Tag: পরিচালক

  • রাউজানে আশ্রয়ণ প্রকল্পের প্রস্তাবিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম

    রাউজানে আশ্রয়ণ প্রকল্পের প্রস্তাবিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান আশ্রয়ণ প্রকল্পের প্রস্তাবিত এলাকা পরিদর্শন ও স্থানীয় অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ শামীম আহম্মেদ।

    বক্তব্য রাখেন জেলা পরিষদ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল আলম দ্বীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, লায়ন সাহাবুদ্দীন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাঁশি, পৌর আওয়ামীলীগের সি.সহ সভাপতি জসিম উদ্দিন, হারুন আর রশিদ টিপু, পৌর মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, ভূমিহীন পরিবারসমূহের মধ্যে বক্তব্য রাখেন হারুনুর রশিদ, আজগর আলী, শামসুদ্দিন,সাহানু আকতার,লাকি আকতার, শাকি আকতার, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ হারুণ, সখিনা বেগম,মাঈন উদ্দিন প্রমুখ।

    এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ শামীম আহম্মেদ বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দেশের প্রত্যন্ত এলাকার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হচ্ছে। তারই আলোকে রাউজান পৌর এলাকায় ৪৪ শতক জায়গায় ভূমিহীনদের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার ভূমিহীন কিছু পরিবার মাথা গোঁজার ঠাঁই পাবে।

    রাউজান পৌর কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় এই বহুতল ভবন নির্মিত হলে এখানে অনেক ভূমিহীন পরিবারের মুখে হাসি ফিরবে।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

    শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

    একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আফসানা মিমি ও সৈয়দা মাহবুবা করিমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তবে তারা কোন বিভাগের পরিচালক হবেন, সেটা এখনও নির্ধারণ করা হয়নি।

    নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু আফসানা মিমির। দেশ সেরা নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন তিনি। এই দলের হয়ে নিয়মিত অনেক বছর সফলতার সঙ্গে কাজ করেছেন।

    উল্লেখ্য, আফসানা মিমি মঞ্চ-টেলিভিশন ও সিনেমার অভিনয় শিল্পী হলেও গেল কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনায়ই বেশি সময় দিচ্ছেন। একটার পর একটা ধারাবাহিক নাটক পরিচালনা করে দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছেন।

    নব্বই দশকে আফসানা মিমি প্রথম আলোচনায় আসেন ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে। এ ছাড়া, প্রশংসিত কিছু সিনেমায়ও আফসানা মিমি অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে— চিত্রা নদীর পাড়ে, নদীর নাম মধুমতি প্রভৃতি।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল

    র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল

    র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসাবে লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি লে. কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন।

    লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

    তিনি উগান্ডা, ইউকে, ভারত এবং ইউএসএ হতে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারী কর্তব্যে গমন করেন। তিনি ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন। ওই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ওটির একটি লাইটের দাম ৮০ লাখ টাকা!

    ওটির একটি লাইটের দাম ৮০ লাখ টাকা!

    রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. উত্তম কুমার বড়ুয়াসহ ৪ জনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়ায় বিভাগীয় মামলা করা হয়েছে।

    হাসপাতালের কার্যাদেশ থেকে দেখা যায়, কেনা হয়েছে ৮টি ওটি লাইট। এতে ব্যয় হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ, প্রতিটি ওটি লাইট কেনার জন্য ব্যয় করা হয়েছে ৭৯ লাখ ৮৫ হাজার টাকা দরে।

    অন্যরা হলেন- হাসপাতালের বাজারদর কমিটির চার সদস্য নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৌমিত্র সরকার এবং নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. রতন দাশগুপ্ত।

    বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান এ মামলা দায়ের করেন।

    মামলার অভিযোগনামায় বলা হয়েছে, উপরিল্লেখিত ৩ জনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ), ও ৩ (ঘ) বিধি মোতাবেক অসদাচরণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হলো। একই সঙ্গে কেন বিধিমালার অধীনে যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে না সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ১০ কর্ম দিবসের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নিকট কারণ-দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। এছাড়া ব্যক্তিগত শুনানি চাইলে তাও জানাতে নির্দেশ দেয়া হয়।

    অভিযোগনামা সূত্র মতে, হাসাপাতালের ২০১৮-১৯ অর্থবছরের ক্রয়কারী কর্তৃপক্ষ হিসেবে হাসপাতালের জন্য ৮টি অপারেশন থিয়েটার (ওটি) লাইট (দাম ৮০ লাখ টাকা) প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ক্রয় করা হয়েছে। এক্ষেত্রে সরকারের ৪ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকা অর্থিক ক্ষতি করা হয়েছে।

    একই সঙ্গে অর্থবছরে ২টি কোবলেশন মেশিন প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ক্রয় করা হয়েছে। এর মাধ্যমে ৭৮ লাখ টাকার অর্থিক ক্ষতি করা হয়েছে। এছাড়া একই অর্থবছরে ২টি এ্যানেসথেশিয়া মেশিন প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ক্রয় করা হয়েছে। এর মাধ্যমে ১ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা অর্থিক ক্ষতি করা হয়েছে।

    এসব আর্থিক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের ৬ কোটি ৪০ লাখ ৩১ হাজার টাকার ক্ষতি হয়েছে।

    চলতি বছরের ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করেন কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেন, কমিটির সদস্য যুগ্ম সচিব শাহিনা খাতুন এবং উপসচিব হাসান মাহমুদ। এরপর তদন্ত প্রতিবেদনটি অজ্ঞাত কারণে আলোর মুখ দেখেনি। যদিও চলতি সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তদন্ত প্রতিবেদন অনুমোদন করেন। আর বৃহস্পতিবার আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

    সূত্র মতে, তদন্ত কমিটি ২০১৯ সালের ১৯ ডিসেম্বর হাসপাতাল পরিদর্শন করে। এ সময় অভিযোগ ও কাগজপত্র পরীক্ষা করা হয় এবং হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেয়া হয়। তদন্ত কমটি ক্রয় পরিকল্পনার সঙ্গে সংযুক্ত তালিকায় দেখেন, ওটি লাইটের চাহিদা রয়েছে ২০টি। আরসিএস এন্টারপ্রাইজ থেকে দুটি ওটি লাইট কেনা হয় এক কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকায়। প্রতিটির ক্রয়মূল্য ৭৯ লাখ ৮৫ হাজার টাকা।

    কার্যাদেশ থেকে দেখা যায়, কেনা হয়েছে আটটি ওটি লাইট। এতে ব্যয় হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা।

    দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০১৮ সালে যন্ত্রপাতিসহ একটি কোবলেশন মেশিন কেনা হয় ৯৬ লাখ টাকায়। আরেকটি ২৫ লাখ ৬৪ হাজার টাকায়। যদিও প্রাইস গাইডলাইনে এর দাম ধরা হয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।

    এ সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে, আরসিএস এন্টারপ্রাইজ থেকে কোবলেশন মেশিন কেনা হয়েছে।

    কার্যাদেশে দেখা গেছে, ‘কোবলেশন মেশিন উইথ আল স্ট্রান্ডার্ড এক্সেসোরিস’ একটি কেনা হয়েছে ৯৬ লাখ টাকায়। এর অরিজিন ইউএসএ উল্লেখ করা হয়েছে। আরেকটি কেনা হয়েছে ‘কোবলেশন সিস্টেম ফর ইএনটি সার্জারি’ ২৫ লাখ ৬৪ হাজার টাকায়। এটিরও অরিজিন ইউএসএ। পরিচালকের বক্তব্য সর্বনিম্ন দরদাতা সরবরাহকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে।

    প্রাইজলিস্টে ইউনিট মূল্য সর্বোচ্চ ১৬ লাখ টাকা। দুটি মেশিনে মূল্যের বিশাল পার্থক্য রয়েছে।

    এ বিষয়ে পরিচালক কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ দুটি মেশিন কেনায় সরকারের অতিরিক্ত অর্থ অপচয় হয়েছে ৭৮ লাখ টাকা। এ মেশিন কেনার ক্ষেত্রেও তদন্ত কমিটি পরিচালকসহ উল্লিখিত পাঁচজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করেছে।

    একইভাবে তৃতীয় অভিযোগে ‘দুটি এনেসথেসিয়া মেশিন ইউথ ভেন্টিলেশন’ কেনায় সরকারের এক কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা আর্থিক ক্ষতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এক্ষেত্রে কমিটি হাসপাতাল পরিচালক ও বাজারদর কমিটির চার সদস্যের বিরুদ্ধে পৃথক বিভাগীয় মামলা করার সুপারিশ করে।

    অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ জানুয়ারি একাউন্টেন্ট নাসিরকে দুর্নীতির দায়ে বরখাস্ত করা হলেও তাকে দিয়ে ওই পদে অফিস করানো হয়েছে। একজন ওয়ার্ড মাস্টার তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও ও লুটপাটের সুবিধার্থে তাকে লোকাল ওয়ার্ডে ম্যানেজার মেইনটেন্সের দায়িত্ব দেয়া হয়েছে। এই চক্রটির ভয়ে এই প্রতিষ্ঠানের গত ৬-৭ বছর যাবৎ কোন প্রতিদ্বন্দ্বীতামূলক টেন্ডার প্রসিকিউর হয় না।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সাময়িক বরখাস্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল)

    সাময়িক বরখাস্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল)

    স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসানকে সরিয়ে দেওয়া হচ্ছে। অনুমোদনহীন হাসপাতাল রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে তার দিকে অভিযোগের আঙ্গুল ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, এই সিদ্ধান্ত বিষয়ক চূড়ান্ত কাগজ স্বাস্থ্যমন্ত্রী বরাবর জমা দেওয়া হয়েছে। তার সাক্ষর করা মাত্রই আমরা নিশ্চিত করতে পারবো।

    তারা আরও জানান, এই আমিনুল হাসানই গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের চুক্তি বিষয়ক চিঠিতে লিখেন- ‘সচিব স্যারের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।’

    এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেন।

    প্রসঙ্গত করোনা নিয়ে মন্ত্রণালয় ও অধিদফতরের কাজে সমন্বয়হীনতা আগে থেকে থাকলেও সেটা প্রকাশ্যে আসে সম্প্রতি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অধিদফতর থেকে অনুমোদন পাওয়া রিজেন্ট হাসপাতাল এবং নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান জেকেজির নজিরবিহীন দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার পর। আলোচনা সমালোচনার পর স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুক্তিটি করা হয়েছিল।’ এই বক্তব্যের পর স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদফতরের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছিল। ওই সময়সীমার শেষ দিনে মন্ত্রণালয়ে গিয়ে সচিবের কাছে নোটিশের লিখিত জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। এবং এর প্রেক্ষিতেই পদত্যাগ করেন।

    গত মার্চ মাসে করোনা প্রাদুর্ভাব শুরুর পর প্রথমে মাস্ক কেলেঙ্কারির পর থেকেই স্বাস্থ্য অধিদফতরের পরিচালকসহ নানা কর্তাব্যক্তিকে নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর ধীরে ধীরে অনুমোদনহীন রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের চুক্তি, জেকেজির মতো প্রতিষ্ঠানের ভুয়া নমুনা পরীক্ষার পর প্রতিষ্ঠানটি তীব্র সমালোচনার সম্মুখিন হন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সুশান্তের আত্মহত্যা: সালমান-কারান-সঞ্জয়-একতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    সুশান্তের আত্মহত্যা: সালমান-কারান-সঞ্জয়-একতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় ভারতীয় অভিনেতা সালমান খান, একতা কাপুর, পরিচালক সঞ্জয় লীলা ভানসালি, পরিচালক-প্রযোজক কারান জোহারসহ ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

    বুধবার (১৭ জুন) বিহারের একটি আদালতে মামলাটি করেন তিনি।

    এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মামলাটি আমলে নিয়ে আগামী ৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

    বিহারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা নামে ওই আইনজীবী অভিযোগ করেছেন, অভিযুক্তরা চক্রান্তের মাধ্যমে সুশান্তকে আত্মহত্যায় বাধ্য করেছেন যা হত্যাকাণ্ডের সমতুল্য।

    মামলায় অভিযুক্ত বাকিরা হলেন- আদিত্য চোপড়া, সাজিদ নাদিওয়াদওয়ালা, ভূষণ কুমার ও পরিচালক দীনেশ।

    অভিযোগকারী আইনজীবীর ভাষ্য, অভিযুক্তরা চক্রান্ত করে সুশান্তের সিনেমা মুক্তি পেতে দেননি। এমনকি তাদের কারণে কোনো ধরনের সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানেও নিমন্ত্রণ পেতেন না সুশান্ত।

    আইনজীবী ওঝা আরও বলেন, সুশান্তের মৃত্যুতে শুধু বিহারই নয় পুরো ভারতের মানুষই কষ্ট পেয়েছেন। ভারতীয় আইনের ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় করা এই মামলায় সাক্ষী করা হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

    প্রসঙ্গত, গত রোববার মুম্বাইয়ের বান্দ্র ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত

    সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

    ৬ দিন আগে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে বাসায়ই তার চিকিৎসা চলছিল।

    রোববার (১৪ জুন) সকালে শরীর কিছুটা খারাপ হওয়ায় সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি হন তিনি।

    শনিবার রাতে তিনি নিজেই গণমাধ্যমকে এসব তথ্য জানান।

    শারীরিক অবস্থা সম্পর্কে উত্তম কুমার জানান, জ্বর ছাড়া আর কোনো উপসর্গ আপাতত নেই। অক্সিজেন সিচ্যুরেশন ভালো আছে। সিটি স্ক্যান পরীক্ষায় বাইল্যাটেরাল নিউমোনিয়ার ধরা পড়েছে।

    প্রসঙ্গত, এর আগে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় ১০০ জন করোনাতে আক্রান্ত হন। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় হাসপাতালে কাজে যোগ দিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মারা গেছেন চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহম্মদ, চেম্বার সভাপতিসহ নেতৃবৃন্দের শোক

    মারা গেছেন চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহম্মদ, চেম্বার সভাপতিসহ নেতৃবৃন্দের শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ জামাল আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    আজ ৩১ মে রবিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

    জানা গেছে, দেশের অন্যতম আরামিট গ্রুপের চেয়ারম্যান সৈয়দ জামাল আহামেদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু্ই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ রুম্মান আহাম্মেদ। তিনি বলেন, বাদ জোহর কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

    সৈয়দ জামাল আহমেদ এর মৃত্যুতে চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।

    শোক বার্তায় চেম্বার প্রেসিডিয়াম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

    আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চেওধুরী জাবেদ এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন।

    মৃত্যুর আগে সৈয়দ জামাল আহমেদ নর্থওয়েস্ট শিপিং লাইন ও নর্থওয়েস্ট সিকিউরিটি লিঃ’র ম্যানেজিং ডিরেক্টর এবং আরামিট লিঃ, আরামিট সিমেন্ট লিঃ ও আরামিট থাই এ্যালুমিনিয়াম লিঃ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

    তাছাড়া চিটাগাং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিত্ব ছাড়াও চট্টগ্রাম চেম্বারের সর্বশেষ কমিটিতে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি কয়েক দফায় এই ব্যবসায়ীক সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন

    নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন

    চট্টগ্রামের ফটিকছড়িস্থ দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক শায়খুল হাদীস আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার (২৭ মে) দিন গত রাত ১২টা ৩৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    ২০০৪ সাল থেকে ১ যুগেরও বেশি সময় ধরে আল্লামা শাহ মুহম্মদ ইদ্রিস অত্র মাদ্রাসার মুহাতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।

    তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্টান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টার সময় উক্ত মাদ্রাসা ময়দানে মরহুমের জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভারতে ক্রিকেট বোর্ড পরিচালক সৌরভ গাঙ্গুলির বাড়িতেও ঘূর্ণিঝড় আম্পানের থাবা

    ভারতে ক্রিকেট বোর্ড পরিচালক সৌরভ গাঙ্গুলির বাড়িতেও ঘূর্ণিঝড় আম্পানের থাবা

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক সংবাদ : করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দুই চব্বিশ পরগণা, কলকাতা। লণ্ডভণ্ড পুরো কলকাতা। তাণ্ডবে কলকাতা শহর ও বিভিন্ন জেলায় রাস্তায় প্রচুর গাছ ভেঙে পড়েছে।

    বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে রাস্তার উপর। এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটি। ভারতের ক্রিকেট বোর্ডের পরিচালক সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও আঘাত হেনেছে সুপার সাইক্লোন আম্পান। কলকাতা বেহালার বীরেন রায় রোডে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঘূর্ণিঝড় আম্পান থাবা বসিয়েছে।

    আম্পানের তাণ্ডবে সৌরভের বাড়িতে বিপজ্জনকভাবে হেলে পড়েছে একটি আমগাছ। ২১ মে, বৃহস্পতিবার সেই গাছটিকে আগের অবস্থানে ফেরাতে অনেক কষ্ট করতে হয় তাকে। গাছের ডালে দড়ি বেঁধে আমগাছটিকে আবার পুরনো জায়গায় স্থাপন করে দেন। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।

    ওই ছবি টুইটারে পোস্ট করে সৌরভ লিখেছেন, ‘এই বয়সে লড়াই করে ঘাম বেরিয়ে গেলো’ আম্পানের আঘাতে হেলে পড়া আমগাছকে রক্ষার ওই ছবি এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।আম্পানের আঘাত হেনেছে সৌরভ গাঙ্গুলির বাড়িতে

    প্রসঙ্গত : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৭২ জনের। বৃহস্পতিবার নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    রাজ্যের বিপর্যয় আইনে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার কথাও ঘোষণা করেন। এর পাশাপাশি টাস্ক ফোর্সও গঠন করেছেন। ৭ দিনের মধ্যে ক্ষয়ক্ষতির রিপোর্ট হবে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে ২জন সুস্থ

    বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে ২জন সুস্থ

    দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া আগের যেই তিনজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন মঙ্গলবার (১০ মার্চ) তাদের পুনঃপরীক্ষা করে দু’জনের ফল নেগেটিভ পাওয়া গেছে। তারা এখন সুস্থ। শিগগিরই তাদের ছাড়পত্র দেয়া হবে।

    বুধবার (১১ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

    তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় করোনার জন্য চালু করা নম্বরে ৩ হাজার ২৩২টি কল এসেছে, যার মধ্যে ৩ হাজার ১৪৫টিই করোনা ভাইরাস সংক্রান্ত। এখন পর্যন্ত ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে নতুন করে কারও শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

    তিনি আরও জানান, বর্তমানে ওই তিনজন চিকিৎসা নিচ্ছেন এবং আটজন আইসোলেশনে রয়েছেন।

    সেব্রিনা বলেন, আগে যে তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল তাদের পুনঃপরীক্ষা করা হয়েছে এবং তাদের দু’জনের ফলাফল নেগেটিভ আছে।

  • করোনাভাইরাসে উহান হাসপাতালের পরিচালকও মারা গেলেন

    করোনাভাইরাসে উহান হাসপাতালের পরিচালকও মারা গেলেন

    ভয়াবহ প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে চিকিৎসক-নার্সদের সঙ্গে নির্ঘুম রাত কাটছিল উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও।

    এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা যোগাচ্ছিলেন তিনি। কিন্তু প্রাণঘাতী ভাইরাস একসময় জেঁকে বসল তার শরীরেও।

    অনেক রোগী তার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও পারলেন না লিউ। হেরে গেলেন তিনি, করোনাভাইরাস কেড়ে নিয়েছে লিউ ঝিমিংয়ের প্রাণও। খবর ডেইলি মেইলের।

    চিকিৎসাধীন সোমবার তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের কোনো হাসপাতালের প্রধান হিসেবে প্রথম প্রাণ গেছে লিউর।

    এর আগে গত শুক্রবার এই হাসপাতালেরই লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী এক নার্স মারা যান করোনাভাইরাসে।

    উচ্যাং হাসপাতালের সংশ্লিষ্টদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, লিউর মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা।

    একজন চিকিৎসক জানিয়েছেন, লিউ বেশ সুস্থ-সবল মানুষ ছিলেন। করোনাভাইরাস তাকেও কেড়ে নেবে, ভাবতে পারছেন না কেউ।

    তবে তার মৃত্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি উচ্যাং হাসপাতাল কর্তৃপক্ষ।

    এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী, নভেল করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ নামক রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৭৭৫ জন প্রাণ হারিয়েছেন। চীনের বাইরে হংকং, তাইওয়ান, জাপান, ফিলিপাইন ও ফ্রান্সে একজন করে মোট পাঁচজন মারা গেছেন।

    এ ছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭১ হাজার ৪৪০ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৫৪৮।