Tag: পরিত্যক্ত

  • বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে

    বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে

    আর ২১টি বল হলেই হতো। আইরিশ ইনিংসে ১৬.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি হানা দেয় চেমসফোর্ডে। এমনই বৃষ্টি, তা আর থামেনি। ফলে অনেকটা সময় অপেক্ষা করার পর বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

    নিয়ম অনুযায়ী, ওয়ানডেতে বৃষ্টি আইনে কোনো ম্যাচের ফল বের করতে হলে কমপক্ষে ২০ ওভার করে হতে হয় দুই দলের ইনিংসে। ৩.৩ ওভারের জন্য সেটা সম্পূর্ণ হয়নি।

    আইরিশদের সামনে লক্ষ্য ছিল ২৪৭ রানের। ম্যাচ বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে খুব একটা ভালো অবস্থানে ছিল না তারা। ৩ উইকেটে রান ছিল ৬৫।

    ২৭ রানেই পড়ে গিয়েছিল ২ উইকেট। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন স্টিফেন দোহেনি আর হ্যারি টেক্টর। ৬২ বল খেলে তারা যোগ করেন ৩৬ রান। অবশেষে এই জুটিটি ভাঙেন তাইজুল ইসলাম।

    ৩৯ বলে ১৭ রানের ধীর ইনিংস খেলা ওপেনার দোহেনিকে ফিরতি ক্যাচ বানান তাইজুল। বাঁহাতি এই স্পিনার উইকেট নেওয়ার পরের ওভারেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি।

    ছোট পুঁজি নিয়েও প্রতিপক্ষকে চেপে ধরেন বাংলাদেশি বোলারররা। ইনিংসের তৃতীয় ওভারে পল স্টারলিংকে (১৫) মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান শরিফুল ইসলাম। পরের ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে (৫) বোল্ড করেন হাসান মাহমুদ।

    এর আগে ইংল্যান্ডের বিরূপ কন্ডিশনে শুরু থেকেই ধুঁকছিল বাংলাদেশ। ১৫ রানে হারায় ২ উইকেট। ১২২ রানে ৫টি। একটা সময় মনে হচ্ছিল, দুইশ করাই কঠিন হয়ে যাবে। তবে বিপদ কাটিয়ে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে টাইগাররা।

    নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ৯ উইকেটে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ। পুঁজিটা আরেকটু বড় হতে পারতো। কিন্তু লোয়ার অর্ডাররা শেষ দুই ওভারে মাত্র ৭ তুলতে পারেন।

    চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশ বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ১৫ রান তুলতেই হারিয়ে বসে ২ উইকেট। আউট হন লিটন দাস আর অধিনায়ক তামিম ইকবাল।

    লিটলের করা ইনিংসের প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন লিটন। সেটাও আবার গোল্ডেন ডাকে (১ বলে ০)। এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন। ৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

    তামিম শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ ওভারে মার্ক এডায়ারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ১৯ বলে ২ বাউন্ডারিতে তামিম করেন ১৪।

    এরপর দুই বাঁহাতি সাকিব আল হাসান আর নাজমুল হোসেন শান্ত গড়েন প্রতিরোধ। সাকিব দলের বিপদের মুখে শান্তকে নিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই আত্মবিশ্বাসে আঘাত হানলেন গ্রাহাম হুমে।

    অনেকটা এগিয়ে ক্রস খেলতে গিয়ে আইরিশ পেসারের বলে বোল্ড হয়ে যান সাকিব। ২১ বলে ৪ বাউন্ডারিতে তিনি তখন ২০ রানে। শান্তর সঙ্গে তার ৩৭ রানের জুটিটি ভাঙে এই আউটে। ৫২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

    সেখান থেকে তাওহিদ হৃদয় আর শান্তর দারুণ একটি জুটি। ৬৩ বলে ৫০ রানের এই জুটিটি ভাঙে শান্তর আউটে। দলীয় ১০২ রানে ৪ উইকেট পড়ে টাইগারদের।

    চাপের মুখে শান্ত খেলেছেন ভালো একটি ইনিংস। কিন্তু ইনিংসটা শেষ হলো আক্ষেপ নিয়ে। মাত্র ৬ রানের জন্য যে ফিফটিটা করতে পারলেন না।

    ফিফটি পেলে ব্যাটিং করা সবশেষ ৬ ইনিংসে এটি হতো শান্তর চতুর্থ পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ৬৬ বলে ৭ বাউন্ডারিতে ৪৪ করে কুর্তিস ক্যাম্ফারের শিকার হন শান্ত। ডিপ মিডউইকেট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

    এরপর ফিরে যান আরেক সেট ব্যাটার হৃদয়। হুমের বল অফসাইডে অনেকটা বাইরে গিয়ে ব্যাটে লাগান এই তরুণ, উইকেটরক্ষকের হাতে চলে যায় বল। ৩১ বলে গড়া হৃদয়ের ২৭ রানের ইনিংসে ছিল ২টি বাউন্ডারির মার।

    ১২২ রানে ৫ শীর্ষ ব্যাটার সাজঘরে। এমন জায়গায় দাঁড়িয়ে দারুণ একটি জুটি গড়ে দলকে অনেকটা এগিয়ে নেন মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ।

    ৬৬ বলে তাদের ৬৫ রানের জুটি ভাঙে মিরাজ সুইপে ছক্কা হাঁকাতে গেলে। ডকরেলের শিকার হওয়ার আগে ৩৪ বলে ৪ চারের সাহায্যে ২৭ রান করেন এই অলরাউন্ডার।

    স্বীকৃত ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিমই ছিলেন শেষ ভরসা। ‘মিস্টার ডিপেন্ডেবল’ দেখেশুনে খেলে লোয়ার অর্ডারকে নিয়েই ক্যারিয়ারের ৪৪তম ওয়ানডে ফিফটি তুলে নেন।

    তবে ব্যক্তিগত ৬১ রানেই থামতে হয়েছে ডানহাতি এই ব্যাটারকে। লিটলকে তুলে মারতে গিয়ে দোহেনির ক্যাচ হয়ে ফিরেছেন মুশফিক। ৭০ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। এরপর তাইজুল ইসলাম ১৪ আর শরিফুল ইসলাম আউট হন ১৬ রান করে।

    আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশ লিটল। ৬১ রানে তিনি নেন ৩টি উইকেট।

  • সীতাকুণ্ডে রেলের পরিত্যক্ত জায়গায় উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

    সীতাকুণ্ডে রেলের পরিত্যক্ত জায়গায় উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা রেলওয়ে কলোনিতে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার সকাল ১০ টায় কুমিরা মাজার গেইটস্থ মহাসড়কের বাইপাস রোডে দেড় ঘন্টার মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করে। এর আগে একটি মিছিল কলোনী থেকে বের হয়ে মহাসড়ক পদক্ষিণ করে।

    মানববন্ধনে একাত্মতা জানান কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন।

    জানা যায়, ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর ভিটে বাড়ি হারা তিনশ পরিবার কুমিরা রেলওয়ে স্টেশনের উত্তরে রেলের পরিত্যক্ত জায়গায় বসবাস শুরু করে।

    তিনশ পরিবারের প্রায় ১ হাজার মানুষ দীর্ঘ ৩১ বছর ওই পরিত্যক্ত জায়গা বাস্তহারা ও দখলদার হিসেবে বসবাস করছেন।

    এখানকার বসবাসরত নুর ইসলাম বলেন, ১৯৯১ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা তিনশ পরিবার রেলের পরিত্যক্ত জায়গাতে কাঁচা ঘর তৈরী করে আছি। রেলওয়ে ভূমি সংরক্ষণ নীতিমালায় রেলওয়ে কলোনি ও স্টেশন ইয়ার্ড এলাকায় কোন প্রকার লিজ প্রদান করা যায় না। তাই আমরা উক্ত ভূমি লিজের জন্যে রেলওয়ে প্রশাসনের নিকট আবেদন করি নাই।

    কিন্তু আমরা জানতে পেরেছি টি.কে গ্রুপ অব ইন্ডাস্ট্রি এর অনুকুলে আলহাজ্ব আবুল কালাম নামে একজনকে আমাদের ৩১ বছর ধরে দখলীয় ভূমির মধ্যে ১.৩৩ একর ভূমি রেলওয়ে প্রশাসন কৃষি লিজ প্রদান করেছে। এরপর থেকে ওই কোম্পানিকে জায়গা বুঝিয়ে দেওয়া জন্যে আমাদের উচ্ছেদ করার পরিকল্পনা নিচ্ছে রেলওয়ে।

    এব্যাপারে কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, রেলের পরিত্যক্ত জায়গাতে তিনশ পরিবারের প্রায় ৩১ বছর ধরে বসবাস করে আসছে।

    বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ অন্যায়ভাবে ওই জায়গা একটি কোম্পানিকে লিজ দিয়ে ওই ভূমিহীন মানুষগুলোকে উচ্ছেদের পাঁয়তারা করছে। ওই পরিবারগুলোকে আগে পুর্ণবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করতে হবে।

    ২৪ ঘন্টা/এন রানা

  • হাটহাজারীতে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার

    হাটহাজারীতে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার

    হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি এবং একটি সিঙ্গার সুটারগান উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

    আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্র দুটি উদ্ধার করে। উদ্ধারকৃত এলজিটির ট্রিগ্রার অকোজো বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, ৩নং মির্জাপুর ইউপির অর্ন্তগত ২নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ ইউসুফ মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে পরিত্যক্ত অস্ত্রের বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে অভিহিত করলে সাথে সাথে হাটহাজারী মডেল থানা পুলিশ হাটহাজারী থানাধীন পশ্চিম মির্জাপুর গলাচিপা সাকিনের মনছুরাবাদ কলোনীর গুন্ডিশাহ মাজারের খাদেমের গরুর খামারের বাড়ী সংলগ্ন খড়ের স্তুপের পাশ থেকে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগে লাল কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় অস্ত্র দুটি উদ্ধারের পর জব্দ করে।

    উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে হাটহাজারী মডেল থানায় একটি জিডি করা হয়েছে। হাটহাজারী মডেল থানার জিডি নং-৫১২, তারিখ- ১৫-০৪-২০২০ইং।

  • হোয়াইক্যংয়ে পরিত্যক্ত মৃত নবজাতক উদ্ধার

    হোয়াইক্যংয়ে পরিত্যক্ত মৃত নবজাতক উদ্ধার

    টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন মিনাবাজার এলাকায় পরিত্যক্ত মৃত এক নবজাতক গত শুক্রবার সকাল ১১টায় পুলিশ উদ্ধার করেছে।

    স্থানীয়দের সুত্রে জানাযায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৬নং ওর্য়াডে’র মিনাবাজার এলাকায় পুকুর পাড়ে আনুমানিক ৬/৭মাসে’র মৃত এক নবজাতক পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টায় পরিত্যক্ত মৃত নবজাতক কে উদ্ধার করার পর। মৃত নবজাতকের বিষয় তাৎক্ষনিক কোন তথ্য না পাওয়ায় পুলিশ মৃত নবজাতকটি স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তি সহ চৌকিদারে জীম্মায় দিয়ে কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।

    হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এএসআই আরিফুল ইসলাম জানান,আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি ৬/৭ মাসের মৃত এক নবজাতক হোয়াইক্যং ইউনিয়নে’র ৬নং ওর্য়াডে’র মিনাবাজার সংলগ্ন পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।সকাল ১১টায় সঙ্গীয় র্ফোস সহ ঘটনাস্থলে গিয়ে মৃত নবজাতকটি উদ্ধার করি।

    তাৎক্ষনিক ভাবে ঘটনার সর্ম্পকে কোন তথ্য না পাওয়ায় সিনিয়র স্যারদের সাথে আলাপ করে স্থানীয় মেম্বার,চৌকিদার ও গন্যমান্য লোকদের জীম্মায় স্থানীয় করবস্থানে দাপনে’র ব্যবস্থা করা হয়েছে। তবে কি কারনে এই ঘটনাটি হয়েছে তা জানার জন্য তদন্ত অব্যহত রেখেছি।