Tag: পটিয়া

  • পটিয়ায় জনস্বার্থে প্রতিদিন অভিযান

    পটিয়ায় জনস্বার্থে প্রতিদিন অভিযান

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া পৌরসভার বাসস্ট্যান্ড ও কাগজী পাড়া সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় দায়ে কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে এবং মাস্ক না পরার অপরাধে ৮হাজার ৫০০শ টাকা অর্থদণ্ড করা হয়।

    বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    এ সময় শতাধিক ব্যক্তিকে মাস্ক পরিধানের জন্য সতর্ক করা হয় ও তৎক্ষণাৎ মাস্ক পরিধান করানো হয়। আরো সর্তক না হলে প্রতিদিন অভিযান চলতে থাকবে বলে জানান ইউএনও।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • পটিয়ায় জনস্বার্থে অভিযান, জরিমানা আদায়

    পটিয়ায় জনস্বার্থে অভিযান, জরিমানা আদায়

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় জনস্বার্থে অভিযান পরিচালনা করে থানার মোড়, অলির হাট, মুজাফরাবাদ, মহাজন হাটসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় থানার মোড় সিজল সহ কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে এবং মাস্ক না পরার অপরাধে ৭হাজার ৫শত ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    বুধবার (২৪ জুন) ভ্রামমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    এসময় শতাধিক ব্যক্তিকে মাস্ক পরিধানের জন্য সতর্ক করা হয় ও তৎক্ষণাৎ মাস্ক পরিধান করানো হয়।

    ইউএনও বলেন, আগামীতে যারা আইন অমান্য করবেন এবং বিকাল ৪টার পর দোকান পাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • পটিয়ায় সন্ধ্যার পর দোকান খোলা রাখার দায়ে ৩ দোকানকে জরিমানা

    পটিয়ায় সন্ধ্যার পর দোকান খোলা রাখার দায়ে ৩ দোকানকে জরিমানা

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজার সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় তিন দোকানের মালিককে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    সোমবার (২২ জুন) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইনামুল হাছান।

    অভিযানের সময় আরো কিছু দোকানকে সর্তক করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
    সনজয় সেন

  • করোনায় গ্রাস পটিয়া/নতুন ৪৯ জনসহ আক্রান্ত ২শ ছুঁই ছুঁই, মারা গেছে বীমা কর্মকর্তা

    করোনায় গ্রাস পটিয়া/নতুন ৪৯ জনসহ আক্রান্ত ২শ ছুঁই ছুঁই, মারা গেছে বীমা কর্মকর্তা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স : চট্টগ্রাম জেলার উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে করোনায় হটস্পট এখন পটিয়া। গত ১২ এপ্রিল ৬ বছরের এক শিশুর আক্রান্তের পর ১৩ এপ্রিল তার মৃত্যুর খবর দিয়ে উপজেলায় করোনার সংখ্যা গোনা শুরু হয়।

    চট্টগ্রামের অন্যান্য উপজেলার তুলনায় আক্রান্তের সংখ্যায় মাঝে বেশ কিছুদিন স্বস্থিতে থাকলেও ফের আতঙ্কের উপজেলায় রুপ নিয়েছে পটিয়া।

    পৌরসভা সদর-গ্রাম সবখানেই এখন ছড়িয়ে পড়েছে মরণঘাতী এ করোনা সংক্রমণ। উপজেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের হার। ছোট শিশু থেকে বয়স্করাও বাদ পড়ছেন না আক্রান্ত হওয়া থেকে।

    চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, মঙ্গলবার (২ জুন) চারটি ল্যাবে মোট ৬২১ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম মহানগর ও জেলার মোট ২০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

    এর মধ্যে ১১৯ জন মহানগরের এবং ৮৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যেই একদিনে পটিয়া উপজেলায় নতুন করে ৪৯ জন আক্রান্তের ভয়ানক তথ্য জানায় জেলা সিভিল সার্জন। এর আগে গত ১ জুন একই উপজেলায় একদিনে সর্বাধিক ৫২ জন আক্রান্তের তথ্যও জানা গেছে প্রশাসন সূত্রে।

    গত ১ জুন ও ২ জুনের প্রকাশিত ফলাফল থেকে জানা যায় এ দুদিনে আক্রান্তের সেঞ্চুরি করেছে পটিয়া উজেলা। এতে দুশ্চিন্তায় পড়েছেন পটিয়ার চার লাখ বাসিন্দা।

    জানা যায়, গত দুইদিনে উপজেলার মোট ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এর মধ্যে গত ১ জুন সোমবার একদিনে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন এবং ২ জুন মঙ্গলবার ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

    সংশ্লিষ্টরা ধারণা করছেন সম্প্রতি ঈদের সময় দেশের বিভিন্নস্থানে কর্মরতরা ছুটিতে গ্রামের বাড়ি পটিয়াতে ঈদ করতে আসে। তাদের মাধ্যমেই করোনার বিস্তার ঘটতে পারে।

    পটিয়ায় করোনা উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নমুনা সংগ্রহের চাপও বেড়েছে বলে জানিয়েছেন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিষ্ট রবিউল হোসেন। তিনি বলেন তারা রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য চট্টগ্রামের ল্যাবগুলোতে পাঠিয়ে দিচ্ছেন।

    দিন দিন লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে উদ্বেগ প্রকাশ করে উপজেলার সকল বাসিন্দাদের আরো সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

    তিনি বলেন, দক্ষিণ চট্রগ্রামের প্রাণকেন্দ্র পটিয়া। চট্টগ্রাম শহর থেকে যাতায়াত ব্যবস্থা খুব সহজতর হওয়ায় প্রতিদিন হাজার হাজার লোকজন আসা যাওয়া করে। অন্যান্য উপজেলার লোকজনেরও যাতায়াত রয়েছে এ উপজেলায়। সব মিলিয়ে রোগী বাড়ছে। একটাই উপায় আমাদের আরো অনেক সতর্ক হতে হবে, সচেতন হতে হবে।

    এনিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দুইশ ছুঁতে চলেছে। উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা এখন ১৯০ জন বলে একটি সূত্রে জানা গেছে। তবে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের তালিকায় ১৪৪ জন শনাক্তের তথ্য মিলেছে। উপজেলায় মৃত্যুবরণ করেছে এ পর্যন্ত ৩ জন।

    উপজেলায় নতুন একজনের মৃত্যু : গতকাল ২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার এক বীমা কর্মকর্তার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তার করোনা সংক্রমণ ধরা পড়েছিল।

    করোনায় মৃত্যু হওয়া বীমা কর্মকর্তার নাম গাজী সারোয়ার আলম টুকু (৫৫)। তিনি পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের গাজীর বাড়ির বাসিন্দা মরহুম মাহমুদুল হকের পুত্র। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন মারা যাওয়া টুকু।

    তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা। তিনি বলেন, চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার এলাকায় পাইনিয়র ইন্সুরেন্স কোম্পানীর সাবেক জিএম টুকু। মৃত্যুর আগে তার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।

    জানা গেছে, বিকাল ৪টায় প্রশাসনের নির্দেশনা মোতাবেক পটিয়ার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়। দাফন-কাপন ও জানাজায় নিয়োজিত ছিলেন আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা।

    এর আগে একই ওয়ার্ডে করোনায় মারা গেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই ও ওই গ্রুপের পরিচালক মোরশেদুল আলম। তিনি গত ২২ মে শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

    গত ১৩ মে বুধবার সন্ধ্যায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পশ্চিম চাফড়া গ্রামের এক ব্যাক্তির মৃত্যু হয়। ওইদিন ফিল্ড হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ৫৮ বছর বয়েসী ওই ব্যক্তি মারা যান। এর আগে গত ১১ মে নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

    এর একমাস আগে ১৩ এপ্রিল রাত আড়াইটার সময় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু দিয়ে পটিয়া উপজেলায় শুরু হয় মৃত্যুর খাতা। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দশ বছরের নিচে কোন শিশুর প্রথম মৃত্যু হয়েছে চট্টগ্রামের এ পটিয়ায়।

    ২৪ ঘণ্টা/রাজীব সেন প্রিন্স

  • বাইরে থেকে বন্ধ ভেতরে বাণিজ্য, ছদ্মবেশধারী ইউএনও’র হাতে ধরা ব্যবসায়ি

    বাইরে থেকে বন্ধ ভেতরে বাণিজ্য, ছদ্মবেশধারী ইউএনও’র হাতে ধরা ব্যবসায়ি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : করোনা মহামারির কারণে সরকারি বিধি নিষেধ থাকায় পটিয়া সদরে ব্যবসা করতে না পেরে গ্রামকেই বেচে নিয়েছে অনেক ব্যবসায়ি।

    আবার অনেকেই দিনের বেলার মতোই দোকানের বাইরে থেকে বন্ধ রেখে ভেতরে জমজমাট ভাবেই বেঁচা কেনা করছে। মানছে না সামাজিক দুরত্ব। নানাভাবে বুঝিয়েও প্রশাসনের কোন কথায় কর্ণপাত করছে না এসব ব্যবসায়িরা।   

    তবে করোনা মহামারিতে ব্যস্ত প্রশাসনের সাথে এমন লুকোচুরি করা অসাধূ ব্যবসায়িদের শায়েস্তা করার লক্ষ্যে ভিন্ন পন্থা অবলম্বন করছে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    তিনি গতকাল ভোর থেকে বুধবার বিকেল পর্যন্ত ছদ্মবেশ ধারণ করে ক্রেতা সেজে এরকম একাধিক ব্যবসায়িকে হাতেনাতে ধরেছেন। তবে সামান্য জরিমানা করে শেষবারের মত সকলকে সতর্ক ও সাবধান করে দেন।

    জানা যায়, চট্টগ্রামের পটিয়ার স্বাস্থ্য বিধি না মেনে প্রতিনিয়ত প্রসাশনের সাথে লুকোচুরি করে ব্যবসা করে যাচ্ছে পটিয়া কতিপয় কিছু ব্যবসায়ী। কেউ গভীর রাতে আবার কেউ ভোরে ক্রেতাদের সাথে ফোনে কন্ট্রাক করে দোকান খুলে ব্যবসা পরিচালনা করে আসছে।

    এদিকে পটিয়ার দোকান মালিক সমিতির প্রথমে দোকান বন্ধ রাখার ঘোষণা দিলেও নানা জটিলতায় আবারও দোকান চালু করেন একাধিক ব্যাবসায়ী। গত কিছুদিন ধরে পটিয়াতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে উপজেলা প্রসাশনের সাথে বৈঠক করে ব্যবসায়িরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

    কিন্তু আইনের তোয়াক্কা না করে প্রায় প্রতিদিন মাঝ রাতে কিংবা ভোরে ক্রেতাদের দোকানে ডেকে এনে ব্যবসা পরিচালনা করে আসছে অসাধু ব্যাবসায়ীরা। স্বাস্থ্য বিধি না মেনে জনসমাগম করে ব্যবসা করার অপরাধে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বিভিন্ন সময় অর্থদণ্ড প্রদান করলেও এসব লোভী ব্যবসায়িদের ঠেকানো যাচ্ছে না।

    এদিকে প্রশাসনের কড়াকড়িতে অনেক ব্যবসায়ী পটিয়া সদরে ব্যবসা করতে না পেরে এখন গ্রামকে বেছে নিয়েছেন এবং গ্রামে গ্রামে অস্থায়ী ভাবে দোকান খুলে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করছে।

    আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী জনস্বার্থে অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    তিনি আজ উপজেলার ছনহরা, দক্ষিণ ছনহরা, মুরালীঘাট বাজার, দক্ষিন বাথুয়া, আশিয়া সহ বিভিন্ন এলাকায় ভাসমান দোকান বসিয়ে জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৪ দোকানের মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভাসমান দোকানগুলো বন্ধ করে দেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, জনগণের স্বার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/ রাজীব প্রিন্স

  • ইফতারে ফ্রীজের ঠান্ডা পানি না দেওয়ায় স্ত্রীকে হত্যা

    ইফতারে ফ্রীজের ঠান্ডা পানি না দেওয়ায় স্ত্রীকে হত্যা

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার ছনহরা গ্রামে ইফতারের সময় ফ্রিজের পানি না দেওয়ায় স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম শাহীনা আকতার (২৮)। সে ছনহরা এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।

    গতকাল শনিবার ইফতারের সময় উপজেলা ছনহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলমদার পাড়ার ছালেহ আহমদ তালুকদারের বাড়িতে এই ঘটনা।

    স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ইফতারিতে ফ্রিজের পানি না দেওয়ার কারণে স্বামী কামাল উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রী শাহীনা আকতারের মাথায় ইট দিয়ে আঘাত করে। এসময় শাহীনা মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, ফ্রিজের পানি না দেওয়ায় স্ত্রীকে ইট দিয়ে জখম করে হত্যার করার বিষয়ে শুনেছেন। প্রকৃত ঘটনা কি তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • হুইপ সামশুল হকের নির্দেশে পটিয়ার হাইদগাঁওতে ধান কেটে দিল যুবলীগ-ছাত্রলীগ

    হুইপ সামশুল হকের নির্দেশে পটিয়ার হাইদগাঁওতে ধান কেটে দিল যুবলীগ-ছাত্রলীগ

    পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের আখতার নামের এক কৃষকের ৮০ শতক ধান কেটে দিলেন যুবলীগ,ছাত্রলীগ নেতারা।

    শনিবার (১৬ মে) সকালে প্রায় ৩৫জন নেতৃবৃন্দ এই ধান কাটায় অংশগ্রহণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল।

    আরও উপস্থিত ছিলেন আহম্মেদ, রায়হান উদ্দিন, নাঈম, সুশিল দেবনাথ, মামুন, সুমন, বাঁচা, রুহুল আমিন, কালু, অংশু দেবনাথ, উত্তম দেবনাথ, কাপলু দেবনাথ, পন্নি দেবনাথ, অপু প্রমুখ।

    এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন মাননীয় হুইপের নির্দেশনায় আমরা কৃষকের ধান কাটতে মাটে নেমেছি, হুইপ মহোদয় নির্দেশ দিলে পটিয়ার যেকোন প্রান্তে এই করোনা মহামারিতে কোন কৃষকের ধান সময়ের অভাবে কাটতে না পারলে আমরা যুবলীগ, ছাত্রলীগ নেতারা ধান কেটে দিবো। এই দেশে কোন রকমের ফসল নষ্ট হবে না এবং বাংলাদেশে খাদ্য শস্যার অভাব থাকবে না।

    ২৪ ঘন্টা/এম আর/সনজয়

  • পটিয়া’য় দোকান ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মালেক

    পটিয়া’য় দোকান ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মালেক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর হাইদগাঁও শালিক পাড়া এম.এ মালেক মার্কেটের প্রতিটি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউনিয়ন আ”লীগ নেতা ও সাবেক ৮নং ওয়ার্ডের সভাপতি এম.এ মালেক।

    মার্কেটের মালিক এম.এ মালেক শনিবার মার্কেটে উপস্থিত হয়ে দোকান ভাড়া মওকুফের ঘোষণা দেন। তিনি করোনা ভাইরাসের কারনে নিজের মার্কেটের সকল ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দেন।

    এসময় ভাড়াটিয়ারা অত্যন্ত খুশি হয়ে বলেন আমাদের এক মাসের ভাড়া মওকুফ করে তিনি আর্থিক সহযোগীতা করেছেন। আমরা তাহার জীবন আরো সাফল্য কামনা করি।পটিয়া দোকান ভাড়া মওকুফ করলেন মালিক

    তিনি প্রতিবেদককে বলেন,এই দু:সময়ে সকলে সকলের পাশে থাকা দরকার এবং প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে আর্থিক ভাবে সহযোগীতা করলে এই বাংলাদেশ আরো এগিয়ে যাবে। অভুক্ত থাকবে না কোন মানুষ।

    এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ’লীগ নেতা আহম্মদ নুর, মাকের্টের ব্যবসায়ী সমিতির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক ডা. পার্থ কুমার মহাজন, সুদর্শন, কাঞ্চন, মাহাবুল আলম, মো. সেলিম, ইব্রাহিম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/ সঞ্জয় সেন/আর এস পি

  • চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত,রামগঞ্জ ২

    চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত,রামগঞ্জ ২

    ২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৮৩ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    আক্রান্তদের মধ্যে নগরীতে ৯ এবং দুই উপজেলায় ২ জন রয়েছেন।

    এছাড়া ভিন্ন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

    শুক্রবার (৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৩টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ২০৮ জন।

    বিআইটিআইডির পরীক্ষায় চট্টগ্রামের শহরে আক্রান্তরা হলেন:- চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ৪০ বছর বয়সী পুরুষ, মুরাদনগর অক্সিজেন ৫০ বছর বয়সী পুরুষ, সল্টগোলা ইপিজেড ৪৫ বছর বয়সী পুরুষ, কদমতলী ৪০ বছর বয়সী পুরুষ, দেওয়ানহাট ৪৮ বছর বয়সী পুরুষ, হালিশহরে ৪০ ও ৪২ বছর বয়সী দুই পুরুষ, বাচা মিয়া রোড পাহাড়তলী ৬৫ বছর বয়সী পুরুষ এবং পার্কভিউ হাসপাতালের ৭৬ বছর বয়সী রোগীর করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ২৮ বছর বয়সী যুবকের দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়েছে।

    নগরীর বাইরে জেলার মধ্যে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী এক কর্মচারী। সাতকানিয়ার মাদারসা এলাকার ৩৮ বছর বয়সী মহিলা।

    রামগঞ্জে ১৮ এবং ৩৮ বছর বয়সী দুই পুরুষ।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের তেরো জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় মৃত্যুর দুদিন পর লকডাউন হল পটিয়া জিরি ইউনিয়নের ২ ওয়ার্ড

    করোনায় মৃত্যুর দুদিন পর লকডাউন হল পটিয়া জিরি ইউনিয়নের ২ ওয়ার্ড

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা হোসেন মারা গেছে গত ৫ মে মঙ্গলবার।

    পরদিন বাদ যোহর মৃত ব্যাক্তির নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করে একই ইউনিয়নের ২ ওয়ার্ডের অন্তত ৫শ মানুষ।

    এদিকে মৃত্যুর পর তার থেকে নমুনা পরীক্ষা করার পর কোবিড-১৯ ভাইরাস ধরা পড়ে। আজ ৮ মে শুক্রবার পটিয়ার জিরি ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

    জানা যায়, জানাযায় অংশ নেওয়া সবাই ইউনিয়নের ৪ এবং ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। ফলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে পরামর্শক্রমে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জিরি ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড লকডাউন ঘোষণা করে।

    জিরি ইউনিয়েনের দুটি ওয়ার্ড লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইনামুল হাছান।

    তিনি বলেন, শুক্রবার স্থানীয় ইউপি সদস্য এবং পুলিশের উপস্থিতিতে ৪ ও ৫ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ ৮ মে বুধবার থেকে আগামী ১৪ দিন পর্যন্ত লকডাউন থাকবে।

    এসময়ে এখন থেকে এ দুই ওয়ার্ডের কেউ এলাকার বাইরে যেতে পারবেন না। বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে পারবেন না। সংশ্লিষ্ট ওয়ার্ড এর সংশ্লিষ্ট ইউপি মেম্বার/চেয়ারম্যান লকডাউনকৃত এলাকার মানুষের সার্বিক প্রয়োজনের বিষয়টি নিশ্চিত করবেন।

    এছাড়া জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গ্রাম পুলিশের সহযোগিতায় বের হতে হবে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • করোনা : ২৪ ঘণ্টায় ১৬ জন, চট্টগ্রামে ১শ ছাড়িয়েছে আক্রান্ত

    করোনা : ২৪ ঘণ্টায় ১৬ জন, চট্টগ্রামে ১শ ছাড়িয়েছে আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৪৩টি করোনার নমুনা পরীক্ষা করা হয়।

    এরমধ্যে চট্টগ্রাম শহরে ১২ জন এবং জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া লক্ষ্মীপুরে ৪ নোয়াখালীতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম জেলার মধ্যে বাঁশখালীতে করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীটি একজন পুরুষ(৪৫)। এছাড়া লোহাগাড়া উপজেলায় ২৭ বছর বয়সী একজন পুরুষ, পটিয়া উপজেলায় ৪৫ বছর বয়সী একজন পুরুষ এবং সীতাকুন্ডের বড় কুমিরায় ৩৫ বছর বয়সী একজন পুরুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। পটিয়ায় আক্রান্ত নতুন রোগীটি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাগজীপাড়ায় করোনাজয়ী মহিলার দেবর।

    চট্টগ্রাম নগরীর মধ্যে শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে রয়েছেন দামপাড়া পুলিশ লাইনের ২৫ ও ৩৫ বয়সী দুইজন পুরুষ। এছাড়া উত্তর কাট্টলীতে ৪০ বছর বয়সী একজন পুরুষ, আকবরশাহ থানায় ৫১ বছর বয়সী একজন পুরুষ, দক্ষিণ হালিশহর ৭৫ বছর ও ৩৪ বছর বয়সী দুই নারী, এনায়েত বাজার ২১ ও ৪৭ বছর বয়সী ২ পুরুষ, পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় ৪২ ও ৩৭ বছর বয়সী দুই পুরুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

    চট্টগ্রাম জেলায় শনাক্ত হওয়া বাকি দুজনের একজন ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি এবং অন্যজন চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

    লক্ষ্মীপুর জেলার চারজনের মধ্যে রামগঞ্জ ২,রায়পুর ১ এবং কমলনগরে ১ জন।

    নোয়াখালী জেলার ২ জনের মধ্যে কবিরহাট ১ এবং সোনাইমুড়ী ১ জন।

    আজ সোমবার (৪ মে) রাত ১১টা ৬ মিনিটে তথ্যগুলো নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন।

    চট্টগ্রামে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ১১০ জনে দাঁড়ালো।

    চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩৯ দিনে চট্টগ্রামে মোট ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া ঢাকা, কুমিল্লা, কক্সবাজার ও রাজবাড়ীতে করানো শনাক্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরো পাঁচ ব্যক্তি।

    চট্টগ্রামে আক্রান্তের মধ্যে নগরের ৭৪ জন, সাতকানিয়ার ১৬ জন, লোহাগাড়ার ২ জন, সীতাকুণ্ডের ৪ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ৩ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ২ জন, সন্দ্বীপের ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, ফটিকছড়ির ১ জন, বাঁশখালী ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ৬ বছরের এক শিশু, তিন বয়স্ক পুরুষ ও দুই নারীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

    এছাড়াও ৬ জন মারা গেছে আইসোলেশনে। তবে মৃত্যুর পর তাদের পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়।

    আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/আর এস পি

  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের ভালোবাসার প্যাকেট দিলেন পটিয়ার যুবলীগ নেতা

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের ভালোবাসার প্যাকেট দিলেন পটিয়ার যুবলীগ নেতা

    পটিয়া প্রতিনিধিঃ পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের উওর নাথ পাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভালবাসার পোটলা নিয়ে হাজির হয়েছেন পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত ফয়সাল।

    এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের মেম্বার টিটু দেব,আওয়ামীলীগ নেতা সুশীল দেবনাথ,যুবলীগ নেতা,মানিক,সৌরভ,এসকান্দর শাওন,এনাম,ছাত্রলীগ নেতা মঈনুদ্দীন খালেদ রানা,মোহাম্মাদ রাসেল,সোহেল চৌধুরী,বিশু চক্রবর্তী,নাঈম,আনোয়ার হাবিব আদনান,এমরান,তারেক,মঞ্জু,উজ্জ্বল প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়