Tag: পলিটেকনিক ইনস্টিটিউট

  • চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হামলার প্রতিবাদে বিক্ষোভ

    চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হামলার প্রতিবাদে বিক্ষোভ

    চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের হামলার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি দুই নম্বর গেট ঘুরে পুনরায় ষোলশহরে গিয়ে শেষ হয়।

    পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদল নেতাদের হামলায় তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় যারা জড়িত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

    তাদের দাবি, পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজি হয়। কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য প্রশাসনকে চাপ দেয়। এজন্য প্রশাসন তালিকা প্রকাশ করেনি। বুধবার (২০ নভেম্বর) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তালিকা প্রকাশ করা হয়। সেটিকে কেন্দ্র করে ঝামেলা করে ছাত্রদল। বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা করে তারা। এসময় তারা হোস্টেলের জানালা-দরজা ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে।

    বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী ইবনে হোসাইন, চবি সমন্বয়ক ফজলুল হক শ্রাবণ, আবু ওবায়দাহ, আদনান শরিফ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক ফাহিম, শিক্ষার্থী আল আমিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজ উদ্দীন, আহমেদ সাঈদ, আরমান শাহরিয়ার, তৌহিদুল ইসলাম, মহসিন কলেজ সমন্বয়ক এজিএম বাপ্পীসহ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

    এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ নিয়ে চট্টগ্রামের দুই সমন্বয়ক দুই ধরনের অবস্থান নিয়েছেন। নিজে উপস্থিত না থাকলে চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি আন্দোলনের পক্ষে রয়েছেন। শুক্রবারের বিক্ষোভ মিছিলের ভিডিও ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তিনি লিখেছেন, যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দখলদারিত্ব করবে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে। সাঈদ, ওয়াসীম, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।

    তবে আরেক সমন্বয়ক রাসেল আহমেদ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শুক্রবারের কর্মসূচির বিপক্ষে অবস্থান নিয়েছেন। আন্দোলন নিয়ে ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লিখেছেন, আজ চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি নেই।

  • ক্লাসের দাবিতে ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    ক্লাসের দাবিতে ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    ঠাকুরগাঁও প্রতিনিধি: নিয়মিত ক্লাসের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

    বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঠাকুরগাঁও-পীরগঞ্জ
    সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা বেতন না পাওয়ায় গত ১৮ মাস ধরে আমাদের ক্লাস নেওয়া বন্ধ রেখেছেন।

    এ অবস্থায় সেশন জটে পড়তে যাচ্ছি আমরা। নিরুপায় হয়ে নিয়মিত ক্লাসের দাবিতে এবং সেশন জোট থেকে নিজেদের রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তীতে আমরা আরো কঠোর আন্দোলনে যাবে।

    এর আগে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সকাল ১০টা থেকে সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

    পরে প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের সময় নিয়ে বিষয়টি সমাধানে আশ্বস্ত করা হলে দুপুরে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

    এ বিষয়ে প্রতিষ্ঠনটির অধ্যক্ষ মোহাম্মদ আলী আকবর খানের সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

    ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবী সমূহ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অবগত করেছি। আশা করছি তারা বিষয়টি গুরুত্বের সাথে নেবেন ।