Tag: পটিয়ায়

  • পটিয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত কলেজ ছাত্রী

    পটিয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত কলেজ ছাত্রী

    চট্টগ্রামের পটিয়াতে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়েছেন মেরিনা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী। বুধবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও মো. আলির বাড়িতে এ দুর্ঘটাটি ঘটে।

    আহত মেরিনা আকতার ওই বাড়ির মো. আলির মেয়ে। সে পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

    পরিবার সূত্রে জানা যায়, কলেজ পড়ুয়া মেয়ে মেরিনা (১৭) বুধবার সকালে নির্মানাধীন পাকা ঘরের কাজ করার সময় এলোমেলা ভাবে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে তাকে জোড়ে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

    সেখানে জরুরী বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পাপিয়া চক্রবর্তী।

  • পটিয়ায় চোলাই মদসহ নারী আটক

    পটিয়ায় চোলাই মদসহ নারী আটক

    চট্টগ্রামের পটিয়া থানা কমলমুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে ৬ লিটার চোলাইমদসহ রত্না দে নামে এক মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে চোলাইমদসহ তাকে আটক করে অধিদপ্তর।

    রত্না কচুয়াই ইউনয়নের ৩ নং ওয়ার্ড রজনী বৈদ্যের বাড়ির সুমন দে’র স্ত্রী। রত্না গর্ভবতী হওয়ায় তাকে সাজা না দিয়ে ৬ হাজার টাকা জরিমানা করে মুচলেখা নেওয়া হয়।

    মাদকদ্রব্য অধিদপ্তর পরে উপজেলা মাদকদ্রব্য অফিস নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, কমলমুন্সির হাট এলাকার একটি বাড়িতে চোলাই মদ বিক্রি হচ্ছে সংবাদ পেয়ে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল পটিয়া। এসময় ৬লিটার চোলাইমদসহ রত্না দেকে হাতে নাতে আটক করে।

    পরে তার শারিরীক অবস্থা (গর্ভবতী) বিবেচনা করে সাজা না দিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে একটি মুচলেখা নেয়া হয়।

  • বাড়তি দামে পেয়াঁজ বিক্রি ঠেকাতে পটিয়ায় অভিযান, জরিমানা

    বাড়তি দামে পেয়াঁজ বিক্রি ঠেকাতে পটিয়ায় অভিযান, জরিমানা

    কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে মজুদ রেখে বাড়তি দামে পেয়াঁজ বিক্রির অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেলার পটিয়াতেও। বাড়তি দামে বিক্রি রোধ করতে মাঠে নেমেছে প্রশাসন। অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত।

    আজ বুধবার পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়েছে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির বিষয়টি। এছাড়া বাজারে ভেজাল ঘি বিক্রির বিষয়টিও পরিলক্ষিত হয়। এসব অপরাধে জরিমানা করা হয় চার দোকানকে। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।

    অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী করার কারণে এক দোকানদারকে ২ হাজার টাকা ও অপর এক ব্যাসায়িকে ৫শ টাকা জরিমানা করা হয়। তাছাড়া ভেজাল ঘি বিক্রির অভিযোগে মদিনা ট্রের্ডাসকে ১০ হাজার টাকা ও আল মারুয়া স্ট্রোরকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

    হাবিবুল হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার কারণে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাছাড়া ভেজাল ঘি বিক্রয় করার দায়ে দুই দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রাখবেন বলে জানিয়েছে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।

  • পটিয়ায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’১৯ উদ্ধোধন

    পটিয়ায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’১৯ উদ্ধোধন

    সারাদেশের ন্যায় পটিয়াতেও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ’র উদ্বোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার পটিয়া পৌরসভার মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. একরামুল আযম উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বাধন করেন।

    এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, পটিয়া পৌর মেয়র অধ্যাপক মো. হারুনুর রশিদ, পটিয়া পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর সম্পদ দে, স্বাস্থ্য সহকারী টিংকু কানুনগো ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্তিত ছিলেন।

    পরে সকল শিক্ষার্থীদের মধ্যে এই কৃমি নাশক ট্যাবলেট বিতরন করা হয়।