Tag: পরিবেশ অধিদপ্তর

  • পিএইচপির তিন কর্মকর্তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

    পিএইচপির তিন কর্মকর্তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ বাড়বকুণ্ড পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার পূর্ব পাশের একটি পাহাড় টিলা কেটে পরিকল্পিতভাবে পাহাড়ি ছড়ায় পানিপ্রবাহ বন্ধ করে দিয়ে কৃত্রিম জলাধার সৃষ্টি করার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন পরিবেশ অধিদপ্তর।

    অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফেরদৌস আনোয়ারের নেতৃত্বে একটি তদন্ত দল গত ৩০ জানুয়ারি রবিবার ঘটনাস্থল পরিদর্শণ করেন।

    এ সময় কারখানাটির আমবাগান প্রকল্পের ব্যবস্থাপক মো. আলফাতুন ও পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

    পরিদর্শণে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে গত ১৪ ফেব্রুয়ারি পিএইচপি ফ্লোট গ্লাস কারখানা কর্তৃপক্ষের কর্মকর্তাদের শুনানিতে হাজির থাকার নোটিশ দেয় অধিদফতর।

    ওইদিন যথাসময়ে শুনানি শেষে সাত দিনের মধ্যে বাঁধটি সরিয়ে পানির প্রবাহ সচল করার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়।

    তবে পরিবেশ অধিদপ্তরের এ আদেশ আমলে নেয়নি পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ। পাহাড়ের টিলা কেটে বন্ধ করা ছড়া (ঝিরি) পানিপ্রবাহের জন্য খুলে দেওয়ার নির্দেশ অমান্য করায় প্রতিষ্ঠানটির ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে অধিদপ্তর।

    গত বুধবার (২ মার্চ) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে আসামি করা হয়। মামলার এজাহারে উপরোক্ত তথ্যগুলো উল্লেখ করা হয়।

    আসামিরা হলেন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, কারখানার আমবাগান প্রকল্পের ব্যবস্থাপক মো. আলফাতুন ও মানবসম্পদ বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তী।

    পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

    মামলার বাদী পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, প্রায় দেড় মাস আগে আমাদের কাছে অভিযোগে আসে।

    অভিযোগে উল্লেখ করা হয়, একটি পাহাড় টিলা কেটে পরিকল্পিতভাবে পাহাড়ি ছড়ায় পানিপ্রবাহ বন্ধ করে কৃত্রিম জলাধার সৃষ্টি করেছেন পিএইচপি ফ্লোট গ্লাস কারখানা কর্তৃপক্ষ। অধিদপ্তরের একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শণ করে অভিযোগের সত্যতা পাই।

    গত ১৪ ফেব্রুয়ারি কর্তৃপক্ষকে অধিদপ্তরের শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। শুনানিতে সাতদিনের মধ্যে বাঁধটি সরিয়ে ঝিরি আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তারা তা অপসারণ করেনি। ফলে পরিবেশের নির্দেশনা না মানায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    এদিকে মামলাটি একতরফাভাবে করা হয়েছে বলে মন্তব্য করেন পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তী। তিনি গণমাধ্যমে বলেন, পাহাড়ে তাদের একটি টিলায় প্রায় ১৫ হাজারেরও বেশি আমগাছ নিয়ে একটি আমবাগান প্রকল্প রয়েছে।

    শুষ্ক মৌসুমে বাগানের গাছগুলোতে পানি দেওয়ার লক্ষ্যে ছড়ার ওপর বাঁধ দিয়ে পানি জমিয়ে রাখা হয়েছে। তবে এতে যদি পরিবেশের ক্ষতি হয় তাহলে তারা বাঁধ সরিয়ে ফেলতেন।

    বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য এবং বাঁধটি তুলে নিতে ১৫ দিন সময় দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে অনুরোধ করেছেন। এর মধ্যে মামলা করা হলো। যা একতরফা। সূত্র-প্রথম আলো।

  • সীতাকুণ্ডে চিটাগাং মেরিন শিপ ইয়ার্ডকে পরিবেশের ১৫ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ডে চিটাগাং মেরিন শিপ ইয়ার্ডকে পরিবেশের ১৫ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের ছাড়পত্র না থাকায় সীতাকুণ্ডে চিটাগাং মেরিন শিপইয়ার্ডকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

    বুধবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের ছাড়পত্র ছাড়া পুরাতন জাহাজ কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, চিটাগাং মেরিন শিপ ইয়ার্ড কারখানা
    পুরাতন জাহাজ কাটছে পরিবেশের ছাড়পত্র ছাড়াই। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • জিপিএইচ প্লান্ট ও ষ্ট্যান্ডার্ড লুব অয়েলকে ৫ লক্ষ আশি হাজার টাকা জরিমানা

    জিপিএইচ প্লান্ট ও ষ্ট্যান্ডার্ড লুব অয়েলকে ৫ লক্ষ আশি হাজার টাকা জরিমানা

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে দুইটি প্রতিষ্ঠানকে পাঁচলক্ষ আশি হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। প্রতিষ্ঠান দুইটি হচ্ছে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত জিপিএইচ প্লান্ট ও কুমিরা এলাকায় অবস্থিত ষ্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেড।

    শুনানি শেষে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে জি পি এইচ প্লান্টের পরিবেশের ছাড়পত্র না থাকায় একলক্ষ টাকা এবং বায়ু দুষণের অপরাধে ষ্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেডকে চার লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, জিপিএইচ প্লান্ট পরিবেশের ছাড়পত্র বিহীন থাকায় এবং ষ্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেড পরিবেশ দূষণ করায় উক্ত দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে দুই প্রতিষ্ঠানকে ৫ লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সীতাকুণ্ডের বার আউলিয়ায় প্রভিটা ফিড গ্রুপকে পরিবেশের ৫০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ডের বার আউলিয়ায় প্রভিটা ফিড গ্রুপকে পরিবেশের ৫০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় সীতাকুণ্ডের বার আউলিয়ায় প্রভিটা ফিডস লিমিটেড’ এবং ‘প্রভিটা পোল্ট্রি ফিড লিমিটেড’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

    মঙ্গলবার (১৯জানুয়ারী) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের লাইন্সেস নবায়ন না করার অপরাধে উক্ত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত প্রভিটা গ্রুপকে পরিবেশের লাইন্সেস নবায়ন না করার অপরাধে প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে এ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • রাউজানের তিন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

    রাউজানের তিন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র বিহীন তিনটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

    সোমবার (৪জানুয়ারী) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

    সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নূরী, চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক জমির উদ্দিন ও সহকারী পরিচালক আফজারুল ইসলাম উপস্থিত ছিলেন। র‌্যাব ৭ ও পুলিশ বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী অভিযানে সহযোগিতা করেন।

    অভিযানে গুড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হচ্ছে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকার হাজী মো. লোকমানের মালিকানাধীন জিবিআই, রাজীব চৌধুরী রাজুর মালিকানাধীন এইট জিরো এইট ও সৈয়দ হোসেন কোম্পানির মালিকানাধীন বিবিসি ব্রিকস।

    পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জমির উদ্দিন সাংবাদিকদের বলেন, অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধে আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। রাউজানে অর্ধশতাধিক অবৈধ ইটভাটা রয়েছে।

    অভিযানের সময় ইটভাটাগুলোর চিমনি, চুল্লি ও কয়েকলক্ষ কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।
    এ সময় ইটভাটার কিছু শ্রমিক জানান, একেকটি ইটের ভাটায় দেড়শ থেকে দুই শতাধিক শ্রমিকের রুটি রোজগার জড়িত। ইট ভাটাগুলো গুড়িয়ে দেওয়ায় তারা বিপাকে পড়েছে।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • পরিবেশ দূষণের দায়ে সীতাকুণ্ডে দুই শীপ ব্রেকিং ইয়ার্ডকে ৪ লক্ষ টাকা জরিমানা

    পরিবেশ দূষণের দায়ে সীতাকুণ্ডে দুই শীপ ব্রেকিং ইয়ার্ডকে ৪ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশ দুষনের দায়ে সীতাকুণ্ডে দুইটি শীপ ব্রেকিং ইয়ার্ডকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। ইয়ার্ড দুটি হচ্ছে কিং স্টিল (শীপ ব্রেকিং ইয়ার্ড) ও এস এইচ এন্টারপ্রাইজ (শীপ ব্রেকিং ইয়ার্ড)।

    সোমবার (২৮ ডিসেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ দুষনের দায়ে উক্ত দুই ইয়ার্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত দুই প্রতিষ্ঠান পুরাতন জাহাজ কাটতে গিয়ে পরিবেশ দুষন করেছে। এই অপরাধে উক্ত দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে দুই প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের রাইজিং স্টিলকে পরিবেশের ৫ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ডের রাইজিং স্টিলকে পরিবেশের ৫ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ পরিবেশের লাইসেন্স না থাকায় সীতাকুণ্ডের মেসার্স রাইজিং স্টীল লিমিটেডকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

    আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের লাইসেন্স না করার অপরাধে মেসার্স রাইজিং স্টীল লিমিটেডকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

    পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠান পরিবেশের লাইসেন্স না করে অপরাধ করেছে। এই অপরাধে এ জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

     

  • ভাটিয়ারীর হেলথ ভিউ ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা

    ভাটিয়ারীর হেলথ ভিউ ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ করার অপরাধে সীতাকুণ্ডের একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে নবায়ন না করায় উপজেলার ভাটিয়ারীতে হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এবং তারা পরিবেশের লাইন্সেস নবায়ন করেনি। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে
    হেলথ ভিউ ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • পুকুর ভরাট করায় সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা

    পুকুর ভরাট করায় সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পুকুর ভরাট করায় বিএম কন্টেইনার ডিপোকে এক লক্ষ দশ হাজার পঁচশত টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ সোমবার (২রা নভেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের ক্ষতি সাধন করা ও পকুর ভরাট করার অপরাধে সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোকে জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত প্রতিষ্টনটি একটি পুকুর ভারাট করে পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে একলক্ষ দশহাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য যে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী, জাতীয় অপরিহার্য স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি, এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা ব্যক্তিমালিকানাধীন পুকুর বা জলাধার ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • আইনের শাসন,বিচার বিভাগ ও রাষ্ট্রযন্ত্র এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে: ডা. শাহাদাত

    আইনের শাসন,বিচার বিভাগ ও রাষ্ট্রযন্ত্র এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে: ডা. শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আইনের শাসন -বিচার বিভাগ -রাষ্ট্রযন্ত্র,এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। দেশে যতদিন পর্যন্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত সাধারণ জনগণ ন্যায় বিচার পাবে না। আইনের শাসন নয় এখন শোষণ হচ্ছে। শোষণ-নির্যাতনে দিশেহারা দেশের জনগণ।
    সরকারের সমালোচনা করলেই মামলা। বিরোধীদলের নেতাকর্মীরা মিথ্যা গায়েবি মামলায় জর্জরিত।

    তিনি আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কোর্ট হাজিরা শেষে বক্তব্যে একথা বলেন।

    ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সরকারদলীয় সন্ত্রাসীদের হাত থেকে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না। একের পর এক গুম, খুন, নির্যাতন নিপিরণের শিকার হচ্ছে। দেশে আইনের শাসনকে এক দলীয়করণ ও অপরাজনীতির কারণে আজ সশস্ত্র বাহিনীর লোকজনও নিগৃহীত হচ্ছে সরকারদলীয় সংসদের পুত্রের হাতে।

    এ সময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট বদরুল আলম চৌধুরী, নগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সাত্তার সরোয়ার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, মানবিক অধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেজাম উদ্দিন, এডভোকেট মাহামুদৃল আলম চৌধুরী মারুফ, অ্যাডভোকেট জায়িদ বিন রশিদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডকে পরিবেশের ২০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডকে পরিবেশের ২০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের মাষ্টার এন্ড ব্রাদার্স শীপ ব্রেকিং ইয়ার্ড লিমিটেডকে বিশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ মঙ্গলবার (২৭ শে অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে মাস্টার কাসেম এর মালিকানাধীন কুমিরাস্থ মাষ্টার এন্ড ব্রাদার্স শীপ ব্রেকিং ইয়াডকে লিমিটেডকে জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডের এ.এম.এন শিপ ইয়ার্ডকে পরিবেশের জরিমানা

    সীতাকুণ্ডের এ.এম.এন শিপ ইয়ার্ডকে পরিবেশের জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের এ এম এন শীপ ব্রেকিং ইয়ার্ডকে বিশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের এ এম এন শীপ ব্রেকিং লিমিটেডকে জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু