Tag: পতাকা

  • আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

    আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

    খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দীপেন ত্রিপুরা (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দীপেন ত্রিপুরা পেরাছড়া ইউনিয়নের সাবেক মেম্বার সুকমল ত্রিপুরা ছেলে। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    স্বজন জ্যোতিষ ত্রিপুরা জানান, দীপেন ফুটবল আর্জেন্টিনাকে সমর্থন করতেন। সকালে আর্জেন্টিনা ফুটবল দলের একটি পতাকা কিনে আনে দীপেন। পতাকাটি টাঙাতে বাঁশ নিয়ে বাড়ির পাশের তেঁতুল গাছে উঠার সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

    উল্লেখ্য, সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মুসা (১৬)। তিনি কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

    ২৪ঘণ্টা/এনআর

  • ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে সমর্থকের মৃত্যু

    ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে সমর্থকের মৃত্যু

    আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে মোহাম্মদ মুসা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ায় ঘটনাটি ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

    নিহত মোহাম্মদ মুসা কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

    ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার জানান, মুসা ব্রাজিল সমর্থক। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন নির্মাণ হচ্ছে এমন একটি বাড়ির ৬ তলা ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে পা পিছলে ৬ষ্ঠ তলা থেকে ৩য় তলায় পড়ে আহত হয়। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
    ২৪ঘণ্টা/এমআর

     

  • সারাজীবনের সংগ্রামে জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড উপহার দিয়েছেন বঙ্গবন্ধু

    সারাজীবনের সংগ্রামে জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড উপহার দিয়েছেন বঙ্গবন্ধু

    শিল্পকলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বিউগলে করুন সুর,শ্রদ্ধা

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ বলেন, একশ বছর আগে আজকের দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। তিনি সারাজীবন সংগ্রাম করে আমাদেরকে একটি জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড এনে দিয়েছিলেন।

    বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল সোনার বাংলাদেশ গড়া এবং দেশের অর্থনৈতিক মুক্তি এনে দেওয়া। কিন্তু সেটি তিনি করে যেতে পারেননি।

    তার সেই স্বপ্ন পুরণ করতে আমাদের আজকের দিনের অঙ্গিকার হচ্ছে জাতির পিতার সুযোগ্য কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অর্থনৈতিক মুক্তি আনা।

    তাছাড়া আজ জাতীয় শিশু দিবসে আমাদের জাতির পিতার জীবন ইতিহাস শুনে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করবে এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য।

    চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

    শ্রদ্ধা ও ভালবাসার নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয় বন্দর নগরী চট্টগ্রামে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয় দিনব্যাপী কর্মসূচি।

    এর মাঝে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বিউগলে করুন সুর বাজানোর সাথে সশস্ত্র শ্রদ্ধা জানানো হয়।

    এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ ও জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ মুক্তিযোদ্ধারা।

    এসময় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন করা হয়। পরে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজন চলবে দিনব্যাপী।

    এছাড়া সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে পালন করছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

    ২৪ ঘন্টা/প্রিন্স