খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দীপেন ত্রিপুরা (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দীপেন ত্রিপুরা পেরাছড়া ইউনিয়নের সাবেক মেম্বার সুকমল ত্রিপুরা ছেলে। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজন জ্যোতিষ ত্রিপুরা জানান, দীপেন ফুটবল আর্জেন্টিনাকে সমর্থন করতেন। সকালে আর্জেন্টিনা ফুটবল দলের একটি পতাকা কিনে আনে দীপেন। পতাকাটি টাঙাতে বাঁশ নিয়ে বাড়ির পাশের তেঁতুল গাছে উঠার সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মুসা (১৬)। তিনি কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।
২৪ঘণ্টা/এনআর