২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সারাদেশের ন্যায় সোমবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন। এ দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নুর জাহান আক্তার সাথী, মনিটরিং অফিসার সাহেদুল ইসলাম, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিটি মেয়র শান্তি ও শৃংখলার সাথে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সকল পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।