Tag: পরিবারের

  • করোনার বিষ ছড়িয়ে পড়েছে সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে! ১৫ জনের নমুনায় ১০ জনই আক্রান্ত

    করোনার বিষ ছড়িয়ে পড়েছে সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে! ১৫ জনের নমুনায় ১০ জনই আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের পর এবার বোয়ালখালীর সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনার বিষ। ১৫ জনের নমুনা পরীক্ষা দিয়ে ১০ জনের শরীরেই মিলেছে করোনার সংক্রমণ।

    চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

    এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিনের সঙ্গে করোনা আক্রান্ত পরিবারের অন্যরা হলেন তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।

    এর আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোন সাংসদ ও তার পরিবারে করোনা শনাক্ত হলো।

    বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনা ভাইরাসের। যার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

    উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।

    ২৪ ঘণ্টা/পূজন সেন/রাজীব প্রিন্স

  • শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিবারের সাত সদস্য করোনামুক্ত

    শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিবারের সাত সদস্য করোনামুক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদের পরিবারের সাত সদস্য সম্পূর্ণভাবে করোনামুক্ত হয়েছেন।

    গতকাল বুধবার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    পরিবারের আক্রান্ত ৮ সদস্যের মধ্যে ৭ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পরিবারের জ্যৈষ্ঠ সদস্য এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম।

    গত ২২ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। তার মৃত্যুর পর একই পরিবারের করোনায় আক্রান্ত সাত সদস্যই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যায়। গত ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার তারা সবাই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে যান।

    এর মধ্যে ঢাকার ধানমণ্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং এক সদস্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন।

    বুধবার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসের ২৪ তারিখে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাইফুল আলমের পরিবারের সাতজন সদস্য।

    পরে বুধবার করোনার পরীক্ষা করা হলে তাদের সবারই করোনা নেগেটিভ আসে। আজ বৃহস্পতিবার তারা সকলেই হাসপাতাল ছেড়ে বাসায় যেতে পারেন বলে জানা গেছে।

    করোনা আক্রান্ত সাত সদস্যদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা ৮৫ বছর বয়সী চেমন আরা বেগম, ২৬ বছর বয়সী ছেলে আহসানুল আলম মারুফ, এস আলম গ্রুপের পরিচালক ৬০ বছর বয়সী রাশেদুল আলম, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ৫৩ বছর বয়সী আবদুস সামাদ লাবু, এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ৪৫ বছর বয়সী ওসমান গণি ও তার ৩৬ বয়সী স্ত্রী।

    জানা যায়, গত ১৭ মে সাইফুল আলম মাসুদের পরিবারের ৬ সদস্য করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন। এর মধ্যে শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা গেছেন।

    একই দিন রাতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা ও বড় ছেলের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। পরদিন শনিবার (২৩ মে) দুপুরে করোনা ভাইরাসে আক্রান্ত মা ও বড় ছেলেকে সুগন্ধার বাসা থেকে সরিয়ে ঢাকায় নেওয়া হয়।

    এর পরদিন রোববার (২৪ মে) সকাল আটটায় চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের করোনায় শয্যাশায়ী অপর চার ভাই ও এক ভাইয়ের স্ত্রীকে আইসিইউযুক্ত অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

    ঢাকার ধানমণ্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনকে ভর্তি করা হলেও আইসিইউ সিটের সংকটের কারণে অপর এক সদস্য আবদুস সামাদ লাবুকে ভর্তি করা হয়েছিল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে।

    ২৪ ঘণ্টা/রাজীব সেন প্রিন্স

  • এস আলম পরিবারের পুত্রবধূ এমপি দিদারের মেয়ে করোনায় আক্রান্ত!

    এস আলম পরিবারের পুত্রবধূ এমপি দিদারের মেয়ে করোনায় আক্রান্ত!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম পরিবারের আরো এক সদস্য করোনায় আক্রান্ত হলেন। এবার আক্রান্ত হলেন এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বড় ভাই মোরশেদুল আলমের ছেলে মাহমুদুল আলম আকিবের স্ত্রী এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে।

    গত বৃহস্পতিবার (২৮ মে) করোনা পরীক্ষায় তার পজেটিভ আসে। এর আগে গত ২৩ মে চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনি রাফিকা ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ল্যাবের করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

    এর আগে গত ১৭ মে থেকে শিল্পপতি এস আলম পরিবারের ৮ সদস্য করোনায় আক্রান্ত হন। গত ২২ মে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা যান।এস আলম পরিবারের পুত্রবধূ

    জানা যায়, ২০১৭ সালের ৭ আগষ্ট করোনায় মারা যাওয়া মোরশেদুল আলম এর ছেলে মাহমুদুল আলম আকিবের সাথে সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনি ও বর্তমান সীতাকুণ্ড ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে রাফিকা বিবাহ বন্ধনে আবদ্ধহয়।

    সম্প্রতি নগরীর সুগন্ধার বাসায় এস আলম পরিবারের ৮ সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর ধারণা করা হচ্ছে এস আলম পরিবারের ওই পুত্রবধূও সেখান থেকেই সংক্রমিত হয়েছেন। করোনভাইরাসে আক্রান্ত এস আলম পরিবারের সাত সদস্য বর্তমানে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এস আলম পরিবার

    চিকিৎসাধীন আছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৮৫), ছেলে আহসানুল আলম মারুফ (২৬), পাঁচ ভাই এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু (৫৩), ইউনিয়ন ব্যাংক ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫) এবং ওসমান গণির স্ত্রী (৩৬)।

    এদিকে খবর নিয়ে জানা গেছে চলতি মে মাসের প্রথম সপ্তাহে ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মেয়ে জেবা জামান চৌধুরীর সাথে এস আলম পরিবারের আরেক সন্তান ও ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর ছেলে আতিকুল আলমের বাগদান সম্পন্ন হয়েছে।

    নগরীর সার্সন রোডস্থ মন্ত্রী বাসভবনে অনুষ্ঠিত ঘরোয়া এ বাগদান অনুষ্ঠানে দুই পরিবারে অন্তত ৬০ থেকে ৭০ জন সদস্য ও আত্মীয় স্বজন উপস্থি ছিলেন। সেখানে কোন ধরণের সর্তকতা কিংবা সামাজিক দুরত্ব মানা হয়নি।

    এ অনুষ্ঠানের পরপরই এস আলম পরিবারে ৯ সদস্য এবং অনুষ্ঠানে অংশ নেয়া বায়তুশ শরফে পীর মাওলানা শাহ কুতুব উদ্দিনও করোনায় আক্রান্ত হন। পরে ২০ মে রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

    একদিন পর ২২ মে রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান এস আলমের বড় ভাই ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাতী বউ এমপি দিদারের মেয়ে ইশফাক আরা জাহান রাফিকাও ছিলেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ পরিবারে করোনার হানা/ ভাইসহ গ্রুপের ৬ সদস্য আক্রান্ত

    শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ পরিবারে করোনার হানা/ ভাইসহ গ্রুপের ৬ সদস্য আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এর মধ্যে এস আলম চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ৫ ভাই ও তার এক ভাইয়ের স্ত্রীও রয়েছে। তারা প্রত্যেকেই নগরীর চট্টগ্রাম শহরের পাঁচলাইশস্থ সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের বাসিন্দা।

    গতকাল ১৭ মে রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করে নগরীতে নতুন যে ৩১ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে তাদের মধ্যে এ ৬ জনের নাম রয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

    জানা যায়, গতকাল তাদের রিপোর্ট পজেটিভ আসার পরেই পাঁচলাইশস্থ সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ওই ভবনটি লকডাউন করে দিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। বর্তমানে করোনা আক্রান্ত এস আলম পরিবারের সকল সদস্য ওই বাড়িতেই অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

    করোনা আক্রান্ত এস আলম গ্রুপ পরিবারের সদস্যরা হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এক ভাইয়ের স্ত্রী ফারজানা পারভীন (৩৬), গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের ভাই ৫৩ বছর বয়সী আবদুস সামাদ (লাবু), এস আলম গ্রুপের পরিচালক ও চেয়ারম্যানের ভাই রাশেদুল আলম (৬০)।

    তাছাড়া একই গ্রুপের মালিকানাধীন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫) এবং গ্রুপের মালিকানাধীন অপর ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম (৬২) শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স