Tag: পবিত্র ঈদুল ফিতর

  • আজ দক্ষিণ চট্টগ্রামে ৬০ গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর/ নামাজ আদায়

    আজ দক্ষিণ চট্টগ্রামে ৬০ গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর/ নামাজ আদায়

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ২৪ মে রবিবার দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করছে।

    সৌদি আরবের সময় অনুসরণ করে প্রায় আড়াইশো বছর ধরে শাহ-সুফি মমতাজিয়া দরবার ও মির্জাখীল দরবারের প্রায় ৬০ গ্রামের মানুষ ঈদ, রোজা, কোরবান পালন করে আসছে।

    জানা যায়, সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশ শাহ-সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী চট্টগ্রামের ৭ উপজেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

    আজ রবিবার সকাল ৯টায় চন্দনাইশস্থ কাঞ্চননগর শাহ সুফি জাহাঙ্গিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ময়দানে সামাজিক দুরত্ব বজায় রেখে শাহ সুফি আলহাজ্ব মওলানা মোহাম্মদ আলী শাহ’র (ম.জ.আ) ইমামতিতে প্রধান ঈদের জামায়ত অনুষ্ঠিত হয় বলে দরবারের সাহেবজাদা মওলানা মতি মিয়া মনসুর জানিয়েছেন।সাতকানিয়া ঈদ উদযাপন

    একই দিন সকাল ৭টায় মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে দরবার শরীফের পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমানের ইমামতিতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

    প্রতিবছর ঈদের জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের অনুসারীরা অংশ নিলেও এবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তা হচ্ছে না। সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দিয়েছে দরবার কর্তৃপক্ষ।

    দরবার শরীফের পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান বলেন, প্রায় ২৫০ বছর ধরে সৌদি আরবের সময় অনুসরণ করে আমরা ঈদ, রোজা, কুরবানি পালন করছি। সে অনুযায়ী আমরা রোববার পবিত্র ঈদুল ফিতর পালন করব।

    আজ সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। করোনার কারণে এবার দরবার শরীফে বড় ঈদ জামাতের আয়োজন হয়ান। নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।

    ঈদের নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

    জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের যেসব গ্রামে আগাম ঈদ পালন করেছেন সেগুলোর মধ্যে চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদ বেশ কয়েকটি গ্রামের মানুষ রোববার পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করছেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ রবিবার

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ রবিবার

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আজ।

    আজ শুক্রবার ছিল মধ্যপ্রাচ্যে ২৯তম রোজা। তাই আগামীকাল এসব দেশে ৩০তম রোজা পালিত হবে।

    অর্থাৎ আগামী রবিবার সেখানে উদযাপিত হবে ঈদুল ফিতর।

    এদিকে, শুক্রবার (২২ মে) শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে আগামী রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে দেশ তিনটিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে ওই তিন দেশের সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে।

    তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

    ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

    আর অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।

    করোনাভাইরাসের প্রকোপের কারণে গোটা বিশ্বের মতো মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সে কারণে অনেক দেশেই স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলেও জানিয়ে দিয়েছে। কিছু দেশ একেবারেই সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে আবু সুফিয়ানের ঈদ শুভেচ্ছা

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে আবু সুফিয়ানের ঈদ শুভেচ্ছা

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক,চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।

    তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

    তিনি বলেন, পবিত্র এ দিনে প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।

    ২৪ ঘণ্টা/এম আর