Tag: পরীক্ষা স্থগিত

  • চবির সব পরীক্ষা স্থগিত, আন্দোলনে শিক্ষার্থীরা

    চবির সব পরীক্ষা স্থগিত, আন্দোলনে শিক্ষার্থীরা

    চবি প্রতিনিধিঃ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যৌথ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত সকল পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    এদিকে পরীক্ষা স্থগিত না করার দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চবির শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

    পরীক্ষা চলমান শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, দুই বছর পর প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল। এখন হঠাৎ করে পরীক্ষা স্থগিত হয়ে গেল। আগে থেকেই সেশন জট ছিল। সেইটা আরও বেড়ে যাবে।

    আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিতে বলেন, চলমান পরীক্ষা স্থগিত না করা। পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলা। শাটল ট্রেন চালু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা।

    প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চবির চলমান পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত চলমান সকল পরীক্ষা স্থগিত থাকবে। শিক্ষার্থীদের দাবি লিখিত আকারে প্রক্টর অফিসে জমা দিতে বলেছি।

    ২৪ ঘণ্টা/মেহেদি

  • ১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

    ১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আগামী মঙ্গলবারের (১২ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে।

    পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৫ নভেম্বর সকাল ৯টায়।

    জেএসসি’র পরিবর্তিত সময়সূচী:

    জেডিসি’র পরিবর্তিত সময়সূচী:

  • সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

    সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

    ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ১১ নভেম্বর সোমবার অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

    শনিবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

    এর আগে শনিবারের (৯ নভেম্বর) জেএসসি পরীক্ষা স্থগিত করা হয়। আজ জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
    গত ২ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়।

    এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।