Tag: পরিবেশ অধিদপ্তর

  • পুকুর ভরাটের দায়ে সলিমপুর ইউপি চেয়ারম্যানকে ৩ লক্ষ টাকা জরিমানা

    পুকুর ভরাটের দায়ে সলিমপুর ইউপি চেয়ারম্যানকে ৩ লক্ষ টাকা জরিমানা

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের ক্ষতি সাধন করে পুকুর ভরাটের অপরাধে সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

    আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর মৌজার কাজিবাড়ির নুর মোহাম্মদের বাড়ির পুকুর ভরাট করার অপরাধে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জরিমানা বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ জানান, একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে মিথ্যা তথ্য দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে পরিবেশের দেড় লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে পরিবেশের দেড় লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডসহ দুই প্রতিষ্ঠানকে একলক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

    বুধবার শুনানী শেষে পরিবেশের শর্ত ভঙ্গের দায়ে খাজা শীপ ব্রেকিং লিমিটেডকে এক লক্ষ টাকা ও পরিবেশের ছাড়পত্র না থাকায় জননী ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন১৯৯৫ এর ধারা ৭’এর আলোকে উক্ত প্রতিষ্ঠান দুইটিকে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। এ আদেশ প্রতি পালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডের কেএসএ ষ্টীল ও সীমা ষ্টীলকে পরিবেশের ৫ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ডের কেএসএ ষ্টীল ও সীমা ষ্টীলকে পরিবেশের ৫ লক্ষ টাকা জরিমানা

    ২৪ ঘণ্টা সীতাকুন্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের কে এস এ স্ট্রীল ও সীমা স্টীলকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    মঙ্গলবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের কে এস এ স্ট্রীল (শিপব্রেকিং ইয়ার্ড)কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

    তাছাড়া একই অপরাধে সীমা স্ট্রীল মিলসকে ৩ লক্ষ টাকা এবং সীমা অটো রি রোলিং মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত তিনটি প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে ৩ প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়।

    শুনানীকালে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • দুইদিনে সীতাকুণ্ডের ৮ শীপ ইয়ার্ডকে পরিবেশের দেড়লক্ষ টাকা জরিমানা

    দুইদিনে সীতাকুণ্ডের ৮ শীপ ইয়ার্ডকে পরিবেশের দেড়লক্ষ টাকা জরিমানা

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের ৩টি শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    বৃহস্পতিবার শুনানি শেষে সীতাকুণ্ডের প্যাসিফিক স্টীল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, এইচ.এম স্টিল ইন্ডাষ্ট্রিজকে ৪০ হাজার টাকা এবং জনতা স্টিল শীপব্রেকিং ইয়ার্ডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    এর আগে বুধবার একই অপরাধে আরেফিন এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা ,এস.এইচ এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা, কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার,এন.বি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ এবং কে.আর শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

    পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৮ শীপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে ৮ প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানগুলোকে মোট এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বায়ু দূষণের অপরাধে জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

    বায়ু দূষণের অপরাধে জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ করে বায়ু দূষণ করায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে বায়ু দূষণের অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত উক্ত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোম্পানী পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে পরিবেশ দূষণের অপরাধ করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে অর্থ জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ওডব্লিউ ডব্লিউ ট্রেডিং শিপ ব্রেকিং ইয়ার্ডকে জরিমানা

    ওডব্লিউ ডব্লিউ ট্রেডিং শিপ ব্রেকিং ইয়ার্ডকে জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর অপরাধে সীতাকুণ্ডের ওডব্লিউ ডব্লিউ ট্রেডিং শিপ ব্রেকিং ইয়ার্ডকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। শিপ ব্রেকিং ইয়ার্ডটি পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এবং বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর অপরাধ করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পাহাড় কর্তন : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপুরণ আরোপ

    পাহাড় কর্তন : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপুরণ আরোপ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন একটি প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স ইউনাইটেড বিল্ডার্স’র বিরুদ্ধে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।

    ‘এশিয়ান ওমেন ইউনিভার্সিটি-৩৩/১১ কেভি, ২x২০/২৬ এমভিএ, জিআইএস’ শীর্ষক প্রকল্পটি বাস্তবাযন করতে গিয়ে সরকারি কোন অনুমতি ছাড়ায় পাহাড় কর্তনের অভিযোগ উঠে ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

    আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি নির্ধারিত শুনানীর দিনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী সুমন্ত দেবনাথ, সহকারী প্রকৌশলী মুহা. আশরাফ উদ্দিন তালুকদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত হলে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।

    পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    এতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি নগরীর পাঁচলাইশ থানার জালালাবাদ মৌজার দাগ নং-৭৭৬ তে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মান প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এসময় পাহাড় কর্তনের সত্যতা পাওয়া যায়।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুনানীর নোটিশ প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার নির্ধারিত শুনানীকালে ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

  • কর্ণফুলি দূষণ : টিএসপি কমপ্লেক্সের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ

    কর্ণফুলি দূষণ : টিএসপি কমপ্লেক্সের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে কর্ণফুলি নদী দূষণের দায়ে নগরীর পতেঙ্গাস্থ সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘টিএসপি কমপ্লেক্সের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি নির্ধারিত শুনানীর দিনে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. আতাউর, মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আখতারুজ্জামান ও অতিঃ প্রধান রসায়নবিদ ঝুমকু লতা মজুমদার উপস্থিতে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।

    ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি পরিবেশগত ছাড়পত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরনের জন্যও নির্দেশ প্রদান করা হয়।

    পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার কার্যালয় কর্তৃক গত ৯ জানুয়ারি কারখানাসৃষ্ট তরল বজ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

    পরীক্ষার পর বিশ্লেষিত ফলাফলে Suspended Solids (SS) পাওয়া যায় ৩২৮ মিলিগ্রাম/লিটার যা গ্রহনযোগ্য মানমাত্রা ১০০ মিলিগ্রাম/লিটার), তাছাড়া ফসফেট পাওয়া যায় ৭৫ মিলিগ্রাম/লিটার (গ্রহনযোগ্য মানমাত্রা ৫ মিলিগ্রাম/লিটার)।

    মানমাত্রা বহির্ভূত দূষিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে কারখানাটিকে গত ৫ ফেব্রুয়ারি নোটিশ প্রদান করা হয় ও ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুনানীর দিন ধার্য্য করা হয়।

  • সীতাকুণ্ডে গোল্ডেন আয়রণ শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ডে গোল্ডেন আয়রণ শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লক্ষ টাকা জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডে গোল্ডেন আয়রন ওয়ার্কস (শিপ ব্রেকিং ইয়ার্ড)কে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    সোমবার (১৭ ফেব্রুয়ারী) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির শীতলপুর এলাকায় অবস্থিত উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। শিপ ব্রেকিং ইয়ার্ডটি পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়।

    শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পাহাড়ি জমি কেটে রাস্তা, স্থাপনা ও সীমানা দেয়াল নির্মাণ : গ্রেফতার ৭, জরিমানা

    পাহাড়ি জমি কেটে রাস্তা, স্থাপনা ও সীমানা দেয়াল নির্মাণ : গ্রেফতার ৭, জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী এলাকার ‘খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় সরকারি পাহাড়ি জমি কেটে তৈরি করা হচ্ছে রাস্তা। নির্মাণ করা হচ্ছে স্থাপনা ও সীমানা দেয়াল।

    গোপন তথ্যে এমন অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর একটি ভ্রাম্যমান টিম। অভিযানে ৭ শ্রমিককে গ্রেফতারের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।

    তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া সরকারি পাহাড়ি জমি কেটে একদল শ্রমিক ডেইরি ফার্ম স্থাপনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযান চালানো হয়।

    এসময় ৭ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। পরিবেশ আইনের নানা বিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে অভিযানে।

    তিনি আরো বলেন, গ্রেফতার শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে পাহাড় কাটার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম ও তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

  • চউককে পাহাড় কাটায় ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা

    চউককে পাহাড় কাটায় ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা

    রাস্তা তৈরী করতে গিয়ে ১৮টি পাহাড় কেটে জীববৈচিত্র্য ধ্বংস ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধন করে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাট পর্যন্ত সড়ক নিমার্ণের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (চউক) ১০কোটি ৩৮ লাখ ৬৯ হাজার ৫৫৩ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

    আজ বুধবার (২৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। জরিমানা নির্ধারণ করেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক রুবিনা ফেরদৌসী।

    অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাহাড় কেটে জীববৈচিত্র্য ধ্বংস, পাহাড়ের উপরিভাগের মাটি এবং ভূমির বাইন্ডি ক্যাপাসিটি নষ্টসহ পরিবেশ-প্রতিবেশের অপূরণীয় ক্ষতি সাধন করায় এই জরিমানা করা হয়।

    “প্ল্যানে দুই লাখ ৫০ হাজার ঘনফুট পাহাড় কাটার কথা থাকলেও, তারা কেটেছে ১০ লাখ ৩০ হাজার ঘনফুট”,।

    বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ইউনিভার্সিটির বহিঃসীমানা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পটির নির্মাণাধীন সড়কের দৈর্ঘ্য ৫.৯৬০ কিলোমিটার যার মধ্যে ১৮টি পাহাড় রয়েছে। সর্বমোট ২.৬৬ কিলোমিটার জায়গার পাহাড়ী ভূমি কর্তণের প্রয়োজন ছিল। বায়েজিদ বোস্তামী রোড থেকে ঢাকা ট্রাংক রোড পর্যন্ত লিংক রোড নির্মাণের লক্ষ্যে ৩৩৮১.১০ লক্ষ টাকা ব্যয়ে ১৯৯৯ সালে একনেক কর্তৃক বর্ণিত প্রকল্পের পূর্বে অন্য একটি প্রকল্প অনুমোদিত হয়।

    এ প্রতিবেদনে তখন বিভিন্ন মৌজার ৩৫৭, ৩৫৮ ও ৩৫৯ দাগের পাহাড় কাটার প্রমাণ পায়। সে সময় অনুমতি ছাড়া পাহাড় কাটায় সিডিএকে নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। তাদের নোটিশের জবাবে শুনানিতে অংশ নিয়ে পাহাড় কাটার কথা স্বীকার করলেও পাহাড় কাটা অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি।

    এছাড়া, বিশ্ববিদ্যালয়টিকে সিডিএ কর্তৃক নির্মিত ৪ হাজার ফুট দীর্ঘ ১২০ ফুট প্রশস্ত রাস্তা (১১ একর) গত ২০১০ সালের ২২ নভেম্বরে হস্তান্তর করা হয়। পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকে আরও ২৬.৯৭ একর ব্যক্তি মালিকানাধীন জমি সরকার কর্তৃক অধিগ্রহণ-পূর্বক বরাদ্দ দেয়া হয়। পরবর্তীতে ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৮ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। ওই প্রকল্পটি ২০১৬ সালের ২২ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়।

    ওই প্রকল্প পরিচালক ২০১৬ সালের ২৭ এপ্রিল পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করেন। পরে ওই বছরের ৩ নভেম্বর ইআইএ এর কার্যপরিধি অনুমোদন করা হয়। এবং ২০১৭ সালে প্রকল্পটির ইআইএ অনুমোদনের জন্য সদর দপ্তরে প্রেরণ করা হলে সভার সিদ্ধান্ত মোতাবেক প্রকল্পের আওতায় পাহাড়/টিলা ও সমতল ভূমির পরিমাণ, পাহাড় ও টিলা কর্তন কিং বা মোচন করার বিষয়টি জাতীয় অপরিহার্য বিবেচনায় সরকারের অনুমোদনপত্র, প্রকল্প এলাকার পাহাড়/টিলা থেকে কি পরিমাণ মাটি সংগ্রহ করা হবে ও সংগৃহীত মাটি ব্যবস্থাপনার উপর সংশোধিত ইআইএ দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।

    এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কে সরকার কর্তৃক ১০৪.৪০ একর জমি প্রদান করার কারণে সেই সময় প্রকল্পটি আর সমাপ্ত করা সম্ভব হয়নি।ওই প্রকল্পের অধীনে বায়েজিদ বোস্তামী প্রান্ত থেকে ০২ কিঃ মিঃ পর্যন্ত ২-লেনের রাস্তার নির্মাণ কাজ করা হয়।

    এই প্রকল্পের প্রকল্প পরিচালক রাজিব দাশের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

    উল্লেখ্য, নগরের বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত ৬ কিলোমিটারের এই সড়ক তৈরি করতে কাটা হয় ১৮টি পাহাড়। পরিবেশ অধিদপ্তর বারবার জরিমানা করার পরও ফৌজদারহাট-বায়েজিদের এই সংযোগ সড়ক তৈরি থেকে পিছু হটেনি সিডিএ।

  • সীতাকুণ্ডে ওশান ইস্পাত শিপ ইয়ার্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ডে ওশান ইস্পাত শিপ ইয়ার্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডে ওশান ইস্পাত নামক একটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    বুধবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, ওশান ইস্পাত নামক সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির বার আউলিয়া এলাকায় অবস্থিত উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ডটি পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।