Tag: পশ্চিম গুজরা

  • রাউজানের পশ্চিম গুজরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

    রাউজানের পশ্চিম গুজরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মফিজুর রহমান সওদাগরের বাড়ি, সাব ব্লক খ/১ এ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করা হয়।

    রবিবার (১১ অক্টোবর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা ও উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য, সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী।

    এ সময় স্বাস্থ্য সহকারি সুজিত ধর, মোঃ ইলিয়াছ উপস্থিত ছিলেন। এ দিন কেন্দ্রটিতে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ শিশুকে ভিটামিন এ (নীল ক্যাপসুল) ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১৪ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।

    উল্লেখ্য, গত ৪ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়। শেষ হবে আগামী ১৫ অক্টোবর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাউজান উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে এবার ক্যাম্পেইনের মাধ্যমে ১ বছর থেকে ৬ বছর বয়সের শিশুদের ৪৫ হাজার লাল ক্যাপসুল এবং ৫ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের ৬ হাজার নীল ক্যাপসুল খাওয়ানো হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • রাউজানের পশ্চিম গুজরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    রাউজানের পশ্চিম গুজরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১০ অক্টোবর) পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ কার্যালয় সন্মুখস্থ মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনীয় সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন মামুন, উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল, বিট অফিসার ইসমাইল হোসেন, সহকারী বিট অফিসার মোহাম্মদ হাসান। যুবলীগ নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অংশুমান বড়ুয়া, আবদুল মালেক মেম্বার, সাংবাদিক শফিউল আলম, তৈয়ব চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ,শাহাদাত হোসেন।

    উপস্থিত ছিলেন সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, প্রদীপ শীল, নেজাম উদ্দিন রানা, এম এম ইউসুফ উদ্দিন, আ.লীগ নেতা আক্তার হোসেন, বদিউল আলম, লিটন দে, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, অজিত বিশ্বাস, সাইফুল ইসলাম লিটন, ইসমাইল হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ রাশেদ, সোহেল, বোরহান উদ্দিন রুবেল, সমাজকর্মী জয়নাল আবেদীন, লিয়াকত আলী চৌধুরী, সালাউদ্দিন, যুবলীগ নেতা টনি বড়ুয়া, আব্দুল মান্নান, মোঃ ইব্রাহীম, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন তৌহিদসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    আলোচনা সভা শেষে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

    ২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

  • রাউজানের পশ্চিম গুজরায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    রাউজানের পশ্চিম গুজরায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    রাউজানের পশ্চিম গুজরায় হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) উরস খানকা পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ)ও খাজা গরীবে নেওয়াজ (রহঃ) এর উরশ উপলক্ষে ৩৩ তম আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ৮ নভেম্বর শুক্রবার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের মাঠে হাটহাজারীর আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কর্ণফুলি জুট মিল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন আলকাদেরী।

    বিশেষ বক্তা ছিলেন কচুখাইন মোহাম্মদীয়া সিনিয়র দাখিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আলমগীর রেজা কাদেরী, উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার মুদাররিস আলহাজ্ব জাফর আহমদ মানিকী।

    ইয়াকুব আলী সওদাগরের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মেম্বার, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন, রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা, মোঃ ইদ্রিছ সিকদার, মোঃ হারুন রশিদ, মোঃ হারুন উর রশিদ, আবদুল মজিদ, কবির আহমেদ, মোঃ সালাউদ্দিন প্রমুখ।

    মাহফিলে মিলাদ, কিয়াম শেষে তাবরুক বিতরণ করা হয়।