Tag: পরীক্ষার্থী

  • বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার

    বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সুমাইয়া জান্নাতের (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌণে ১২টার দিকে উপজেলা গোমদণ্ডী ফুলতল এলাকার খুশি ম্যানসনের ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে সে গলায় ফাঁস দেয়

    পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমাইয়া জান্নাতের মরদেহ উদ্ধার করে।

    সুমাইয়া জান্নাত বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ছমত আলী তালুকদার বাড়ীর আব্দুর রহিমের মেয়ে। সে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলো।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

  • এসএসসি পরীক্ষা : দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩৯৭ পরীক্ষার্থী

    এসএসসি পরীক্ষা : দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩৯৭ পরীক্ষার্থী

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সারাদেশের ন্যায় চট্টগ্রামে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৩৯৭ জন পরীক্ষার্থী। তবে কোনো পরীক্ষার্থী দ্বিতীয় দিনে বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।

    তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ। তিনি বলেন, দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত পরীক্ষার্থীর হার ছিল ০.৩৩ শতাংশ। বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার মোট পরীক্ষার্থীর মাঝে ৩৯৭ জন পরীক্ষার্থী দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেয়নি।

    শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় বাংলা ২য় পত্র পরীক্ষা। দ্বিতীয় দিনের পরীক্ষায় চট্টগ্রামে ৮৭ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহনের কথা থাকলেও ২৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৮৬ হাজার ৯৬৫ জন পরীক্ষার্থী।

    কক্সবাজার জেলায় অনুপস্থিত ছিলেন ৬২ জন। ১৭ হাজার ৮শ ৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের কথা থাকলেও অংশ নিয়েছে ১৭ হাজার ৭৮৮ জন। একইভাবে ৬ হাজার ৩শ ৮৪ জন পরীক্ষার্থী রাঙ্গামাটি জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহনের কথা থাকলেও ৬ হাজার ৩শ ৭২ জন অংশ নেন। এ জেলায় অনুপস্থিত ছিলেন ১২ জন পরীক্ষার্থী।

    বান্দরবান জেলায় ৩ হাজার ২১৩ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ২শ ১ জন এবং অনুপস্থিত ছিল ১২ জন পরীক্ষার্থী। এছাড়াও খাগড়াছড়ি জেলায় ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ জেলায় ৬ হাজার ২২২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ১৯৫ জন পরীক্ষার্থী।

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে জানালেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

  • চবিতে বাবাকে নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে লাশ নিয়ে ফিরল মেয়ে

    চবিতে বাবাকে নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে লাশ নিয়ে ফিরল মেয়ে

    সকালে জীবিত বাবাকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে যায় পরীক্ষার্থী তিন্নি দাশ। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ৪র্থ দিনে পরীক্ষায় অংশগ্রহণও করেন এ পরীক্ষার্থী।

    বুধবার দুপুর ১টায় পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার উদ্দ্যেশে বাবাকে নিয়ে দুপুর দেড়টায় শাটল ট্রেনে উঠে তিন্নি। তখনও সে জানতো না বাবার সাথে কাটানো এটাই তার শেষ মুহুর্ত্ব।

    শাটল ট্রেনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাবা মৃণাল দাশ। দ্রুত ট্রেন থেকে নামিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। ততক্ষনে তিন্নির বাবা মৃণাল দাশ চলে যায় না ফেরার দেশে। মেয়ের স্বপ্ন পুরণ করতে এসে নিজেই পারি জমিয়েছেন স্বর্গরাজ্যে। মৃত্যু কালে তিনি ২ মেয়ে ও ১সন্তান রেখে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে শোকের মাতম।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়েকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে অভিভাবক হিসেবে সকালে ক্যাম্পাসে নিয়ে যায় মেয়ের বাবা মৃণাল দাশ। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের আশে পাশে মেয়ের অপেক্ষায় ছিলেন।

    পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার উদ্দ্যেশে শাটল ট্রেনে উঠলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ওই অভিভাবককে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব পরীক্ষার্থীর অভিভাবকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন। তিনি ধারণা করছেন, হিট স্ট্রোকে তার পিতার মৃত্যু হয়েছে। নিহত মৃণাল দাশের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানালেন এ চিকিৎসক।

    হিট স্ট্রোকে নিহত মৃণাল দাশের গ্রামের বাড়ি সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে এবং চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের রেওলয়ে কলোনির বাসিন্দা বলে জানা গেছে।