Tag: পতেঙ্গায়

  • চট্টগ্রামের পতেঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি

    চট্টগ্রামের পতেঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুজন মালিকের তিনটি দোকান পুড়ে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

    সোমবার ভোরে কাঠগড় এলাকার রাজা পুকুর পাড়ে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।

    তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও আগুন নির্বাপণের আগে মো. শামসুল আলম ও মাহবুবুল আলমের মালিকানাধীন তিনটি দোকান পুড়ে যায়। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • চট্টগ্রামের পতেঙ্গায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রামের পতেঙ্গায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি অস্ত্র ও গুলিসহ মো. মোবারক হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতার মোবারক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছদাকা ইউনিয়নের শিকদার পাড়ার গুরা মিয়ার বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে। আজ শনিবার সকালে পতেঙ্গার টিকে গ্রুপ মোড়ের ওমেরা ট্যাংক টার্মিনাল এলাকা থেকে অস্ত্রসহ পতেঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

    পতেঙ্গা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্র বিকিকিনির উদ্দ্যেশে এক যুবক বর্ণিত স্থানে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে গেলে পুলিশ দেখে মোবারক পালানোর চেষ্টা করে।

    ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করার পর তার দেহ তল্লাশী করে একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার মোবারকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।