন্ন ও নোংড়া পরিবেশে খাবার পরিবেশনের দায়ে গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক নুরুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অভিযান অব্যাহত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স সংগ্রহ ও পরিস্কারভাবে হোটেল ব্যবসা পরিচালনার কথা বলেন। অন্যতায় ভবিষ্যতে আরো কঠোর আইন প্রয়োগ করা হবে জানালেন এ নির্বাহী কর্মকর্তা ।

  • পটিয়ায় আগুনে পুড়ে গেছে ৭ দোকান, ঘটনাস্থল পরিদর্শন করেন ইওএনও

    পটিয়ায় আগুনে পুড়ে গেছে ৭ দোকান, ঘটনাস্থল পরিদর্শন করেন ইওএনও

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে ৭টি দোকান। বুধবার দিনগত রাত ৩টার সময় গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

    আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছেন পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া। পটিয়ায় আগুনে পুড়ে গেছে দোকান

    তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের আগে আগুনে নুরুল আলমের মালিকানাধিন টি স্টল, আব্দুল মান্নান ও নুরুল ইসলামের মালিকানাধিন দুটি ডিপার্টমেন্টাল স্টোর, ইউছুফ আলী ও আবুল হোসেনের পৃথক দুটি মৎস্য খামার এবং মো. জাকের হোসেনের হাসেম টেলিকম সেন্টারসহ মোট ৭টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানানো সম্ভব নয় জানিয়ে তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বললেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সরকারী ভাবে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।

  • পটিয়ায় হানিফ পরিবহনের বাস চাপায় বৃদ্ধ নিহত, বাস আটক

    পটিয়ায় হানিফ পরিবহনের বাস চাপায় বৃদ্ধ নিহত, বাস আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাস চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় এই ঘটনা ঘটেছে।

    নিহত বৃদ্ধের নাম অলি আহমদ (৭০)। তিনি চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর গ্রামের মৃত কবির আহমদের ছেলে।

    স্থানাীয়রা জানান, বৃদ্ধ অলি আহম্মদ শীমের বিচি বিক্রী করতে কমলমুন্সির হাটে আসে। সে ওই এলাকার সড়ক পার হতে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমূখী হানিফ সুপার চেয়ারকোচ (চট্টমেট্রো ব-১১-১৩৪৭) বৃদ্ধকে চাপা দেয়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।

    এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মজিবুর রহমান তথ্য নিশ্চিত করেন।

  • পাবলিক প্লেসে ধূমপান ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জরিমানা

    পাবলিক প্লেসে ধূমপান ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এবং পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ২ ধুমপায়ীকে জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।

    আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ এলাকা এবং উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকায় পরিচালিত পৃথক অভিযানের নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বুধপুরা এলাকায় অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে নিমতলী স্টোর এর মালিক জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। তাছাড়া পটিয়া উপজেলা পরিষদ এলাকায় পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে মো. সোলাইমান ও তপন দাশকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

    জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

  • পটিয়ায় ইয়াবাসহ ধরা টেকনাফের যুবক,আদালতে প্রেরণ

    পটিয়ায় ইয়াবাসহ ধরা টেকনাফের যুবক,আদালতে প্রেরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরে দেড় হাজার পিস ইয়াবাসহ টেকনাফের বাসিন্দা যুবক মো. ইব্রাহিমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর।

    আজ ৮ জানুয়ারি বুধবার সকাল ১০টার সময় পৌরসদরের মুন্সেফ বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইয়ং ইউনিয়নের ঝিমংখালীর মোঃ শফির ছেলে বলে জানা গেছে।

    মাদকদ্রব্য অধিদপ্তরের খ সার্কেল এ কে এম আজাদ উদ্দিন তথ্য নিশ্চিত করে বলেন, আগে থেকে খবর ছিলো টেকনাফ থেকে পটিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবার চালান আসছে। এমন খবরে চট্টগ্রামের মুন্সেফ বাজার এলাকায় অবস্থান নেন অধিদপ্তরের লোকজন। বুধবার সকাল ১০ টার দিকে সূত্রমতে যুবককে আটক করে তল্লাশী করে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটক যুবকের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হচ্ছে বলে পটিয়া থানা সূত্রে জানা গেছে।