পটিয়া সংবাদতাঃ চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ডাকবাংলো মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে একটি দোকানে অর্থদণ্ড করা হয়।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
অভিযানে বৈশাখী চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে প্রতিষ্ঠানের মালিক মীর কাশেমকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে ইউএনও বলেন, খাদ্যদ্রব্য ভেজাল এবং নোংরা পরিবেশে তৈরি করে বিক্রী করলে জরিমানা এবং অর্থদণ্ড প্রদান করা হবে।