Tag: পাওলো দিবালা

  • আমি করোনা মুক্ত, ঘোষণা ইতালির তারকা ফুটবলার দিবালা’র

    আমি করোনা মুক্ত, ঘোষণা ইতালির তারকা ফুটবলার দিবালা’র

    ২৪ ঘণ্টা খেলাধুলা ডেস্ক : ইতালির তারকা ফুটবলার পাওলো দিবালা ইনস্টাগ্রামে একটি আনন্দদায়ক ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মুখটি সব কিছুই বলে দিচ্ছে, আমি শেষ পর্যন্ত প্রাণঘাতী কোভিড-১৯ থেকে মুক্ত হতে পেরেছি।

    তিনি আরও বলেন, কখনই ভাবেননি যে তিনি খেলাটি এতটা মিস করবেন এবং তাঁর বাড়ির সীমানার বাইরে প্রশিক্ষণের জন্য আগ্রহী, যা এখন তা করার সুযোগ পাবেন।

    বুধবার নিজেই এ কথা জানিয়েছেন জুভেন্তাস স্ট্রাইকার। ছয় সপ্তাহেরও বেশি অপেক্ষা করার পরে আর কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই বলে জানা গেছে।

    এদিকে দিবালা যখন করোনা মুক্ত ঠিক তার আগে থেকেই অনুশীলন শুরু করেছে জুভেন্টাস। করোনা আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে জুভেন্টাস৷ সামাজিক দুরত্ব মেনেই আলাদা আলাদাভাবে অনুশীলন করছেন ক্লাবটির ফুটবলাররা।

    ক্লাবের ক্লাবের অফিসিয়াল টুইটারে এ খবর দেওয়া হয়েছে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালি পৌঁছালেও তাকে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এরপরই অনুশীলনে নামবেন সিআর সেভেন।

    রোনাল্ডো প্র্যাকটিসে না-থাকলেও প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক জর্জিও চিলেনি ও লিওনার্দো বুনুচ্চি। সকলেই ফেস মাস্ক পরেই ক্লাবে পৌঁছন। এই দু’জন ছাড়াও অনুশীলনে যোগ দেন অ্যারন রামসে, জুয়ান কুয়াদ্রাদো, মাতিয়া ডি সিগ্লিও, ফেডারিকো বার্নার্ডেসি এবং ড্যানিয়েল রুগানি৷

    কিছুদিনের মধ্যেই জুভেন্তাসের দুই তারকা ফুটবলার মাঠে নামবেন৷

    গত মার্চ থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে চারবার পজিটিভ রিপোর্ট আসে পাওলো দিবালার। তবে দেড় মাস পর বুধবার করোনা নেগেটিভ এসেছে আর্জেন্টিনার তারকা এ ফরোয়ার্ডের। ব্যাপারটি নিজেই জানিয়েছেন তিনি।

    এদিকে জুভেন্টাস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন আর দিবালাকে কোয়ারেন্টিনে থাকাতে হবে না। এখন তিনি পুরোপুরি করোনা মুক্ত। প্রটোকল অনুসারে, পাওলো দিবালা কোভিড-১৯ এর জন্য ডায়াগনস্টিক টেস্টের ডাবল চেক হয়েছে। দু’বারই নেগেটিভ এসেছে। সুতরাং দিবালা সুস্থ হয়ে উঠেছে এবং আর তাকে হোম আইসোলেশনে থাকবে হবে না।’

    ২৪ ঘণ্টা/আর এস পি