Tag: পরিবারকে

  • ফটিকছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

    ফটিকছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারকে উপজেলা প্রশাসন ঢেউটিন, টাকা ও কম্বল প্রদান করেছেন।

    ৩ ফেব্রুয়ারী সোমবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন পৌরসভার উত্তর ধুরুং এলাকার বড়ুয়া পাড়ার পিনু বড়ুয়া, রিমন বড়ুয়া ও সনজিত বড়ুয়ার পরিবারকে ঢেউটিন, নগত টাকার চেক ও ৩টি কম্বল প্রদান করেন।

    এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম, কাউন্সিলর ফিরোজা বেগম উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারী বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে মুহুর্তের মধ্যে ঘর গুলো ভষ্মিভূত হয়। আগুনে তাদের জমির প্রয়োজনীয় কাগজ,শিক্ষাগত সনদ সহ ঘরের আসবাব পত্র পুড়ে যায়।

  • আগুনে ক্ষতিগ্রস্থ ১৭২ পরিবারকে মশারি ও মাদুর দিলেন পুলিশ

    আগুনে ক্ষতিগ্রস্থ ১৭২ পরিবারকে মশারি ও মাদুর দিলেন পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৭২ পরিবারের পাশে দাড়িয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্থ প্রত্যক পরিবারের মাঝে পুলিশের পক্ষ থেকে ম্যাজিক মশারি ও মাদুর বিতরণ করা হয়।

    পাঁচলাইশ থানার বিট পুলিশ-৫৩ এবং কমিউনিটি পুলিশিংয়ের যৌথ উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় থানা এলাকার ডেকোরেশন গলিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মোরশেদ আলম, পাঁচলাইশ থানার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব মোহাম্মদ সেলিম, পাঁচলাইশ থানার ৫৩-বিট পুলিশ সমন্বয় কমিটির সভাপতি জসিমুল আনোয়ার খানসহ সংশ্লিষ্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোাগানে উদ্বুদ্ধ হয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার উদ্দ্যেশে এ আয়োজন। পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    তিনি সমাজের প্রতিটি বিত্তবান লোকদের ক্ষতিগ্রস্থ ও দুঃখী মানুষের সেবায় এগিয়ে আসার জন্য আহবান জানান।