Tag: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

  • কুমিল্লায় নিজ ঘরেই খুন হলেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিন

    কুমিল্লায় নিজ ঘরেই খুন হলেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ এর এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার আড্ডা গ্রামে ওই কর্মকর্তার ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা।

    নিহতের নাম শরীফ উদ্দিন খান (৪৫)। তিনি সিরাজগঞ্জ জেলা সদরের মধ্য ভদ্রঘাট এলাকার সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুত সমিতি-১ এর অধীন আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি ভাড়া বাসায় অন্যদিনের মতোই বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে শরীফ উদ্দিন খান ঘুমিয়ে ছিলেন।

    রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের দুর্বল জানালার রড ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার আত্মচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    পরে আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

    বরুড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি। সহসাই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

    এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোস্তাফিজুর রহমান।