Tag: পরীক্ষার

  • করোনার অ্যান্টিবডি পরীক্ষা এবার ঘরে বসে,ফলাফলও মিলবে মাত্র ২০ মিনিটেই!

    করোনার অ্যান্টিবডি পরীক্ষা এবার ঘরে বসে,ফলাফলও মিলবে মাত্র ২০ মিনিটেই!

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক।। করোনার অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে সংক্রমিত হয়েছে কিনা তা খুব সহজেই জানা যাবে। তাও ঘরে বসেই খুব কম সময়ের ব্যবধানে মাত্র ২০ মিনিটেই।

    এতদিন ট্রায়াল হিসেবে গোপনে এই টেস্ট করা হয়েছে। ট্রায়ালে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিচ্ছে ব্রিটিশ সরকার বরিস জনসন।

    দেশটির গণমাধ্যম দ্যা ডেইলি টেলিগ্রাফ জানায়, এতোদিন ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬% মানুষের প্রকৃত রিপোর্ট দিয়েছে এই টেস্ট।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি এই পদ্ধতি ২০ মিনিটে বলে দেবে আপনি ভাইরাসের সংক্রমণে এসেছেন কিনা।

    সেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর স্যার জন বেল বলেছেন, “এই টেস্ট সত্যি অসাধারণ। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার সংক্রমণ আছে কিনা।”

    অক্সফোর্ড দাবি করেছে, এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে। তবে, আগামি কোনও সংক্রমণের সঙ্গে যুঝতে আপনার শরীর তৈরি কিনা, সেটা জানা যাবে না। এমনটাই দাবি ওই বিশ্ববিদ্যালয়ের।

    এযাবৎকাল রক্তের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হতো। এই ঘটনা সম্পন্ন করতে প্রায় ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতো।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চবিকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি

    চবিকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের গবেষণাগারে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান গবেষণাগারে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালু করার অনুমতি প্রদান করা হলো।

    এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটস ও লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে। কোভিড-১৯ পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডেএইচআইএস ২ – তে প্রেরণ করতে হবে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, ‘আমরা নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছি। কখন থেকে শুরু করা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

    বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, চবি জীববিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এই করোনা টেস্ট করা হবে।

    এ উপলক্ষে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বায়োসেইফটি লেভেল-২ মানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। ল্যাবটি চালু হলে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/ মেহেদি/আর এস পি