Tag: পটিয়া

  • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পটিয়া বেলী ফুডসকে জরিমানা

    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পটিয়া বেলী ফুডসকে জরিমানা

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার আমজুর হাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছে বেলী ফুুডস নামে একটি বেকারী।

    বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে পরিবেশনের অভিযোগে জরিমানা দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

    আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেকারিটাকে এ অর্থদন্ড দেন।

    অভিযানকালে তিনি বলেন নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন ও লাইসেন্স ছাড়া সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হবে।

  • পটিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে লেগুনা চালক খুন

    পটিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে লেগুনা চালক খুন

    চট্টগ্রামের পটিয়াতে ছুরিকাঘাত করে মো. গফুর নামে ৪৫ বছর বয়সী এক লেগুনা চালককে খুন করেছে দুর্বৃত্তরা।

    আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন কাট্টাল বাড়ির পাশ থেকে পুলিশ নিহত চালকের ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে।

    নিহতের লেগুনা

    নিহত গফুর পেশায় লেগুনা (চার চাকা) চালক। লাশের বুকে এবং চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে জানালেন পুলিশ।

    নিহত চালক গফুরের বাড়ি পটিয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ড বাহুলি এলাকার সাবেক কমিশনার মুন্সি মিয়ার বাড়ি। নিহতের ২ ছেলে ১ মেয়ে রয়েছে।

    পটিয়া থানার ওসি ( তদন্ত) জব্বারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন,হত্যার ঘটনায় তদন্ত চলছে। চালককে এভাবে নৃশংসভাবে কেন খুন করা হয়েছে তার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • পটিয়া উপজেলা চেয়ারম্যান এর নতুন কার্যালয় উদ্ধোধন

    পটিয়া উপজেলা চেয়ারম্যান এর নতুন কার্যালয় উদ্ধোধন

    পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যালয় উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, পটিয়া সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুদ্দিন আহমদ, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা, প্রণব দাশ।

  • পটিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

    পটিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

    চট্টগ্রামের পটিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (২রা নভেম্বর) শনিবার সকালে পালিত হয়েছে। ৪৮তম সমবায় দিবস উপলক্ষে এবার ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্র্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

    এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি, পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মো: হাবিব উল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন।

    সকালে র‌্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী ছাড়াও বিভিন্ন সমবায় সমিতিকে হুইপ সামশুল হক চৌধুরী এমপি ক্রেস্ট প্রদান করেন।

    সমবায় দিবসে হুইপ সামশুল হক চৌধূরী এমপি বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দারিদ্র বিমোচন ও আত্মনির্ভরশীল হওযার জন্য সমবায় সমিতি চালু করেন। সমবায় মানুষের দারিদ্র দূর করতে কাজ করে। সমিতি থেকে ঋন নিয়ে অনেকে কূটির শিল্প, মৎস, দুগ্ধ খামার করে আজ স্বাবলম্বী। কিন্তু কিছু কিছু সমবায় প্রতিষ্ঠান অতিহারে ঋন দিয়ে সুদের ব্যবসা শুরু করছে। তার মধ্যে নামসর্বস্ব সরকারি রেজিস্ট্রেশন নিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে উধাও হয়ে যাচ্ছে। এসব সমিতিকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

  • পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

    পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

    চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর গুচ্চগ্রাম এলাকায় গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

    বুধবার ভোরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় খুনী স্বামী সামশুল আলমকে (৪০) এলাকাবাসীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

    নিহত স্ত্রীর নাম হাজেরা বেগম (৪৫)। তিনি বাঁশখালী নাপুরা ৫ নং ওয়ার্ডের শেখের খীল এলাকার মৃত ফজল আহম্মদরে মেয়ে। স্বামী সামশুল আলম একই এলাকার জাফর আহম্মদের পুত্র।

    স্থানীয়রা জানান, গত ১২ বৎসর আগে হাজেরা বেগম ১ম সংসারের দুই সন্তান রেখে সামশুল আলমের সাথে পালিয়ে ২য় বিয়ে করে বাশঁখালী থেকে পটিয়া গুচ্চগ্রাম চলে আসে। এরপর থেকে দুজনে সুন্দর করে সংসার করে আসছে।

    তবে তাদের ১২ বৎসরে সংসারে কোন সন্তান না থাকায় দুজনের মধ্যে কিছুটা মনমালিন্য ছিলো। কিছুদিন ধরে সামশুল আলম ২য় বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে স্ত্রী হাজেরা তাতে বাধা দেন। ফলে হাজেরাকে নির্যাতন করে আসছে সামশু।

    তাতেও স্ত্রী হাজেরা রাজী না হওয়ায়  বুধবার গলায় ফাঁস লাগিয়ে হাজেরাকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সামশুকে আটক করে পুলিশে খবর দেয়।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহত হাজেরার লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছেন।

  • পটিয়ার মুক্তিযোদ্ধা জহুরুল হক চৌধুরী’র ইন্তেকাল

    পটিয়ার মুক্তিযোদ্ধা জহুরুল হক চৌধুরী’র ইন্তেকাল

    চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক চৌধুরী (৬৬) রবিবার রাত সাড়ে ১২টায় সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    আজ সোমবার বাদে আছর নিজ গ্রামের বাড়ি উত্তর গোবিন্দারখীর আমিরনগর গ্রামে হাদু চৌধুরী জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে ও দাফন সম্পন্ন হবে।

    পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল হক চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আবু আরেফ সারতার্জ, কেন্দ্রীয় নেতা আল্লামা ইলিয়াছ শাহ, উপজেলা সভাপতি মোরশেদল আলম খোরশেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাংবাদিক ওবাইদুল হক।

  • পটিয়া থানায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

    পটিয়া থানায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

    চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের উদ্যোগে সারা দেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।

    পটিয়া থানার সেকেন্ড অফিসার( সিপি ও) এস আই খালেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান,পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম।

    এছাড়া আরো বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু,আশিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম. হাসেম, কচুয়াই ইউনিয়ন চেয়ারম্যান ইনজামুল হক জসিম, কাশিয়াইশ ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম. খোরশেদ গণি,৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম,৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল,৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম.এ. মন্নান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সৈয়দ, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, বুলবুল আক্তার, শওগত আকবর মেম্বার, মহিলা মেম্বার শাহিন আক্তার, কোহিনুর আক্তার, আজিমুল হক, ফৌজুল কবির কুমার প্রমুখ।

    পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম বলেন, ‘পটিয়াকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে পুলিশ ও জনতার সম্পর্ক আরো বেশি জোরদার করার দরকার।

  • পটিয়ায় এক পা’হীন অদম্য অটোরিকশা চালক নাজিমের দুঃখ গাথা

    পটিয়ায় এক পা’হীন অদম্য অটোরিকশা চালক নাজিমের দুঃখ গাথা

    দীর্ঘ ২৩ বছর ধরে এক পা নেই চট্টগ্রামের পটিয়ার ছনহরা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে নাজিম উদ্দিনের। বাবার অভাব-অনটনের সংসারে হাল ধরতে এক যুগ আগে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে রিকশার হাতল ধরে পরিবারের দায়ভার নেয়।

    সেই থেকেই ইচ্ছাশক্তি দিয়ে বাঁধাকে জয় করলেন সে। এখন রিকশায় হাতল ছেড়ে সিএনজি চালিত অটোরিকশার চালিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে নিচ্ছে জীবনের।

    প্রবল মনেবলের কারণে এক পা না থাকলেও নাজিমের স্বাভাবিকভাবে গাড়ি চালাতে অক্ষেপ নেই। দক্ষ চালক হিসেবে রয়েছে এলাকায় তার খ্যাতিও। অদম্য নাজিমের দেখাদেখি এলাকার বেকার যুবকরা উজ্জীবীত হচ্ছে।

    জানা যায়, ১৯৯৬ সালের দিকে বাবার সাথে কুরবানির হাট থেকে ফিরছিলেন ৯ বছর বয়সী নাজিম। বাড়ির কাছাকাছি আসতেই রিকশার চাকার সাথে লুঙ্গি পেঁচিয়ে পড়ে যায় সে। এতে এক পা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার পক্ষাঘাতগ্রস্থ পা’টি কেটে ফেলে তাকে বাঁচিয়ে রাখে।

    কিন্তু এক পা হারিয়েও তার জীবন সংগ্রাম থেমে থাকেনি। যে বাহনের কারণে তার পা হারাতে হয়েছে সে বাহনের (রিকশা) হাতল ধরে সংসারের হাত ধরে। এখন সে নিয়মিত সিএনজি অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করছেন।

    নাজিম উদ্দিন জানান, তিনি সাত ভাই-বোনের মধ্যে চতুর্থ। ছোট বেলায় মা’কে হারিয়েছেন। বয়োবৃদ্ধ বাবা, বিধবা বড়বোন নিয়ে নাজিম উদ্দিন সংসারের ঘাণি টানতে গিয়ে এখন ৩২ বছর বয়সেও বিয়ে করতে পারেনি।

    অভাবের সংসারে ভাড়া করা সিএনজি চালিয়ে দিনে যা আয় করে তা থেকে গাড়িভাড়ারা টাকা, সংসারের প্রত্যাহিক খরচ মিটিয়ে তেমন কিছুই থাকেনা। ফলে অসুখে-বিসুখে টাকার অভাবে তাকে হিমশিম খেতে হয়।

    নাজিম উদ্দিন বলেন, একটি পা না থাকায় গাড়ি চালাতে তার কষ্ট হয়। তারপরও তার ইচ্ছে ছিল ভালো একজন চালক হবেন, ওই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মনের জোড়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন।

    তিনি বলেন, গ্রামীন সড়কগুলোতে সিএনজি অটোরিকশা প্রায় সময় নষ্ট হয়ে যায়। এতে তার প্রচুর কষ্ট হয়ে যায়। পা না থাকায় পথে পথে না বিপত্তিতো রয়েছে। তারপরও কি করা। এতো কষ্ট করলে নাজিম বেচে নেয়নি ভিক্ষাবৃত্তি।

    আবার এদিকে সেই সিএনজি অটোরিক্শা চালাতে তাকে সহযোগীতার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশে মহিলা এস আই হ্যাপী বেগম বলেন, তার কাছে অনেক সময় গাড়ীর কাগজ ঠিক না থাকলে এবং চট্টগ্রাম নাম্বারের গাড়ী মহানগরে প্রবেশ করলে সেই প্রতিবন্ধী হওয়ায় আমরা তাকে জরিমানা করিনা এবং সহযোগীতা করে থাকি।

    এলাকার বয়োবৃদ্ধ আব্দুস সাত্তার (৭০) বলেন, নাজিম পা প্রতিবন্ধী হলেও তার গাড়ি চালনায় দক্ষতা রয়েছে। তার দেখাদেখি এলাকার অনেক বেকার যুবক অটোরিকশাসহ নানা পেশায় কাজ করছে। তবে সেই সরকারের কাছ থেকে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকায় সংসার চালাতে একটু সুযোগ হয়।

    ছনহরা এলাকার সমাজসেবক জলিল আহমদ বলেন, নাজিমের অর্থনৈতিক দ্বৈন্যতা রয়েছে। বিত্তশালীরা যদি তাকে একটি অটোরিকশা কিনে দিত তাহলে তার এ সংকট কেটে উঠতো। ভালভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারতো।

  • পটিয়া ও আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

    পটিয়া ও আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

    চট্টগ্রামের আনোয়ারা ও পটিয়া উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

    রবিবার সকালে পটিয়ার কোলাগাঁও এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক নজিম উদ্দিন (২৫)। পরে পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত নাজিম উদ্দিন ওই এলাকার বদরুল মিয়ার ছেলে। ঘটনার সত্রতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

    অন্যদিকে একই দিন দুপুর দেড়টার সময় আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন মোহাম্মদ মিরাজ নামে অপর এক যুবক। উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঘটে দুর্ঘটনাটি।

    আহত অবস্থায় স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত মিরাজ ওই গ্রামের মৃত মাওলানা মোহাম্মদ ওসমানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন।

  • পটিয়ায় বৈদ্যুতিক তারে আহত হয়ে তিন দিন পর মৃত্যু

    পটিয়ায় বৈদ্যুতিক তারে আহত হয়ে তিন দিন পর মৃত্যু

    চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ঝিয়ার পাড়া এলাকার আব্দুল কন্টাকট্রারের ২য় ছেলে মোঃ জাবেদ(৩৫) দঃভূর্ষি ভুড়ি পাড়া এলাকায় বুধবার দুপুর ১ টার সময় রাজমিস্ত্রির কাজ করার সময় ছাদে ওঠলে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে আহত হন।

    পরে অন্য রাজমিস্ত্রিরা তাকে উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার।

    শুক্রবার রাত ৮ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    জাবেদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

  • হুইপ সামশুল হকের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতা আটক

    হুইপ সামশুল হকের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতা আটক

    পটিয়ার সংসদ সদস্য ও সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ পটিয়ার যু্লীগ নেতা জমির উদ্দিনকে আটক করেছে।

    আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় পটিয়া পৌর সদরের মাঝেরঘাটা নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

    পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন প্রতিবেদক কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে জমির উদ্দিনকে আটক করা হয়েছে। শুনেছি তিনি যুবলীগ নেতা। তবে কোন পদে আছেন জানি না।

    স্থানীয় সুত্রে জানাগেছে, জমির আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। তার বিরুদ্ধে আগেও থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

    এক সময় তিনি পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    গত কিছুদিন ধরে হুইপ সামশুল হকের বিরুদ্ধে ফেইসবুকে ক্রমাগত স্ট্যাটাস দিয়ে আসছিল। এতে এমপি সামশুল হকের পক্ষে আবু সাঈদ তানভীর নামে একজন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে।

  • পটিয়ায় আগুনে দোতলা মাটির ঘর ভস্মিভূত, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

    পটিয়ায় আগুনে দোতলা মাটির ঘর ভস্মিভূত, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

    পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বনফুল ফ্যাক্টরির পাশে মূদুল চৌধিুরি ১টি মাটির দোতলা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    গতকাল দিবাগত রাত ৩ টার সময় আগুন লেগে এই দূর্ঘটনা ঘটে। তবে আগুন কি কারণে লেগেছে সঠিক জানাতে পারেনি পটিয়া ফায়ার সার্ভিস।

    এলাকাবাসী জানায় রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানাীয়রা পটিয়া ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পটিয়া ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা হবে বলে জানান।