গাইবান্ধার পালাশবাড়ীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৩জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর সকালের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পালাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, রডবোঝাই একটি ট্রাকে করে ১৩ যাত্রী ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলো। পথে জুনদহ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় রডের নিচে চাপা পড়ে ১৩ যাত্রী নিহত হন।
২৪ ঘণ্টা/এম আর