রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ‘ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, আপনার আশপাশ পরিষ্কার রাখুন’ এই স্লোগান নিয়ে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ময়লা নির্দিষ্টস্থানে ফেলার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
বুধবার (২৫ ডিসেম্বর) নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন কালে তিনি ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষের উদ্দেশ্যে বলেন, ক্লিন রাউজানের যে ইমেজ আজ সারাদেশে ছড়িয়ে পড়েছে সেই ইমেজ ধরে রেখে আমাদের সবাইকে নিজ নিজ উদ্যোগে আমাদের বাসাবড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে।
তিনি বলেন, নোয়াপাড়া পথেরহাট একটি ঐহিত্যবাহী বানিজ্যিক এলাকা। এই এলাকাকে সুন্দর করে রাখা সকলের নৈতিক দায়িত্ব। তিনি এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।
নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারের সার্বিক পরিকল্পনায় ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম, মো: এসকান্দর, মো: রাশেদ, মো: আরিফুল ইসলাম, মো: মহিউদ্দিন, কামরুল ইসলাম বাবু, সুখময় দাশ গুপ্ত ভুলু, মো: মনছুর, মো: আরিফ, মো: ইলিয়াছ, মো: আলী, মো: সেলিম প্রমুখ।
উল্লেখ্য নোয়াপাড়া পথেরহাট বাজারে ‘ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ১৬টি ডাস্টবিন বসানো হয়।