Tag: পথশিশু

  • ইতিহাস চর্চা কেন্দ্র’র উদ্দ্যেগে পথশিশু ও বৃদ্ধ নর-নারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ

    ইতিহাস চর্চা কেন্দ্র’র উদ্দ্যেগে পথশিশু ও বৃদ্ধ নর-নারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতে অসহায় হয়ে পড়েছে চট্টগ্রামের পথশিশু রা। খাবার দোকান সংকটে পথে থাকা বৃদ্ধ নর-নারীরাও রয়েছে অভুক্ত।

    অসহায় এসব পথশিশু ও বৃদ্ধ নর-নারীদের মাঝে গত ১৫ দিন ধরে রান্না করা খাবার বিতরণ করছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)।

    এর ধারাবাহিতায় আজ ২৯ এপ্রিলও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পথশিশু ও বৃদ্ধ নর-নারীদের হাতে রান্না করা খাবার তুলে দেন সংস্থাটির কর্মকর্তারা।

    খাবার বিতরন কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, প্রাবন্ধিক ২৪ ঘণ্টা ডট নিউজের প্রকাশক নূর মোহাম্মদ রানা, জাতীয় দরগাহ মাজার সংস্কার-সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার, সামাজিক সংগঠক কাজী মো. আরাফাত, খাদ্য বিতরন কর্মসূচীর উদ্যোক্তা, ইতিহাসবিদ ও সিএইচআরসি সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • হারিয়ে যাওয়া পথশিশু রমজানকে উদ্ধার করেছে আরএনবি সিপাহি আনন্দ

    হারিয়ে যাওয়া পথশিশু রমজানকে উদ্ধার করেছে আরএনবি সিপাহি আনন্দ

    অসহায় পথশিশু রমজান, গায়ের রং ফর্সা বয়স মাত্র সাড়ে তিন বছর। বাবা মা দুজনের নামই অজানা। রমজানের মা সে একজন বাক প্রতিবন্ধী বাবা চলে গিয়েছে ওর জন্মের পরপরই। শিশুটি জন্মের পর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বেড়ে উঠছে গতকাল বিকেল তিনটা থেকে নিখোঁজ।

    রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহি আনন্দ বড়ুয়ার এক ফেসবুক পোস্টের মাধ্যমে হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে পথশিশু রমজান।

    গত ১৫ মার্চ চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে সে ভিক্ষা করতে করতে উঠে যায় এবং ট্রেন ছেড়ে দেয়ার কারণে সে আর নামতে পারেনি৷ সন্ধ্যার সময় জানাজানি হয় রমজান ছেলেটি হারিয়ে গিয়েছে কিন্তু কেউই বলতে পারছে না সে কিভাবে হারিয়েছে?

    বিষয়টি নজরে আসে রেওলয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি আনন্দ বড়ুয়ার। তিনি পুরো বিষয়টি জেনে খুব মর্মাহত হোন৷ রমজানকে তিনি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চাকুরী করার সুবাদে চিনতেন । প্রায় প্রতিদিনই তাকে আদর যত্নও খাবার বিতরণ করতেন। রমজানের হারিয়ে যাওয়ার খবর তার কাছে নিজ সন্তান হারানোর মত ছিল। স্টেশনে মাস্টারের সহায়তায় সিসিটিভি ফুটেজ চেক করে তিনি জানতে পারেন সে মেঘনা এক্সপ্রেস ট্রেনে উঠে গিয়েছিল। এই ছোট্ট শিশু কোন স্টেশনে নামতে পারে তা ছিল সবার অজানা। প্রায় প্রতিটি স্টেশনে রমজানের খোঁজ নেয়া হয় সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে।

    সামাজিক সংগঠন আলোর আশা যুব ফাউন্ডেশন রমজানকে একই ভাবে খোঁজ করে আলোর আশা যুব ফাউন্ডেশনের প্রতিটি সদস্যবৃন্দ।

    আজ মুজিব শতবর্ষ ও জাতীয় শিশুদিবস ছিল। এই শিশুদিবসে হারিয়ে যাওয়া রমজানকে ফিরে পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আলোর আশার যুব সদস্যরা আনন্দ উল্ললাস করেন।

    এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান, সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ শওকত হোসেন ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আলোর আশা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, প্রাইমারি চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুল আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

    এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী রেলওয়ে জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকে।পথশিশু রমজানকে উদ্ধার করার জন্য আর এন বি সিপাহি আনন্দ বড়ুয়া সহ অন্যান্যরা যে পরিশ্রম করেছে তা মুজিববর্ষের প্রথম দিনে আমাদের জন্য অনেক বড় দৃষ্টান্ত। মুজিব বর্ষে নয় শুধু সারা বছর ব্যাপী এরকম ভালো কাজ করা উচিৎ আমাদের সকলের৷

    তিনি বলেন,সামাজিক সংগঠন আলোর আশা যুব ফাউন্ডেশন যে ভালো কাজগুলো করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে সব সময় সহযোগিতা করেছে ভবিষ্যতেও করবে। যেন এই মুজিববর্ষ থেকে পথশিশু সংখ্যা হ্রাস পায়, প্রতিটি শিশু যেন নিরাপদ থাকে ও হারিয়ে যাওয়া থেকে রক্ষা পায় তার চেষ্টা করতে হবে আমাদের সকলকে।

    আন্দন্দ বড়ুয়া বলেন,রমজানকে ফিরে পাওয়া আমার কাছে অনেক আনন্দের ছিল। প্রতিটি শিশু যেন তার অধিকার যথাযথ পায় আমাদের কে সেই লক্ষ্যে কাজ করতে হবে৷ রমজান পথশিশু হিসাবে সে রাষ্ট্রের শিশু, তাই তাকে খুঁজে বের করা আমার নৈতিক দায়িত্ব ছিল অন্যান্য দায়িত্বের মতই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবেকের তাড়নায় পোস্ট করি তাতেই খুব সহজে পেয়ে যায় রমজানকে।

    এরপর রমজানকে আলোর আশা যুব ফাউন্ডেশনের সদস্যদের নিকট হস্তান্তর করা হয় যেন এই শিশুটি পড়াশুনা ও অন্যান্য মৌলিক অধিকার পায়। আলোর আশার সদস্যরা বলেন তারা রমজানকে সব সময় দেখাশুনা করবে এবং রমজানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে সে যেন শতভাগ অধিকার পায় যেহতু সে একজন বাক প্রতিবন্ধী মায়ের অসহায় সন্তান।

  • রাউজানে পথশিশুদের জন্য স্থায়ী বিদ্যাপীঠ গড়ে তোলা হবে: ফারাজ করিম চৌধুরী

    রাউজানে পথশিশুদের জন্য স্থায়ী বিদ্যাপীঠ গড়ে তোলা হবে: ফারাজ করিম চৌধুরী

    নেজাম উদ্দিন রানা, রাউজান : রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র জ্যেষ্ঠ সন্তান রাউজানের উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী বলেছেন, “শিশুদের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব।

    আগামীর প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে অবহেলিত ও পিছিয়ে পড়া শিশুদের দিকে সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। রাউজানে পথশিশুদের জন্য স্থায়ী বিদ্যাপীঠ তৈরী করা হবে।”

    তিনি রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের মুন্সির ঘাটায় সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে গঠিত উদ্দীপ্ত তরুণ বিদ্যাপীঠ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় পথশিশুদের সাথে আনন্দমুখর সময় কাটান সাংসদপুত্র।

    সাংসদপুত্রের সাথে এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর নির্বাহী সদস্য সুমন দে, উদ্দীপ্ত তরুণ এর প্রধান পৃষ্ঠপোষক দীপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, উদ্দীপ্ত তরুণ এর সভাপতি মোহাম্মদ রবিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ তাসিম, জয় বর্ধন,, মঈন, হিমু, মারফ, আরিফ, সাকিব, সাগর, জোনায়েদ, আশরাফুল, মহিত, সাজিদ, আবির, মহিম, নিলয়, দীপ্ত, সোহাব, হানিফ, হামিম, মোরশেদ, বাবু, হামিম, আজম, পল্লব, পাপ্পু প্রমুখ।

    পরে বিদ্যাপীঠে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন ফারাজ করিম চৌধুরী।