Tag: পথচারীর মৃত্যু

  • সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

    সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নুর মোহাম্মদ বাচ্ছু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মাদাম বিবির হাট এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু রাস্তা পার হতে গিয়ে ঢাকামূখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাচ্ছু রংপুর জেলার তাঁরাগঞ্জ থানার পতুয়া পাড়া গ্রামের সফি উদ্দিনের পুত্র। নিহত বাচ্চু একটি শীপ ব্রেকিং ইয়ার্ডের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, নিহত বাচ্ছু মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    খবর পেয়ে লাশটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় নিয়ে আসি। অজ্ঞাত গাড়িটি বাচ্চুকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।