Tag: পরিচালক-প্রযোজক

  • সুশান্তের আত্মহত্যা: সালমান-কারান-সঞ্জয়-একতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    সুশান্তের আত্মহত্যা: সালমান-কারান-সঞ্জয়-একতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় ভারতীয় অভিনেতা সালমান খান, একতা কাপুর, পরিচালক সঞ্জয় লীলা ভানসালি, পরিচালক-প্রযোজক কারান জোহারসহ ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

    বুধবার (১৭ জুন) বিহারের একটি আদালতে মামলাটি করেন তিনি।

    এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মামলাটি আমলে নিয়ে আগামী ৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

    বিহারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা নামে ওই আইনজীবী অভিযোগ করেছেন, অভিযুক্তরা চক্রান্তের মাধ্যমে সুশান্তকে আত্মহত্যায় বাধ্য করেছেন যা হত্যাকাণ্ডের সমতুল্য।

    মামলায় অভিযুক্ত বাকিরা হলেন- আদিত্য চোপড়া, সাজিদ নাদিওয়াদওয়ালা, ভূষণ কুমার ও পরিচালক দীনেশ।

    অভিযোগকারী আইনজীবীর ভাষ্য, অভিযুক্তরা চক্রান্ত করে সুশান্তের সিনেমা মুক্তি পেতে দেননি। এমনকি তাদের কারণে কোনো ধরনের সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানেও নিমন্ত্রণ পেতেন না সুশান্ত।

    আইনজীবী ওঝা আরও বলেন, সুশান্তের মৃত্যুতে শুধু বিহারই নয় পুরো ভারতের মানুষই কষ্ট পেয়েছেন। ভারতীয় আইনের ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় করা এই মামলায় সাক্ষী করা হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

    প্রসঙ্গত, গত রোববার মুম্বাইয়ের বান্দ্র ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর