Tag: পটিয়া

  • পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হোটেলকে জরিমানা

    পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হোটেলকে জরিমানা

    পটিয়া সংবাদদাতাঃ পটিয়া রেল স্টেশন সংলগ্ন বি ও সি রোড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই হোটেলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৩০,০০০ টাকা এবং আল মদিনা ঝাল বিতানের মালিককে ১০,০০০ টাকা জরিমানা করেন।

    এসময় তিনি ব্যাবসায়ীদের সর্তক করে বলেন, পটিয়ার সকল জায়গায় খাবার হোটেলগুলোকে অবশ্যই পরিস্কার,পরিচ্ছন্নভাবে খাদ্যদ্রব্য বিক্রী করতে হবে না হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

  • পটিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    পটিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পটিয়ার নিরীহ জনগণের শীত লাঘবে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, এমপি, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এছাড়া পটিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    পটিয়ায় ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের বাসষ্টেশন এলাকা থেকে মোঃ লিটন খন্দকার নামের এক যুবক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল। আটককৃত যুবক থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    সোমবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বাসষ্টেশনস্থ এস আলম স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে ৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

    আটক যুবক ফরিদপুর জেলার সদরপুর থানার ভাসানচর ইউনিয়নের বাসিন্দা ফয়জল খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • পটিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরতর আহত

    পটিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরতর আহত

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী পিকআপের ধাক্কায় গুরতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার সময় ছোট মাহিন্দ্র পিকআপের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং এর আরোহী মোঃ হেলাল উদ্দিন(২৮) গুরুতর আহত হন।

    আহত যুবকের বাড়ি পটিয়া উপজেলার দঃ শ্রীমাই গ্রামে।

    পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ গিয়াস উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আহত যুবকের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে অবস্থা খারাপ দেখে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • পটিয়ার মুজাফরাবাদে আগুনে ৩ বসত ঘর পুড়ে ছাই

    পটিয়ার মুজাফরাবাদে আগুনে ৩ বসত ঘর পুড়ে ছাই

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরীর বাড়িতে আগুন লেগে ১টি পাকা ২টি দোতলা মাটির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    আগুনে সুকান্ত চৌধুরী, সুধীর রঞ্জন চৌধুরি ও মৃনাল চৌধুরির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ২৪ ঘন্টা ডট নিউজকে জানান,আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

    অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান। তিনি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষন করে ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন এবং সরকারি ভাবে সাহায্য সহযোগীতার আশ্বাস দেন।

  • পটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

    পটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

    পটিয়া প্রতিনিধিঃ ”মহান বিজয় দিবস-২০১৯” উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে পটিয়া উপজেলা প্রশাসন এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান,উপজেলা পরিষদ এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

    এই সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনীতিক দলগুলো সকাল থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ মঞ্চ সহ বিভিন্ন অনুষ্ঠান সকাল থেকে চলতে দেখা গেছে।

  • পটিয়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পটিয়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পটিয়া সংবাদদাতাঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ফরহাদুল আলম তানভীর (৫) নামে এক শিশু মারা গেছে।

    সোমবার বিকেলে বাড়ির পাশে ফুটবল খেলার সময় বল পুকুরে পরে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির করুণ মৃত্যু হয়।

    নিহত তানভীর কেলিশহর ৬নং ওয়ার্ড কিল্লাপাড়ার সামশুল আলমের ৩য় ছেলে। সামছুল আলম কেলিশহর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক।

    তানভীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় আনোয়ার নবী জানান, বাড়ির পাশে পুকুরে ডুবে তানভীর মারা যায়। তার সাথে আরেকজন ছিল সেই বেঁচে গেছে।

  • পটিয়া বাইপাসে শ্যামলী পরিবহনের বাস চাপায় ইউপি সদস্যের মৃত্যু, সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

    পটিয়া বাইপাসে শ্যামলী পরিবহনের বাস চাপায় ইউপি সদস্যের মৃত্যু, সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস চাপায় এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

    রবিবার বিকেল ৩টা ১০ মিনিটে উপজেলা বাইপাসের বৈলতলী সড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    নিহত আব্দুল কাদের কায়সার শোভনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি পটিয়া বাইপাসের রং সাইডে গিয়ে কায়সারকে চাপা দেন।

    এতে ইউপি সদস্য কায়সারের দেহটি ক্ষতবিক্ষত হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

    এদিকে এ ঘটনার জের ধরে স্থানীয়রা বাইপাস সড়কটিতে জড়ো হয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

    খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পটিয়া থানার ওসি বোরকান উদ্দিন, কচুয়াই ইউনিয়ন চেয়ারম্যান ইনজামুল হক জসীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

    পটিয়া থানার ওসি বোরকান উদ্দিন শ্যামলী পরবহণের ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানান।

  • মহিষের আক্রমন:মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিদায় নিল পিএসসি পরীক্ষার্থী

    মহিষের আক্রমন:মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিদায় নিল পিএসসি পরীক্ষার্থী

    পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দক্ষিণ শালিক পাড়া এলাকায় শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী শান্ত বিশ্বাস (১১) মহিষের আক্রমনে আহত হয়ে পাঁচ দিন পর মৃত্যুবরণ করেছে।

    গত বুধবার সকালে শান্ত পরীক্ষা দেওয়ার জন্য পুকুরে গোসল করতে গেলে পুকুর পাড়ে পাগলা মহিষের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতবস্থায় শিশু শান্ত কে প্রথমে পটিয়া হাসপাতালে পরে অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

    নিহত শান্ত এবারের পিএসসি পরীক্ষার্থী এবং দক্ষিণ শালিক পাড়া শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবারের পিএসসি পরীক্ষার্থী। দৈনিক ভোরের দর্পণ পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘণ্টা ডট নিউজে সংবাদ প্রকাশ হওয়ার পরে নজরে আসে পটিয়া প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের।

    খবর প্রকাশের পরে ২৪ ঘণ্টা ডট নিউজের পক্ষ থেকে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হলে পরে তিনি ঘটনার বিষয়ে অবহিত হয়ে হাসপাতালে শান্তকে দেখতে যান। নিহত শান্ত হাইদগাঁও শালিক পাড়ার প্রবাসী কেশব বিশ্বাসের ছেলে।

    স্থানীয় উত্তম বিশ্বাস জানান, আহত শান্ত দেব সকালে পরীক্ষা দেওয়ার জন্য পাশে পুকুরে গোসল করতে যায় সেই সময় হঠাৎ কেলিশহর ইউনিয়নের থেকে রবিউল আওয়াল উপলক্ষে ফাতেহার জন্য ১টি মহিষ কিনে আনে। মহিষটি পাগল হয়ে অনেক লোককে আঘাত করে। পরে পাগলা মহিষটি হাইদগাঁও শালিক পাড়া শ্যামাচরন প্রাথমিক বিদ্যালয়ের এবারের পিএসসি পরীক্ষার্থী শান্ত দেব কে শিংয়ের গুতা দিয়ে দুইটি কিডনিতে আঘাত করে।

    গত বুধবার থেকে রোববার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৫দিন মৃত্যুার সাথে পাঞ্জা লড়ে অবশেষে তার মৃত্যু হয়।

    এই বিষয়ে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহম্মেদ জানান ঐ ছাত্রের আহতের বিষয়ে তার পরীক্ষার সেন্ট্রার বা কেন্দ্র থেকে কোন কিছু বলেননি তাছাড়া শ্যামাচরণ বিদ্যালয় থেকে তাকে অবহিত করা হয়নি। পরে জাতীয় দৈনিক ভোরের দর্পণ এবং ২৪ ঘণ্টা ডট নিইজ পোর্টাল অবহিত করলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খবরা খবর নেন। পরে তিনি জানতে পারেন আজ রোববার দুপরে ঐ শিক্ষার্থী মারা গেছে।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত শান্ত বিশ্বাসের আপন জেঠাতো ভাই স্বপন বিশ্বাস। তিনি বলেন,লাশ বাড়ীতে আনার ব্যবস্থা করা হচ্ছে।

  • পটিয়ায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

    পটিয়ায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

    পটিয়া প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল পটিয়া পৌরসদরের বাসষ্টেশন এলাকার আলীম চৌধুরী এন্ড সন্স ফিলিং স্টেশন এর সামনে থেকে আবদুর রাজ্জাক প্রকাশ এরশাদ(২৫) পিতাঃ মৃত শামসুল আলম ও আনোয়ারা বেগম(৪২) স্বামীঃ শাহাবুদ্দিন নামে দুই জন মাদক ব্যবসায়ীকে নয়’শ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

    মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

    আবদুর রাজ্জাক প্রকাশ এরশাদ চন্দনাইশ থানার নাজিরহাট ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড এর হাছানদন্ডী (পোয়া ফকিরের বাড়ী) গ্রামের এবং আনোয়ারা বেগম সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের নতুন চর খাগরিয়া গ্রামের বাসিন্দা।

    তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পটিয়া মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক একেএম আজাদউদ্দিন।

  • পটিয়ায় শ্যামলী-টমটম সংঘর্ষে গুরুতর আহত ৩

    পটিয়ায় শ্যামলী-টমটম সংঘর্ষে গুরুতর আহত ৩

    পটিয়া, সংবাদদাতাঃ পটিয়া বাইপাস ভাটিখাইন বটতল মসজিদের পাশে রোববার সকাল ১০টার সময় শ্যামলী বাস ১টি টমটমকে চাপা দিলে টমটমের ৩ যাত্রী গুরুতর আহত হয়।

    আহতরা হলেন, রুপম দাশ (২৮) নাসির উদ্দিন(৩৮) সমর শীল (৬০)।

    আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে পটিয়া হাসপাতাল নিয়ে যায়, পরে তাদের অবস্থার অবনতি দেখলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল প্রেরণ করা হয়।

    পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ বাবলু দাশ জানায় আহতদের অবস্থা খারাপ দেখে চট্টগ্রাম মেডিেকল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় পটিয়ার প্রসাশন প্রস্তুত

    ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় পটিয়ার প্রসাশন প্রস্তুত

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় পটিয়া উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

    এই ঘূর্ণিঝড় মোকাবেলায় ১৩টি আশ্রয়কেন্দ্র ছাড়াও প্রাথমিক বিদ্যালয় ১৫২টি, মাদ্রাসা ২৩টি ও মাধ্যমিক বিদ্যালয় ৪৭টি প্রস্তুত রয়েছে।

    তারমধ্যে ১৮টি মেডিকেল টিম রয়েছে। দুর্যোগ মোকাবেলায় ২ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৩০জন করে স্বেচ্ছাসেবক টিম এবং প্রত্যেক স্কুলে ২০জন সদস্যের স্বেচ্ছাসেবক টিম করা হয়েছে। সরকারি ছুটি বাতিল করে সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা সংশ্লিষ্ট দপ্তরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসানের নেতৃত্বে এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

    ইউএনও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্থায়ী সাইক্লোন শেল্টার ছাড়াও অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সজাগ রাখা হয়েছে স্কুল পরিচালনা কমিটির সভাপতিসহ কমিটির সদস্যদের।

    জরুরী সভায় পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুতের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে উপজেলায়। পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং শুরু করা হয়েছে। তবে রাতে বুলবুলের মূল গতিপথ জানার পর যদি বাংলাদেশের দিকে ঝুঁকি দেখা যায় তবে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নিতে মূল কর্মযজ্ঞ শুরু হবে।

    পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান জানান, পটিয়ায় ১৩টি স্থায়ী আশ্রয় কেন্দ্রে ছাড়াও স্কুল, মাদ্রাসার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির নেতৃত্বে পরিচালনা কমিটি বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ হলে সাথে সাথে যেন সেবা দেয়া যায় সে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া আগামী কালের জেএসসি-জেডিসি সহ সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।