Tag: পটিয়া

  • পটিয়ার নতুন মেয়র আ.লীগের আইয়ুব বাবুল

    পটিয়ার নতুন মেয়র আ.লীগের আইয়ুব বাবুল

    চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আইয়ুব বাবুল। তিনি মোট ১৪ হাজার ৮শ ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল ইসলাম সওদাগর ধানের শীষে পেয়েছেন এক হাজার ৪৯৪ ভোট।

    মেয়র পদে লাঙ্গল প্রতীকে মো. শামসুল আলম পেয়েছেন ১ হাজার ১১৭ ভোট। মোমবাতি প্রতীকের প্রার্থী মুহাম্মদ আলী হোসাইন পেয়েছেন ৮৫৬ ভোট। রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।

    এবারের নির্বাচনে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কারা নির্বাচিত হলেন এক নজরে দেখে নিন :

    উট পাখি প্রতিক নিয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাছির উদ্দিন। ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রুপক কুমার সেন পুনরায় নির্বাচিত হয়েছেন।

    ডালিম প্রতিক নিয়ে ৩ নং ওয়ার্ডর নতুন কাউন্সিলর হলেন গিয়াস উদ্দিন আজাদ। ৪ নং ওয়ার্ড থেকে এবারের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে আবারো ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন গোফরান রানা। তিনি নির্বাচন করেছেন পাঞ্জাবী প্রতিক নিয়ে।

    পটিয়া পৌরসভায় ৫ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধীতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। টেবিল ল্যাম্প প্রতিকে নির্বাচন করে পৌরসভার ৬ নং ওয়ার্ডের নতুন কাউন্সিলর হলেন শফিউল আলম শফি।

    টেবিল ল্যাম্প প্রতিক নিয়ে ৭ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন বেলাল। ৮ নং ওয়ার্ডের সরওয়ার কামাল রাজীব (উটপাখি) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং একই প্রতিক নিয়ে ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।

    তাছাড়া পটিয়া পৌরসভার ১ নং ২নং ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বুলবুল আকতার। তিনি চশমা প্রতিক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন।

    ৪,৫,৬ নং ওয়ার্ডে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন ইয়াসমিন আকতার চৌধুরী এবং ৭,৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চশমা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন ফেরদৌস বেগম।

    এর আগে পটিয়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘাত সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটেছে। ৮ নং ওয়ার্ড-এ নির্বাচনী সহিংসতায় কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের ভাই আব্দুল্লাহ (৫০) নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    পটিয়া পৌরসভায় এবারের নির্বাচনে ১৮টি কেন্দ্রে ১১৬টি বুথে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন।

  • পটিয়াতে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ডিবি হেফাজতে দুই কাউন্সিলর প্রার্থী, নিহত ১

    পটিয়াতে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ডিবি হেফাজতে দুই কাউন্সিলর প্রার্থী, নিহত ১

    চতুর্থ ধাপে আজ পটিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেশির ভাগ ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হচ্ছে বলে জানা গেলেও দক্ষিণ গোবিন্দ খিল (৮নং ওয়ার্ড) ভোট কেন্দ্রে দুপর সাড়ে ১২টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে অর্ধ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে আবুল কাসেম (২৫) ও আবদুল (৫০) নামে দুইজন বেশ গুরুত্বর আহত হন।

    পরে খবর পাওয়া যায়, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল (৫০) মারা যান। এছাড়াও আনসার ভিডিপি ক্লাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমনকি এরই মধ্যে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে দুই কাউন্সিলর প্রার্থী মো. মান্নান ও সরোয়ার কামাল রাজিবকে। অপরদিকে, ১ নং ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী আবদুল খালেক অপহরণ হয়েছে দাবি করছে তার পরিবার।

    বর্তমানে ঐ ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি, গোয়েন্দা পুলিশ ও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন।

    পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছে, অপহরণ নাকি আত্মগোপনে জানিনা, আমরা ২টি বিষয়ে মাথা রেখে কাজ করছি। শুনেছি দক্ষিণ গোবিন্দ খিল ৮নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে একজন নিহত হয়েছেন।’

    অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুর রহমান জানিয়েছেন, ইভিমের মাধ্যমে পটিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তও প্রশাসনের লোকজন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

    পটিয়ায় মোট ভোটার ৩৯ হাজার ৭৮৭। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে মহিলা ১৮ হাজার ৮৬২ ও পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫।

    ২৪ ঘণ্টা/জে জাহেদ

  • বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত

    ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) পটিয়া থানার মোড়স্থ শ্রী শ্রী গোরাঙ্গ নিকেতন প্রাঙ্গঁনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটি, দক্ষিণ জেলা কমিটি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব জোট পটিয়া উপজেলা শাখা ও ছাত্রজোট পটিয়া উপজেলা শাখার নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    সভায় সংগঠনের নতুন অফিস নেওয়া, মহাজোট পটিয়া উপজেলা শাখার সদস্য/সদস্যাদের মাসিক ফি নির্ধারণ, সাংগঠনিক কার্যক্রমে সকল জোটের সদস্যদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়।

    তাছাড়াও হিন্দু মহাজোট সংগঠনের উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন এবং যুব মহাজোটের উদ্দ্যোগে আয়োজিত তীর্থ যাত্রায় সংগঠনের সদস্যদের উপস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।জাতীয় হিন্দু মহাজোট পটিয়ার সভা

    বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক সুমন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুলাল কান্তি দেব।

    সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির বিজন দে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক রাজীব সেন প্রিন্স, সহ প্রচার সম্পাদক অসীম চক্রবর্ত্তী, যুবজোট দক্ষিণ জেলা কমিটির রনি চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সুজয় দে (উত্তম), যুবজোট পটিয়া উপজেলা শাখার সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক রতন দত্ত।

    বক্তব্য ও আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে জরুরি ভিত্তিতে একটি অফিস কক্ষ ভাড়া নেওয়ার ব্যবস্থা গ্রহণ, মহাজোটসহ পটিয়া উপজেলা শাখার সকল অংগ সংগঠনের সাথে সম্পৃক্ত সকল সদস্যদের সভায় উপস্থিতি বাধ্যতামূলক করা ও যুব মহাজোটের তীর্থ যাত্রা সফলতা কামনা করে জরুরি সভার সমাপ্তি ঘটে।হিন্দু মহাজোট সভাপতির জন্মদিন

    পরে পটিয়ার একটি আভিজাত রেস্ট্রুরেন্টে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার সভাপতি দুলাল কান্তি দেবের শুভ জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে জানিয়ে তার শুভ কামনা করেন উপস্থিত সংগঠনের নের্তৃবৃন্দরা।

    চখ/আর এস

  • এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

    এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

    চট্টগ্রাম ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর শরীরেও।

    নানা ব্যস্ততায় থাকা হুইপের শারীরিক অসুস্থতা দুর্বল হওয়ায় গত ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

    হুইপের করোনা পজেটিভ হওয়ার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংসদ সামশুল হকের ছেলে ও চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

    তিনি জানান, বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারিরীক অবস্থা আগের চেয়েও ভাল মন্তব্য করে তার পিতার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন নাজমুল করিম শারুন।

    উল্লেখ্য হুইপ সামশুল হক চৌধুরী এমপি সর্বশেষ গত ২০ ডিসেম্বর বন্দর উপদেস্টা কমিটির সভায় অংশ গ্রহণ করেছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • পটিয়ায় স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

    পটিয়ায় স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার

    চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও বড়ুয়াপাড়া এলাকায় স্বামীকে বেঁধে রেখে নববধূকে দলবেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. হান্নানকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি ঘটনার মূলহোতা বলে জানিয়েছে র‌্যাব।

    রোববার দুপুরে র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মো. মাশকুর রহমান এ তথ্য জানান। দুপুর ১ টায় র‌্যাব-৭ হান্নানকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ আদালতে পাঠালে আদালত হান্নানকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

    র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, ‘শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর নববধূ গণধর্ষন মামলার প্রধান আসামি হান্নানকে গ্রেপ্তার করা হয়। সে মামলার ১নং আসামি ও ঘটনার অন্যতম মূলহোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে।

    র‌্যাব কর্মকর্তা মাশফুকুর রহমান আরো জানান, এই মামলায় এজাহারনামীয় চারজনকেই গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

    এর আগে গত ৭ জুন পটিয়ার কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় এক গৃহবধূকে চার যুবক মিলে ধর্ষণ করে। ১৫ জুন পটিয়া থানায় এ ঘটনায় মামলা করা হয়।

    এজাহারে বলা হয়, ১৯ বছর বয়সী ওই নারী বিয়ের তিন দিন পর তার স্বামীর সঙ্গে পাশের বোয়ালখালী উপজেলায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় তার পূর্ব পরিচিতি চার যুবক স্বামীকে আটকে রেখে তাকে দলবেঁধে ধর্ষণ করে।

    এদিকে ছায়া তদন্তে নেমে ধর্ষণের মামলাটির দুই আসামি মো. জুয়েল (২৮) ও মো. মিন্টুকে (৩৩) গত ১৭ জুন গভীর রাতে নগরীর পতেঙ্গা ও বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান ঘটনার অন্যতম মূলহোতা মো. আবু তাহের মন্টুকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১২ লাখ টাকার সিগারেট উদ্ধার হলো পটিয়ায়, গ্রেফতার ২

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১২ লাখ টাকার সিগারেট উদ্ধার হলো পটিয়ায়, গ্রেফতার ২

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পটিয়া কেলিশহর ইউনিয়ন পরিষদের সামনে মা মনি স্টোর নামে একটি দোকান থেকে বিভিন্ন ব্রাণ্ডের চোরাই সিগারেট উদ্ধার করেছে পুলিশ।

    গত শুক্রবার মো. ফয়সাল খন্দকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ এ অভিযানটি পরিচালনা করে। এসময় ভ্যানভর্তি সিগারেট চুরির অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, রনি কান্তি ধর (২৩) ও নয়ন দেব (২৭)। অভিযানে উদ্ধারকৃত চোরাই সিগারেটের মূল্য তিন লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইঁয়া বলেন, মো. ফয়সাল খন্দকার নামে এক ব্যক্তি তার ভ্যানভর্তি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্রাণ্ডের সিগারেট চুরি হয়েছে।

    তিনি অভিযোগে বলেন গত ১৬ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে নাস্তা করতে গেলে ভ্যানসহ সিগারেটগুলো চুরি হয়।

    চুরির কারণ ও চোরদের গ্রেফতারে অনুসন্ধান করতে গিয়ে পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়ন পরিষদ এর সামনে মা- মনি স্টোরে চোরাই সিগারেটগুলোর মজুদ আছে এমন তথ্য পাই পুলিশ।

    পরে পটিয়া থানা পুলিশকে অবহিত করে ওই দোকানে অভিযানে গিয়ে তিন লাখ ১২ হাজার টাকার সিগারেট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতার ২ আসামিকে আদালত পাঠানো হয়েছে বলে জানান ওসি।

    ২৪ ঘন্টা/রাজীব

  • বন্ধের দিন পটিয়া বাইপাসে প্রাণ ঝড়ল দুই স্কুল ছাত্রের

    বন্ধের দিন পটিয়া বাইপাসে প্রাণ ঝড়ল দুই স্কুল ছাত্রের

    পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের পৌর এলাকায় গাড়িচাপায় প্রাণ হারাল দুই স্কুলছাত্র।

    আজ রবিবার (৩০ আগস্ট) বেলা ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।।

    নিহতরা হলেন, সিরাজুল ইসলাম (১৬), সে শোভনদণ্ডী এলাকার কুরাংগীরি হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহত সিরাজ উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরংগীরি গ্রামের মোহাম্মদ বেলালের পুত্র। বর্তমানে সে পটিয়া পৌর সদরের ৪ নং ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকেন। অপরজন আরমান হোসেন (১৫), সে পটিয়া পৌর সদরের মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। নিহত আরমান পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন এলাকার ইলিয়াস হোসেনের পুত্র। বর্তমানে সে পরিবারের সাথে পৌর সদরের ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করছে।

    কোন গাড়ি চাপা দিল তা এখনো বলতে পারছে না পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ। তবে স্থানীয়রা বলছেন একটি সাদা রঙের পিকআপ ভ্যানের চাপায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান. পটিয়ার বাইপাস সড়কের পৌর এলাকার শেয়ানপাড়া এলাকার অংশে দুই স্কুল ছাত্র বাইসাকেল নিয়ে সড়কে উঠে। এসময় কক্সবাজারগামী একটি সাদা পিকআপ ভ্যান চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা দুই স্কুল শিক্ষার্থীকে গুরুতর আহতবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিয়াউদ্দিন সাকিব জানান, ‘দুই শিক্ষার্থীর মাথা থেতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আমরা ইসিজি করে দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেছি।

    পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, ‘বাস চাপায় দুই স্কুল ছাত্রকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত কোন ধরনের গাড়ি চাপা দিতে পারে তা বলতে পারছি না। আমাদের টিম তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘাতক গাড়ি চালককে দ্রুত আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • শশুর বাড়িতে প্রবাসী জামাইকে ছুরিকাঘাত করে হত্যা

    শশুর বাড়িতে প্রবাসী জামাইকে ছুরিকাঘাত করে হত্যা

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে সাইফুল ইসলাম সুমন (৩৫) নামের এক প্রবাসী ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রবাসীর মৃত্যু হয়।

    নিহতের বড়ভাই ফারুক জানান, তার ভাই ছয় মাস আগে দুবাই থেকে দেশে আসেন। পারিবারিক সমস্যার জেরে তার ভাইয়ের স্ত্রী গত দুই মাস ধরে তার বাবার বাড়িতে ছিলেন। শুক্রবার রাতে তার ছোট ভাই সুমন শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তার শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে ছুরিকাঘাত করে খুন করেছেন।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, গতকাল শুক্রবার রাতে সুমন তার শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তার মৃত্যু হলে বিষয়টি আমরা জানতে পারি। নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনকে হত্যার অভিযোগ করা হয়েছে। কিন্তু তার শ্বশুরবাড়ির পক্ষের লোকজনের দাবি স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছেন সুমন।

    জানা যায়, পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিনিনীহারা এলাকার আবুল কাসেমের ছেলে প্রবাসী সুমন হরিনখাইন হতে বিয়ে করেন চার বছর আগে। বিয়ের পর সুমন প্রবাসে চলে গেলে সুমনের পরিবারের সঙ্গে তার স্ত্রীর বনিবনা না হওয়ায় নিজের বাবার বাড়িতে থাকতে শুরু করেন। ছয় মাস আগে সুমন দেশে ফিরলেও তার স্ত্রী বাবার বাড়িতেই থেকে আসছিলেন, সুমনও মাঝে মাঝে শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করছিলেন। শুক্রবার রাতে আবারও শ্বশুরবাড়ি গেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুমন। পরে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    এদিকে ঘটনার তদন্তে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ শনিবার সাড়ে ছয়টার দিকে জানাজা শেষে দাফন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো থানায় কোন অভিযোগ করা হয় নি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পটিয়ায় অস্ত্র-ইয়াবা সহ ছিনতাইকারী আটক

    পটিয়ায় অস্ত্র-ইয়াবা সহ ছিনতাইকারী আটক

    পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারীর প্রধান হোতা রাশেদুল ইসলাম ওরফে রাসেল প্রকাশ গুলি রাজু  (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (৩ জুলাই) বিকালে পটিয়া পৌরসদরের ইন্দ্রপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    রাজু পটিয়া পৌরসদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জাফর আহমদের পুত্র। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    দীর্ঘদিন ধরে গুলি রাসেল পটিয়া পৌর এলাকা ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের পাশাপাশি পটিয়াতে বেড়েছে চুরি, ছিনতাই। ছিনতাই চক্রের মূল হোতা গুলি রাসেলকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে যারা জড়িত ছিল তাদের নাম, ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই অভিযানের মাধ্যমে তাদেরকেও গ্রেফতার করা হবে। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের রেকর্ড করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • জোর করে কিস্তি আদায় করা যাবে না, এনজিওদের সেপ্টেম্বর পর্যন্ত সহনীয় পর্যায়ে কাজ করতে হবে

    জোর করে কিস্তি আদায় করা যাবে না, এনজিওদের সেপ্টেম্বর পর্যন্ত সহনীয় পর্যায়ে কাজ করতে হবে

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আজ বুধবার (২ জুলাই) বিকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারহানা জাহান উপমার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে জরুরী ভিত্তিতে এক জিও-এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    সভার শুরুতে মহামারি কোভিড-১৯ এর সময়ে এই পরিস্থিতির মধ্যেও যারা উপস্থিত হয়েছেন উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন ইউএনও।

    সভা পরিচালনা করেন উপজেলা এনজিও সমন্বয়কারী রূপস মুৎসুদ্দী।

    এতে বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠকৃত কার্যবিবরণীর উপর কারো কোন আপত্তি না থাকায় তা অনুমোদন প্রস্তাবের আলোকে উপস্থথিত সকলের সম্মতিক্রমে উক্ত কার্যবিবরণী অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

    উক্ত সভায় এ নিম্নোক্ত বিষয় সূচী গৃহীত হয়:- স্বাস্থ্য (মহামারি কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলা), বাল্য বিবাহ,মাদক ও মানব পাচার বিরোধী কার্যক্রম, বিশেষ করে ক্ষুদ্র ঋণ ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    এর মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান এই মহাদূর্যোগময় সময়ে কঠিন পরিস্থিতির মাঝেও মানবতার হাত প্রসারিত করে বেসরকারি প্রতিষ্ঠান সমূহ যে উদারতা প্রদর্শন করেছেন তা প্রশংসনীয়। তাঁরা বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রজ্ঞাপনকে যথাযত সম্মান জানিয়ে মহামারি কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলে এলাকায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং তা সীমিত পরিসরে, সহণীয় পর্যায়ে ও আলোচনার ভিত্তিতে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্পাদন করছেন তা পটিয়া প্রশাসনকে প্রশমিত করেছেন। তবে কিছু কিছু এনজিও তার কিছুটা ব্যতীক্রম ঘটায় তাদের এই বিষয়ে আরো মার্জিত ও সহনীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর,২০২০ মাস পর্যন্ত উক্ত কাজ করার পরামর্শ সহ বিশেষ অনুরোধ করেন। আর প্রত্যেক এনজিও তাঁদের কোন কর্মসূচী করার আগে যেন সভাপতিকে অবগত করার সুপরার্মশ ব্যক্ত করেন। অন্যথায় বাৎসরিক প্রত্যায়ন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবে।

    পরে আলোচ্যসূচির আলোচনার পরিশেষে এই মহামারি কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে সাবধানে থাকা সহ সকলের সুস্থতা কামনায় সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • দুই মেয়েকে হত্যার পর বিষপান করা সেই বাবার মৃত্যু

    দুই মেয়েকে হত্যার পর বিষপান করা সেই বাবার মৃত্যু

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় বুধবার দুই মেয়েকে গলাটিপে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা সেই বাবা মোখেন্দু বড়ুয়ার (৫৬) মৃত্যু হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২ জুলাউ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোকেন্দু বড়ুয়ার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন। তিনি ২৪ ঘণ্টা নিউজ কে জানান, বিষপান করা সেই বাবা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    বুধবার সকালে অচেতন অবস্থায় মুকুন্দ বড়ুয়াকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ব অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের কোনো একসময় চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভাণ্ডারগাঁও গ্রামে দুই মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী শশি বড়ুয়া ওরফে টুকু বড়ুয়া (১৪) এবং পঞ্চম শ্রেণির ছাত্রী নিশু বড়ুয়া (১১) কে গলা টিপে হত্যার পর বিষপান করেন মৌলভীবাজারের শাক্যপদ বড়ুয়ার ছেলে মোখেন্দু বড়ুয়া।

    স্থানীয়রা বলেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাস দুয়েক আগে চাকরি হারান মোখেন্দু। এতে চরম অর্থকষ্টে পড়েন তিনি। হতাশা থেকে তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। পাঁচ বছর আগে ক্যান্সারে স্ত্রী কণিকা বড়ুয়ার মৃত্যুর পর থেকে শ্বশুরবাড়িতেই সন্তানদের নিয়ে থাকতেন মোখেন্দু।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • দুই মেয়েকে হত্যার পর পিতার আত্মহত্যার চেষ্টা

    দুই মেয়েকে হত্যার পর পিতার আত্মহত্যার চেষ্টা

    চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ৮নং ভান্ডারগাঁও ওয়ার্ডে নানা বাড়িতে দুই মেয়েকে হত্যা করে পিতা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    আজ বুধবার (১ জুলাই) ভোর রাতে উক্ত এলাকায় প্রভাত বড়ুয়ার বাড়ির পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    দুই মেয়েকে গলা টিপে হত্যার পর পিতা নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় বলে প্রতিবেশীরা জানান।

    নিহত দুই মেয়ে হল টুকু বড়ুয়া (১৫) ও ছোট বোন নিশু বড়ুয়া (১০) বছর। তারা দুজনের ৮ম ও ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। তাদের পিতার নাম মুকন্ধ বড়ুয়া।

    পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন এ ঘটনা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি জানান, দুটি খুনের ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বিস্তারিত পরে জানাতে পারবো।

    স্থানীয় ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. ইউসূফ জানান, মুকন্ধ বড়ুয়া ঢাকায় চাকুরী করেন। ৫ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানার বাড়িতে থাকতো। করোনা পরিস্থিতির কারণে লকডাউন হওয়ায় ২ মাস আগে তিনি গ্রামে এসে শশুর বাড়ীতে থাকতেন। গতকাল রাতে বা ভোরে তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তবে কি কারণে মেয়েদের হত্যা করা হয়েছে এখনো জানা যায় নি।

    তিনি বলেন, ভোরে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দিয়েছি। এখনো পুলিশ আসে নাই। দুই মেয়ের লাশ পড়ে আছে। মুকন্ধ বড়ুয়াও অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পুলিশ না আসায় কেউ লাশ উদ্ধার করেনি।

    ২৪ ঘণ্টা/এম আর