Tag: পত্রিকা

  • ১০ পত্রিকার ডিক্লারেশন বাতিল

    ১০ পত্রিকার ডিক্লারেশন বাতিল

    দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি দৈনিক বাংলা পত্রিকা ও ১টি ইংরেজি দৈনিকের ডিক্লারেশন (ঘোষণাপত্র) বাতিল করা হয়েছে।

    ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বর (বুধবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

    ডিক্লারেশন বাতিল হওয়া দৈনিক পত্রিকাগুলো হলো- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক দি ফাইনান্সিয়াল ডেইলি।

    ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা অনুযায়ী পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

    যেসব পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় না, সেগুলো বন্ধের জন্য সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে কথা গত মাসের শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদও বলেছিলেন।

    এন-কে

  • ঠাকুরগাঁওয়ে কেক কেটে “দৈনিক সময়ের আলো” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঠাকুরগাঁওয়ে কেক কেটে “দৈনিক সময়ের আলো” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃদৈনিক “সময়ের আলো” পত্রিকার ১ম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ মার্চ) সকালে এ উপলক্ষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাবের নতুন হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এর আগে থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

    আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার রাশেল প্রমুখ।

    অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।