Tag: পটিয়ায়

  • পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা

    পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা।

    বুধবার পটিয়ার একটি কমিনিউনিটি সেন্টারে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে “বই বিতরণ উৎসব-২০২০ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, এম.পি।

    বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান। এছাড়া পটিয়া প্রসাশনের উর্ধত্বন কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় ‘স্বাধীন পতাকা উত্তোলন দিবস পালিত

    পটিয়ায় ‘স্বাধীন পতাকা উত্তোলন দিবস পালিত

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ‘স্বাধীন পতাকা’ উত্তোলন দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। শুক্রবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত এক স্মৃতিচারন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন।

    ’৭১ সালের ১৩ ডিসেম্বর যুদ্ধাকালীন কমান্ডার মহসিন খাঁন ও প্রফেসর আবু ছৈয়দের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পতাকা নামিয়ে পটিয়া থানায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করে পটিয়াকে হানাদার মুক্ত করে এবং স্বাধীনতার উৎসবে জয় বাংলা স্লোগান দিয়ে বিজয় উল্লাস করে।

    পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা খায়ের আহমদের সভাপতিত্বে এক স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। প্রধান বক্তা ছিলেন- যুদ্ধকালীন কমান্ডার ও দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহসিন খাঁন।
    এতে বক্তব্য রাখেন-সাবেক কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান, উপজেলা সাবেক কমান্ডার চেয়ারম্যান মো. রফিক আহমদ, নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা আহমদ ছফা চৌধুরী, ফয়জ আহমদ, পরিমল, মুছা আলম, মো. আমিন, জাকির হোসেন, নুর নবী চৌধুরী, নাসির উদ্দিন শরীফ, কামরুল হুদা, রনজিত দে, মো. ইয়াছিন, সাংবাদিক পংকজ দস্তিদার, মো. শাহজাহান, মো. সোলাইমান, জামাল আহমদ চৌধুরী, আবু ছিদ্দিক, গোপাল চৌধুরী, মৃনাল বড়ুয়া, শেখ বদিউল আলম, সামশুল আলম, মো. ইছহাক মেম্বার, ইকরামুদুল্লাহ, আবদুল গফুর, চন্দন কুমার দে, আমির হোসেন, ভবেশ কান্তি বড়ুয়া, আইয়ুব চৌধুরী, আবদুল গাফফার খাঁন, জয়নাল আবেদীন।

    স্মৃতিচারন অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধারা পটিয়া থানা প্রাঙ্গণে গিয়ে স্বাধীন পতাকা উত্তোলন করে এই দিবস স্মরণ করেন।

  • পটিয়ায় ২ মদ ব্যবসায়ির ১৫ দিন জেল ও ১০ হাজার টাকা জরিমানা

    পটিয়ায় ২ মদ ব্যবসায়ির ১৫ দিন জেল ও ১০ হাজার টাকা জরিমানা

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মদ ব্যবসায়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ লিটার চোলাই মদ।

    রবিবার বিকালে গোপন সূত্রের অভিযানে দুজনকে আটকের পর ভ্রাম্যমান আদালতের কাছে হাজির করলে দুজনকে ১৫ দিন করে জেল এবং ১০ হাজার টাকা করে জরিমানা করে পটিয়া সহকারী কমিশনার (ভৃমি) সাব্বির হোসেন সানি।

    দন্ডিত দুই চোলাই মদ বিক্রেতা হলেন, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত আব্দুর রহমানের পুত্র নবী হোসেন (৪০) এবং আহম্মদ মিয়ার পুত্র মো. মনির (৩২)।

    তথ্যটি নিশ্চিত করেন পটিয়া মাদকদ্রব্য খ সার্কেলের উপ-পরিদর্শক এ কে আজাদ উদ্দিন।

  • ভবন নির্মাণ সামগ্রীসহ পটিয়ার আমজুরহাট পুকুরে ট্রাক : হতাহত ৪

    ভবন নির্মাণ সামগ্রীসহ পটিয়ার আমজুরহাট পুকুরে ট্রাক : হতাহত ৪

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ভবন নির্মাণের সামগ্রী ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে চারজন হতাহতের খবর পাওয়া গেছে।

    সোমবার সকাল ৭টার সময় পটিয়ার থানার হাট থেকে ভবন নির্মাণের সামগ্রী নিয়ে হাটহাজারী যাওয়ার পথে কক্সবাজার আরকান মহাসড়কের আম্জুরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরে পড়ে যাওয়া ট্রাকের নিচ থেকে এক শ্রমিকের মরদেহসহ আহত চারজনকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন।

    নিহতের নাম শাকিল (২৮)। তিনি আনোয়ারা উপজেলার চাতুয়া এলাকার শাহাজাহানের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। আহতরা হলেন কালুরঘাট এলাকার মো. কাসেম (২৪), আনোয়ারা এলাকার আজিজুর রহমানের ছেলে মিজান (২২) এবং পটিয়া আম্জুরহাট এলাকার সনজীব দাশের ছেলে আকাশ (১৩)।

    পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌমেন বড়–য়া বলেন, সোমবার সকালে পটিয়া আমজুরহাট এলাকায় পুকুরে পড়ে যাওয়া একটি ট্রাকের নিচ থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

  • পটিয়ায় ২টি অস্ত্র উদ্ধার, অস্ত্রের মালিক অধরা!

    পটিয়ায় ২টি অস্ত্র উদ্ধার, অস্ত্রের মালিক অধরা!

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট চন্দ্রকলা ব্রীজের পশ্চিম পার্শ্বের রাস্তা থেকে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে ব্রীজের পশ্চিম পার্শ্বে মুকুটনাইট ও পাচুরিয়া যাওয়ার পাকা রাস্তার উত্তর পাশের খালি জায়গায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।

    পুলিশ জানায়, অস্ত্র উদ্ধার অভিযানের খবর আগে থেকে জানতে পেরে অস্ত্র ব্যবসায়িরা পালিয়ে যাওয়াতে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি দেশীয় তৈরি বন্দুক ও একটি এলজি ও ৪ রাউন্ড গুলি।

    পটিয়া থানার সেকেন্ড অফিসার মো. খালেদ ২৪ ঘন্টা ডট নিউজকে অস্ত্র উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, এসব অস্ত্রের প্রকৃত মালিকদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • পটিয়ায় বৃহত্তর পরিসরে অন্নকূট মহোৎসব উদযাপিত

    পটিয়ায় বৃহত্তর পরিসরে অন্নকূট মহোৎসব উদযাপিত

    পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের সেন পাড়ায় কেলিশহর কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ইসকনের উদ্যেগে আজ শুক্রবার অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংসদের হুইপ পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী।

    আর্শিবাদক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন শ্রীপাদ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরি,পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান মাজেদা বেগম শির,কেলিশহর ইউনিয়নের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু।

    এছাড়া পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও কেলিশহর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে উৎসবে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

  • পটিয়ায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    পটিয়ায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ার পৌর সদরের কামালবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

    বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনবিহীন খোলা বিস্কুট ও খাবার সামগ্রী বিক্রি করার দায়ে মিরাজ স্টোর এর মালিক মফিজুর রহমানকে ১০ হাজার টাকা ও শাহ আমান আলী স্টোর এর মালিক মোঃ নুর কাশেমকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ তেল বিক্রি করার দায়ে মুদির দোকান বড়ুয়া স্টোর এর মালিক পারদর্শী বড়ুয়াকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, প্রতিনিয়ত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে যাতে করে কোন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের খ্যদ্য দ্রব্য বিক্রি না হয়।

  • পটিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আমন ধান ও সবজী ক্ষেত, কৃষকের মাথায় হাত

    পটিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আমন ধান ও সবজী ক্ষেত, কৃষকের মাথায় হাত

    সনজয় সেন.পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি হওয়ায় উপজেলার আমন এবং শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। যদিও পটিয়া কৃষি সম্পাচারণ বিভাগ দাবী করছেন পটিয়ায় ঘূর্নিঝড় বুলবুল তেমন কোন ক্ষতি করতে পারেনি।

    পটিয়া উপজেলায় এই বছর রোপা আমন ধানের চাষ হয়েছে ১৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে। এর মধ্যে কিছু জমির ধান কাটা শুরু হয়েছে আবার কিছু জমির ধানের ফুল আসতে শুরু হয়েছে। আবার কিছু জমির ধান গাছে দানা এখনো কাচাঁ থাকলেও তা বৃষ্টি এবং বাতাসে মাটিতে নুয়ে গেছে।

    গত তিনদিনের বৃষ্টি এবং দমকা বাতাসে পটিয়া উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকদের বেশ কিছু জমির পাকা ধান বাতাসে নুয়ে পড়ে পানি এবং মাটির সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে নষ্ট হচ্ছে গরুর খড় অন্যদিকে কৃষকের সারা বৎসরের পেটের খাবার।

    পটিয়া কৃষি সম্পাচারন বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. আলী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পটিয়ায় এইবার ১৬টি জাতের আমন ধানের চাষ করা হয়েছে। যে পরিমান চাষাবাদ হয়েছে তার মধ্যে এই ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট টানা কদিনের বৃষ্টিতে কিছু সংখ্যক রোপা আমান মাটিতে নুয়ে পড়ে ক্ষতি হয়েছে এবং কিছু সংখ্যক কৃষকের সবজি ক্ষেত নষ্ট হয়েছে।

    তবে এখনও ক্ষতিগ্রস্থ ধানী জমি গুলো থেকে পানি বের করে দিতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে মতপ্রকাশ করেন এ কর্মকর্তা। তাছাড়া সবজির ক্ষেত ছত্রাকে আক্রমণ হতে পরে। সঠিকভাবে পরিচর্যা করলে এসব সবজি ক্ষেত থেকেও ভাল ফসল পাওয়া যেতে পারে বলে মনে করছেন তিনি।

    সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, এবার উপজেলার সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয়েছে  শ্রীমাই চরে। এ চরে কৃষকরা মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি, শসা, ঢেরশ, ধনিয়া পাতা ছাড়াও নানা রকমের শাক সবজির চাষ করেছে। তবে গত তিনদিনের বৃষ্টি এবং বাতাসে কিছু কিছু ক্ষেত পানিতে ঢুবে আছে আবার কিছু ক্ষেত বাতাসে মাটিতে নুয়ে পড়েছে।

    কৃষক রতন দাশ এবং মো. শফিউলের সাথে কথা হলে তারা ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, এই চরে সবজি উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানি শ্রীমাই খালে থাকায় এখানে প্রায় ২শত কৃষক বিভিন্ন রকমের শীতকালীন আগাম সবজি চাষ করেছেন। এমনকি ইতিমধ্যে অনেক ক্ষেতে ভালো ফলনও আসা শুরু করেছে।

    কয়েকজন চাষী কিছু কিছু সবজি উত্তোলন করে বিক্রিও করেছেন। বৃষ্টি এবং বাতাস অনুকুলে থাকলে ভালো লাভ হতো। কিন্তু কয়েকদিনের দমকা বাতাস এবং বৃষ্টিতে কৃষকদের স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে। অনেক ফসল এখন মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। ফলে দুঃস্বপ্ন নিয়ে শ্রীমাই চরের অনেক কৃষক ক্ষতিগ্রস্থ জমির দিকেই তাকিয়ে আছে।

    জানা যায়, পটিয়ার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা প্রতি বছর নভেম্বর-ডিসেম্ভর মাসে বিভিন্ন রকমের শীতকালীন সবজি চাষ করে নতুন সবজি বাজারে নিয়ে ভালো দাম পায়। উপজেলার খরনা, কচুয়াই, শ্রীমাই, কেলিশহর, হাইদগাঁও, ধলঘাট এলাকা থেকে প্রতি বছর নভেম্বর মাসে বাজারে নতুন নতুন সবজি নিয়ে বাজার ভরপুর করে এবং ক্রেতাদের নতুন সবজী দিয়ে মন কাড়ে। এই ইউনিয়নের উৎপাদিত সবজিতে পটিয়ার বাজার গুলোতে ভরপুর হয়ে থাকে।

    কিন্তু এবার আগাম শীতকালীন সবজি ক্ষেত করে এই বৃষ্টিতে তাদের বীজতলা এবং আগাম সবজি চারা নষ্ট হয়ে মাথায় হাত ওঠে। ভালো দাম পাওয়ার আশায় চাষাবাদ করলে এই বৃষ্টি বাতাসে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের মুখের হাসি ফোটা বন্ধ হয়ে গেছে।

    কৃষকদের অভিযোগ শ্রীমাই খাল থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন এবং খালের পাড় থেকে অবৈধ ভাবে মাটি নিয়ে যাওয়ায় তারা প্রতি বৎসর বরাবরই ক্ষতিসাধিত হয়। যদি অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন না করে তারা সুন্দর ভাবে চাষা বাদ করে সবজি উৎপাদিত করে তবে ক্রেতাদের চাহিদা মেঠানোর পাশাপাশি তারা স্বচ্ছল থাকবে।

  • পটিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ি আটক

    পটিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ি আটক

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় গোপন সূত্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়িকে আটক করেছে 
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল।

    ১০ নভেম্বর রবিবার সকালে উপজেলার মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

    আটক মাদক ব্যবসায়ির নাম নিয়ামত উল্লাহ। তিনি কক্সবাজার জেলার টেকনাফ শাহ পরীরদ্বীপ ডেইল পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

    রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এতে বলা হয় আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • পটিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যাবসায়ীর মৃত্যু

    পটিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যাবসায়ীর মৃত্যু

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় চলন্ত মোটরসাইকেল স্লীপ করে উল্টে গেলে নিহত হয় মোটরসাইকেল আরোহী। শনিবার রাত ৮টায় আমজুরহাট স্বপ্নপুরী ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

    নিহতের নাম মো: হারুন (৪২)। সেই পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের পুত্র।

    পটিয়া হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক হারুন একজন ব্যবসায়ি। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সন্ধ্যার পর থেকে পটিয়াতেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। ব্যবসায়ি হারুন চট্টগ্রাম শহর থেকে মোরটসাইকেল নিয়ে পৌরসদরের বাড়ি ফিরছিল।

    গুড়ি গুড়ি বৃষ্টির কারনের মহা সড়কের বিভিন্ন পয়েন্ট ঝুঁকির্পূণ হয়। স্লীপ করে গাড়ি উল্টে হারুন গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ লক্ষী নারায়ন ও ডাঃ মো: রিদোয়ান হারুনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

  • পটিয়ায় তুচ্ছ ঘটনায় ১১ জনকে খুপিয়ে জখম

    পটিয়ায় তুচ্ছ ঘটনায় ১১ জনকে খুপিয়ে জখম

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ২নং ওয়ার্ড কালা মসজিদ এলাকায় নারীসহ ১১জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। আহতদের পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    শনিবার সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। মূলত সিএনজি চালক নুরুন্নবীকে একই এলাকার হাবিবুর রহমান প্রকাশ নাগুর পরিবারের লোকজন মারধরকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটেছে।

    পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে পুনরায় মারামারির আশংকা রয়েছে।

    আহতরা হলেন- শহীদুল ইসলামের স্ত্রী তানিয়া আকতার (২৫), ছামিউল্লাহ’র পুত্র গাড়ি চালক নুরুন্নবী (৪৫), মো. ওসমানের পুত্র মো. সাহেদ (২৭), মিয়া ফকিরের পুত্র আমানত উল্লাহ বাচা (৩২), আবু তালেবের পুত্র তৌহিদুল ইসলাম (২৮), জাফর উল্লাহ’র পুত্র আতাউল্লাহ (২৬), ফজল করিমের পুত্র আবদুর রহমান (১৬), নুরুল হকের পুত্র মোহাম্মদ মোরশেদ (৩২), দিদারুল ইসলামের পুত্র মো. রায়হান (১৫), মো. ছৈয়দের সোলেমান (৪৫) ও মো. নুরুন্নবীর পুত্র মো. সোহেল (২৭)।

    জানা গেছে, উপজেলার কচুয়াই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিএনজি চালক নুরুন্নবী সকালে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ‘ইট’র স্তুপের সঙ্গে লাগে। এসময় বাকবিতন্ডার এক পর্যায়ে সিএনজি চালক নুরুন্নবীকে হাবিবুর রহমান, সোলেমান, রহিম, ফোরকানসহ কয়েকজন বেদমভাবে প্রহার করে।

    এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে ধারালো দা ও কিরিচ দিয়ে কুপিয়ে ১১জনকে আহত করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ার কারণে পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

    ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই মারামারির ঘটনাটি ঘটেছে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।

  • পটিয়ায় ইয়াবাসহ যুবক আটক

    পটিয়ায় ইয়াবাসহ যুবক আটক

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মুজাফরাবাদ কলেজের সামনে থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. মামুন। মামুন কক্সবাজার জেলার টেকনাফ থানা যাদি মুড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

    মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া খ সার্কেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মামুনের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।