Tag: পর্যটকের মৃত্যু

  • মিরসরাইয়ে পর্যটকের মৃত্যু; দুই সঙ্গী লাপাত্তা

    মিরসরাইয়ে পর্যটকের মৃত্যু; দুই সঙ্গী লাপাত্তা

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে।

    রবিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে নিহত ওই পর্যটকের এখনো পরিচয় মেলেনি।

    মিরসরাই থানার এস আই রাজিব পোদ্দার জানান, নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝরনায় এক পর্যটকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২২-২৩ হবে।

    তিনি আরো জানান, স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা একসাথে তিনজন ঝরনা দেখতে এসেছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে লাশ ছাড়া অন্য দুজনের দেখা মেলেনি। যতটুকু মনে হচ্ছে ঝরনার উপর থেকে নিচে পড়ে লোকটি মারা গেছে।

    নাপিত্তাছড়া ঝরনার দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠান টিএসআর ইন্টারন্যাশনালের কর্মকর্তা আয়েচ আহমেদ জানান, প্রচন্ড বৃষ্টির কারণে আজ আমরাও টিকেট কাউন্টার বন্ধ রেখেছি। পর্যটকও খুব কম ছিল। এই তিনজন বেলা ১১টার দিকে ঝরনায় গেছে শুনেছি। বিকেলে খবর এলো তাদের একজন মারা গেছে। এরপর মিরসরাই থানায় খবর দিয়েছি। পুলিশ লাশ ‍উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছে।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, কিভাবে মারা গেল এখনো বলা যাচ্ছে না। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করছি। অপর দুই সঙ্গী লাপাত্তা নাকি নিখোঁজ সে ব্যাপারেও তদারকি চলছে।

  • অতিরিক্ত ইয়াবা সেবনে কক্সবাজারে পর্যটকের মৃত্যু

    অতিরিক্ত ইয়াবা সেবনে কক্সবাজারে পর্যটকের মৃত্যু

    কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে বিষক্রিয়ায় এক পর্যটক মৃত্যু হয়েছে।

    রোববার হোটেল ‘লং বিচে’ এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম আবির রহমান রুমি (২৪)। সে ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার মিজানুর রহমানের পুত্র আবির একটি বিপনন সংস্থায় কাজ করতেন। বন্ধুদের সাথে তিনি কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

    কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে মুনতাসির তাহামিদ নিস্বর্গ নামের এক ব্যক্তি তার বন্ধু আবির রহমান রুমিকে সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে রোগীর শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকীৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

    এ বিষয়ে সদর থানার ইন্সপেক্টর অপারেশন মাসুম খান জানান, আবিরের বাবা মিজানুর রহমান বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করে। পিতার আবেদনে প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ গত রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

  • লামায় চাঁন্দের গাড়ি উল্টে দুই পর্যটকের মৃত্যু, আহত ১০

    লামায় চাঁন্দের গাড়ি উল্টে দুই পর্যটকের মৃত্যু, আহত ১০

    বান্দরবানের আলীকদম উপজেলায় একটি পর্যটকবাহী চাঁন্দের গাড়ি উল্টে ২ পর্যটক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন।

    রবিবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ১৫ কিলো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মোহাম্মদ দিদারুল ইসলাম (৩০) ও আবু তাহের (৩২)। এরা উভয়ে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং এলাকার বাসিন্দা।

    আহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ আবু তাহের (৫৪), পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নুরুল ইসলাম (৩০), জিয়াাউল কবির (২৩), মো. তালেব (২২), মো. জয়নাল (২৮), মো. আলী (২৫), আবু তাহের (৫২), মো. জোবায়ের (২৮), শহিদ উল্লাহ (৩২), রেজাউল করিম (২৯)।

    খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ও নিহতদের উদ্ধারে দিক নির্দেশনা প্রদান করেন।

    সূত্র জানায়, থানছি উপজেলা থেকে একটি পর্যটক বোঝাই একটি চান্দের গাড়ি আলীকদম যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের ১৫ কিলো এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান এবং ১০ জন গুরুতর আহত হন।

    স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর গাড়ি চালক ও সহকারী পালিয়ে যায়।

    আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    চাঁন্দের গাড়ি উল্টে দুই জন নিহত ও ১০ পর্যটক আহত হওয়ার সত্যতা ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।