Tag: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মৎস্যজীবী হত্যার প্রতিবাদ

    মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মৎস্যজীবী হত্যার প্রতিবাদ

    কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে ওসমান (৬০) হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে এ প্রতিবাদ জানানো হয়। এই মর্মান্তিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

    শুক্রবার (১১ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

    এতে বলা হয়, সেন্ট মার্টিন ইউনিয়নের কাছে মাছ ধরার সময় ৫৮ জন জেলেসহ ৬টি মাছ ধরার ট্রলার মিয়ানমার কর্তৃপক্ষ আটক করে। পরে বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়।

    বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

  • মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছে সরকার

    মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছে সরকার

    মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দুজনের মৃত্যুর ঘটনাসহ চলমান প‌রি‌স্থি‌তির জে‌রে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব কর‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়া‌রি) মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌চ্ছে।

    কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে মিয়ানমা‌র সীমা‌ন্তের ওপার থে‌কে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনাসহ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

    মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সংঘা‌তের জে‌রে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে বি‌জি‌পির ১১৩জন সদস্য।

    বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • পশ্চিমা ১৩ মিশনকে ডেকে অসন্তোষ জানাল ঢাকা

    পশ্চিমা ১৩ মিশনকে ডেকে অসন্তোষ জানাল ঢাকা

    ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ায় ১৩টি প‌শ্চিমা মিশ‌নের দূত ও কূটনীতিকদের ডেকে অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের জানানো হয়েছে, হুট করে বিবৃতি প্রদানের মতো আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাজির হন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইইউর রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উচ্চপদস্থ কূটনীতিকরা। হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া প‌শ্চিমা মিশ‌নের এসব কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

    পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকার যেসব দূতাবাস গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছিল তাদের দূতদের আমরা ডেকেছিলাম। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা অসন্তোষ প্রকাশ করেছি। আমরা বলেছি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না।

    শাহরিয়ার আলম বলেন, আমরা তাদের বলেছি ওই নির্বাচনে সহিংসতা হয়নি। হিরো আলম সারাদিন সতীর্থদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি। অন্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি।

    তিনি বলেন, শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাকে গুটিকয়েক দূত যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলিত করে না বলে আমরা তাদের জানিয়েছি। বলেছি, দ্রুত প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নের বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি।

    প্রতিমন্ত্রী বলেন, ওই ঘটনায় নির্বাচন কমিশন এবং সরকার ত্বরিত ও আইনানুগ ব্যবস্থা নিয়েছে। ১৯ জুলাই দূতদের বিবৃতি দেওয়ার অনেক আগেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরও এই দূতরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যা অযাচিত ও অপ্রয়োজনীয়। যে দ্রুততা ও গুরুত্বের সঙ্গে বিচ্ছিন্ন ঘটনাটির সমালোচনা তারা করেছেন, সেই গুরুত্ব ও দ্রুততার সঙ্গে কিন্তু তারা সরকারের গৃহীত তাৎক্ষণিক ও ত্বরিত আইনানুগ ব্যবস্থাকে মূল্যায়ন করেননি। তাই যৌথ বিবৃতিটির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়।

    শাহরিয়ার আলম বলেন, যৌথ বিবৃতিটি ঘটনা প্রবাহের সঙ্গে অসংগতিপূর্ণভাবে তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি, আমাদের আজকের আলোচনার পর তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকবেন।

    প্রতিমন্ত্রী বলেন, আজকে আমরা তাদের কূটনৈতিক আচরণবিধি সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এটাও সতর্ক করা হয়েছে যে, সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবল পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে।

    বৈঠকে ১৩টি পশ্চিমা মিশ‌নের দূত ও কূটনীতিকদের প্রতিক্রিয়া কী ছিল, এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, তারা বলেছেন, আমাদের সহযোগিতা করতে এটা (বিবৃতি দেওয়া) করেছেন। অন্য কোনো উদ্দেশ্যে তারা এ বিবৃতি দেননি।

    দূত ও কূটনীতিকদের ডাকার বিষয়টি তলব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আজকে তাদের ডাকার বিষয়টি কোনোভাবেই তলব নয়। আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য ডেকেছি। তবে এ ঘটনায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ককে ডাকা হয়েছিল, সেটা ছিল তলব। কেননা, জাতিসংঘের কাঠামো অনুযায়ী এ ধরনের বিবৃতি দেওয়ার সুযোগ নেই।

    তিনি বলেন, কূটনীতিকদের সামনে যে বিষয়টি আমরা তুলে ধরেছি, সেটা তাদের স্ব স্ব দেশের ক্যাপিটালকেও জানানো হবে।

    প্রতিমন্ত্রী বলেন, ব্রিফিংয়ের একটি অংশে ঢাকা-১৭ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ এ আরাফাতও ছিলেন। তিনি ওই ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছিলেন। সেটা কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন।

  • এবার ডেনমার্কে কোরআন অবমাননা, বাংলাদেশের নিন্দা

    এবার ডেনমার্কে কোরআন অবমাননা, বাংলাদেশের নিন্দা

    চলতি মাসে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের কড়া প্রতিবাদের মধ্যেই এবার ডেনমার্কে একই ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির রাজধানী কোপেনহেগেনে একটি মসজিদ ও তুরস্কের দূতাবাসের কাছে এ বর্বর কর্মকাণ্ড ঘটানো হয়। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র নিন্দা জানায়।

    বিবৃতিতে বাংলাদেশ জানায়, সারা বিশ্বের মুসলমানদের মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

    উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামে ওই ব্যক্তি। সেই ঘটনায় বিশ্বের সব মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়। এর মধ্যেই এবার ইউরোপের আরেক দেশ ডেনমার্কে উগ্রবাদের পুনরাবৃত্তি হলো।

  • আল-জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

    আল-জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ শিরোনামের প্রতিবেদনকে ভিত্তিহীন ও মানহানিকর আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, এ প্রতিবেদন ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই সরকারের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করে জামায়াতে ইসলামীর চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে যুক্ত কুখ্যাত ব্যক্তিদের দ্বারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত জনপ্রতনিধির বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণার ধারাবাহিক অংশ ছাড়া আর কিছুই না।

    এতে আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ হলো এ প্রতিবেদনে ১৯৭১ সালের নৃশংস গণহত্যার কথা ঐতিহাসিক তথ্যের কথা উল্লেখ করা হয়নি। যখন জামাতের অপরাধীচক্র লাখো বেসামরিক বাঙালিকে হত্যা এবং ২ লাখের বেশি নারীকে ধর্ষণ করেছে। এ প্রতিবেদন আল-জাজিরার সম্প্রচার ও তাদের ভাষ্যকার ডেভিড বার্গম্যানের রাজনৈতিক পক্ষপাতের প্রতিফলন। ১৯৭১ সালে নিহতের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করায় বার্গম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা দোষী সাব্যস্ত হয়েছেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, প্রতিবেদনের অভিযোগের মূল সূত্র একজন অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধী, যাকে আল জাজিরা নিজেই ‘সাইকোপ্যাথ’ হিসেবে বর্ণনা করেছে। এতে এ নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার এক বিন্দু প্রমাণও হাজির করা হয়নি। মানসিকভাবে অস্থির প্রকৃতির একজন মানুষের কথার ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেলের জন্য বড় ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ।

    বিবৃতিতে বলা হয়েছে, এতে অবাক হওয়ার মতো কিছু নেই যে জামায়াতে ইসলামী বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় কয়েকজন দণ্ডিত পলাতক অপরাধী এবং নিন্দিত ব্যক্তিদের দ্বারা বাংলাদেশবিরোধী অপপ্রচারের অভ্যাসগতভাবে সাজানো হয়েছে। যা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক উগ্রবাদী গোষ্ঠী এবং সংবাদমাধ্যমের সঙ্গে মিলিত হয়েছে ষড়যন্ত্র করেছিল, বিশেষ করে আল-জাজিরা। উগ্রবাদী গোষ্ঠী এবং লন্ডনসহ বিভিন্ন স্থান থেকে কাজ করা তাদের মিত্রদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই বেপরোয়া ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণাকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার।

  • রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

    রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

    রোহিঙ্গাদের কাউকেই জোর করে ভাসানচরে পাঠানো হয়নি। সেখানে যারা গেছেন, তাদের সবাই স্বেচ্ছায় গেছেন।

    বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। এরপর ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জনকে পাঠানো হয়েছে। তাদের কাউকে জোর করে বা আর্থিক প্রলোভন দেখিয়ে ভাসানচরে পাঠানো হয়নি। আর যারা সেখানে গেছেন, তাদের জোর করার কোনো প্রশ্নই ওঠে না।

    এতে আরও বলা হয়, ৩০ বছরের পুরোনো ভাসানচর পুরোপুরি সুরক্ষিত। ঘূর্ণিঝড় আম্পানের সময়ও এ দ্বীপে কোনো ক্ষতি হয়নি। এখানে আবাসন, সুপেয় পানি, চিকিৎসাসহ নানা ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

    বিবৃতিতে রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • পুলিশ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ছুটি বাতিল

    পুলিশ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ছুটি বাতিল

    দেশে বিরাজমান করোনা পরিস্থিতির কারণে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

    আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ এবং করোনা পরিস্থিতি নিয়ে শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, পুরো দেশকে বিশ্ব থেকে লক ডাউন করা সম্ভব নয়। সে জন্য ৪টি রুট খোলা রাখা হয়েছে।

    তিনি বলেন, চীন ১০ হাজার কিট ও ১০ হাজার যন্ত্রপাতি পাঠানোর ব্যবস্থায় নিয়েছে। যেকোনো সময় আমরা চার্টার্ড বিমানের মাধ্যমে এগুলো নিয়ে আসব। এছাড়া অনেক প্রাইভেট কোম্পানিও আনার চেষ্টায় আছে।

    পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনার মতো এ জিনিস আমরা এর আগে কখনো দেখিনি। তাই আপনারা সিরিয়াস হন প্লিজ। যেখানে সৌদির মসজিদের নামাজ বন্ধ হয়ে গেছে, সেখানে কতটা ভয়াবহ এটা বুঝতে হবে।

    এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। সকালে বাংলাদেশ সিভিল এভিয়েশন এ নির্দেশনা দেয়। এ সিদ্ধান্ত আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, ক্যাথে প্যাসিফিক, থাই এয়ারওয়েজের ফ্লাইট ছাড়া অন্য সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

    জানা গেছে, করোনা প্রতিরোধে চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং ছাড়া মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বন্ধ হয়ে যাবে।