Tag: পটিয়া

  • পটিয়ায় ১ রাতে ২ সড়ক দুর্ঘটনায় আহত ৪

    পটিয়ায় ১ রাতে ২ সড়ক দুর্ঘটনায় আহত ৪

    বুধবার দিবাগত রাত ১২টার সময় চন্দনাইশ বিজিসি ট্রাস্টের সামনে ট্রাক উল্টে গিয়ে ড্রাইভার এবং হেলপার গুরুতর আহত হয়। পরে রাতে পটিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট উপস্থিত হয়ে অমল বড়ুয়া (৫০) কে আহত অবস্থায় বিজিসি ট্রাস্টে ভর্তি করায়। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কোটবাজার এলাকার বাসিন্দা।

    এছাড়া পটিয়া বাইপাসে রাত ২ টার সময় ১টি মাল বোঝাই ট্রাক আনোয়ারা রোডের মুখে রোড় ডিভাইডারে উপর উঠে ট্রাকটি উল্টে যায়।

    এতে আহতরা নিজেরা পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করেছেন বলে জানান পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া।

  • পটিয়ায় যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, ভ্রাম্যমান আদালতের জরিমানা

    পটিয়ায় যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, ভ্রাম্যমান আদালতের জরিমানা

    চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কের উপর নিমির্ত কমল মুন্সির হাটের যাত্রী ছাউনি টি বার বার দখল করে ১টি চক্র ফল ফ্রুটের ব্যবসা পরিচালনা করছিল দীর্ঘদিন যাবত।

    বুধবার (৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনাকালে যাত্রী ছাউনীতে অবৈধভাবে ফলফ্রুট এর দোকান দেয়ার অপরাধে ০২জন বিক্রেতাকে ৩,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এবং দোকন উচ্ছেদ করা হয়।

    এর আগে  অনেকবার উচ্ছেদ অভিযান করা হলে ১টি চক্র কিছুদিন যেতে না যেতে আবার পুনরায় ব্যবসা চালু করে আসছিল।

    এ বিষয়ে ইউএনও বলেন, অবৈধ ভাবে যে কোন জায়গায় দখল হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি ও খাবার সামগ্রী তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

    উপজেলার কমলমুন্সির হাট এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

    তিনি বলেন, বুধবার পরিচালিত অভিযানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি এবং খাবার সামগ্রী তৈরি করার অপরাধে মজু মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা এবং নেজাম ষ্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে পরবর্তীর জন্য সতর্ক করে দেওয়া হয়।

    উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

    ২৪ ঘন্টা/সঞ্জয় সেন/রাজীব..