Tag: পাকিস্তান

  • জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরে গেল পাকিস্তান

    জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরে গেল পাকিস্তান

    ফের শেষ ওভারে হারলো ‘আনপ্রেডিক্টবেল’ পাকিস্তান। ভারতের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ ওভারে গিয়ে হারলো বাবর আজমের দল। আগে ব্যাট করে ১৩০ রান করেছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান। ১ রানে জিতে যায় সিকান্দার রাজার জিম্বাবুয়ে।

    ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের তোপে পড়ে পাকিস্তান। ১৩ রানে বাবর, ২৩ রানে রিজওয়ান ও ৩৬ রানে ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংস ধরে খেলতে থাকেন শান মাসুদ। তার সঙ্গে শাদাব খান গড়েন ৫২ রানের জুটি। শাদাব বিদায় নেন সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে। শাদাব করেন ১৭ রান। একই ওভারের পরের বলে রাজা শিকার করেন হায়দার আলির উইকেটও।

    খেলা আবার ঘুরে যায়। সিকান্দারের পরের ওভারে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন মাসুদ। এরপর হারের শঙ্কা ঝেঁকে বসে পাকিস্তান শিবিরে। শেষ ওভারে পাকিস্তানের জিততে দরকার ছিল ১১ রান। একটি চার মারেন ওয়াসিম। কিন্তু নওয়াজ আউট হয়ে গেলে ১ বলে ৩ রান করতে হত তাদের। নওয়াজ আউট হন ২২ রানে, ওয়াসিম করেন ১২ রান।

    জিম্বাবুয়ের হয়ে ২৫ রান খরচায় ৩ উইকেট নেন রাজা, ব্রাড ইভান্স নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ব্লেজিং মুজারাবানি ও লুক জংউই।

    এর আগে পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। আরভিন-মেধেভেরে বেশ দ্রুতই এগোচ্ছিলো জিম্বাবুয়ে। দু’জন মিলে ওপেনিং জুটিতে ৪২ রান তোলে। এরপরই ছন্দপতন। পঞ্চম ওভারের শেষ বলে হ্যারিস রউফের বলে ওয়াসিমের হাতে ধরা পড়েন আরভিন। ফেরার আগে তিনি করেন ১৯ বলে ১৯ রান। পরের ওভারে ওয়াসিমের দ্বিতীয় বলে মেধেভেরেকে সাজঘরে ফেরেন। যে কারণে দ্রুত সময়ের মধ্যে চাপে পড়ে দলটি। ঠিক সে সময় হাল ধরার চেষ্টা করেন শন উইলিয়ামস। তবে যোগ্য সঙ্গ পাননি তিনি।

    এ সুযোগে একের পর এক উইকেট তুলে নেন শাদাব ও ওয়াসিম। শেষ দিকে আরও আটোসাটো বোলিং করেন হারিস রউফ। যে কারণে জিম্বাবুয়ে থামে ১৩০ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৩১ রান শন উইলিয়ামস।

    পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খান নেন ৩টি করে উইকেট। এছাড়া ১ উইকেট নেন হ্যারিস রউফ।

  • শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ফাইনালে পাকিস্তান

    শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ফাইনালে পাকিস্তান

    শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ছিল ১ উইকেট। বোলার ছিলেন ফজলহক ফারুকি, যিনি কিনা শুরুর ওভারে বাবর আজমকে ফিরিয়েছিলেন দারুণ এক বলে, রানের খাতা খোলার আগেই!

    এ অবস্থায় পরিষ্কার ফেভারিট ছিল আফগানিস্তানই। সেই অবস্থা থেকে পাকিস্তান হাসল শেষ হাসিটা। কারণ বাবরদের দলে যে একজন নাসিম শাহ ছিলেন!

    শেষ ওভারের শুরুতে তার টানা দুই ছক্কাতেই সব রোমাঞ্চের ইতি ঘটল, এশিয়া কাপে ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে ১ উইকেটের জয় পেল পাকিস্তান, নিশ্চিত করে ফেলল ফাইনাল। সঙ্গে সঙ্গে বিদায়ঘণ্টা বেজে গেল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও।

    বাবরদের সামনে আফগানরা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ১৩০ রানের। শেষ ম্যাচেই যারা ১৮১ রান তাড়া করে জিতেছে, তার আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে, তাদের জন্য এ আর এমন কী লক্ষ্য ছিল এই রান!

    তার ওপর পাকিস্তানের সঙ্গী ছিল আরও একটা ফ্যাক্টও, এবারের এশিয়া কাপে যে টেস্ট খেলুড়ে কোনো দলই যে শেষে ব্যাট করে হারেনি একটা ম্যাচও!

    পরে ব্যাট করা পাকিস্তানের কাজটা কঠিন করে তোলার প্রত্যয় জানিয়েছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। সেটা তার দল করেছে একেবারে শুরু থেকেই। রানের খাতা খোলার আগেই বাবর আজমকে ফেরান ফারুকি।

    এরপর ফখর জামানও ফেরেন দলীয় ১৮ রানে। এবারের এশিয়া কাপে দারুণ পারফর্ম করা মোহাম্মদ রিজওয়ানও যখন ফিরলেন ব্যক্তিগত ২০ রানে, পাকিস্তান তখনো জয় থেকে ৮৫ রান দূরে! খানিকটা অস্বস্তি তখন বাবরের দলকে জেঁকে ধরেছিল বৈকি!

  • ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান

    ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান

    এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পরাজয় বরণ করলেও শেষ চারের ম্যাচে এসে জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। দুবাইয়ের মাটিতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে গেল পাকিস্তান।

    ম্যাচের শুরুতে ভারত প্রথমে ব্যাট করে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাবরকে হারায় পাকিস্তান। তবে সাময়িক বিপর্যয় সামলে নেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। এরপর ফখর ১৫ রান করে ফিরে গেলে রিজওয়ানকে সাথে নিয়ে মোহাম্মদ নেওয়াজ দ্রতু টর্নেডো এক ইনিংস খেলেন। ২০ বলে ৪২ রান করে নেওয়াজ ফিরে গেলে দায়িত্ব পড়ে রিজওয়ানের কাঁধে।

    তবে ব্যক্তিগত ৭১ রান করে রিজওয়ান ফিরে গেলে জয়ের আশা ক্ষীণ হয় খানিকটা পাকিস্তানের জন্য। তবে সব শঙ্কাকে উড়িয়ে আসিফ আলি ও খুশদিল শাহর ছোট ক্যামিওতে ১ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

    এর আগে দিনের শুরুতে ভারত যেভাবে শুরু করেছিল তাদের ইনিংস, তাতে ২০০ রান তো বটেই, ২২০-২২৫ কেও মনে হচ্ছিল খুব সম্ভব। তবে এরপরই পাকিস্তান লাগাম টেনে ধরে। বিরাট কোহলি অবশ্য একপাশ আগলে রেখেছিলেন, তাতেই পাকিস্তানের বিপক্ষে মহারণের দ্বিতীয় কিস্তিতে ১৮১ রানের লড়াকু এক পুঁজি পেয়ে গেছে ভারত।

    আজ টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ব্যাট করতে পাঠান ভারতকে। ব্যাটিংয়ে নেমে ভারত শুরুটা ভালোই করেছিল। ৫ ওভার শেষেই তুলে ফেলে ৫৪ রান। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে রোহিত শর্মাকে হারায় দলটি। তার বিদায়ের পর উইকেটে আসেন কোহলি। এসেই ফিরতে দেখলেন রাহুলকে। দুই ওভারে দুই উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে যায় ভারত।

    এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে সে চাপটা খানিকটা সামাল দেন কোহলি। তার বিদায়ের পর ঋষভ পান্তের সঙ্গে ৩৫ রানের আরেকটা ছোট্ট জুটি গড়েন কোহলি। দলীয় ১২৬ রানে ফেরেন পান্ত। এর একটু পরে হার্দিক পান্ডিয়াকেও ফিরে যেতে দেখেছেন কোহলি।

    তবে এক পাশ আগলে রেখে তিনিই ভারতকে দেখিয়েছেন লড়াকু রানের দিশা। এরপর ১৮তম ওভারের শেষ বলে মোহাম্মদ হাসনাইনকে কাউ কর্নার দিয়ে ছক্কা মেরে পূরণ করেন ফিফটি।

    ওপাশে অবশ্য উইকেট যাচ্ছিল নিয়মিত বিরতিতেই। দীপক হুডাও ফেরেন ১৬ রান করে। শেষ ওভারে কোহলির ইনিংস শেষ হয় রানআউটের কাটায়। ফেরার আগে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে রবি বিষ্ণোইয়ের দুই বলে দুই চারে করা ৮ রানের ক্যামিও ইনিংসে ১৮১ রানের পুঁজি পেয়ে যায় ভারত।

  • ১৫৫ রানের বিশাল জয়ে সুপার ফোরে পাকিস্তান

    ১৫৫ রানের বিশাল জয়ে সুপার ফোরে পাকিস্তান

    হংকংকের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯৪ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে হংকংয়ের ব্যাটিং লাইনআপ আর অলআউট হয় মাত্র ৩৮ রানে। এতেই পাকিস্তান ১৫৫ রানের বিশাল জয়ে নিশ্চিত করে সুপার ফোর।

    এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে হংকংকের বিপক্ষে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের হার না মানা ৭৮ রানের সঙ্গে ফখর জামানের ৫৩ আর শেষ দিকে খুশদিলের ১৫ বলে ৩৫ রানের টর্নেডো ইনিংসে ভর করে ১৯৩ রানের পুঁজি দাঁড় করায়।

    পাকিস্তানের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাদাব খান এবং মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিতে কুপোকাত হংকং। শাদাব খান ২.৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট অন্যদিকে মোহাম্মদ নেওয়ার ২ ওভারে ৫ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

    শুরুটা ইনিংসের তৃতীয় ওভারে নাসিম শাহর হাত ধরে। হংকং অধিনায়ক নিজাকাত খানকে আসিফ আলীর তালুবন্দি করান নাসিম। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে হংকংয়ের ব্যাটিং অর্ডার। ১৬ রানে প্রথম উইকেটের পতনের পর বাকি ৯ উইকেটে হংকং তোলে মাত্র ২২ রান। ব্যাট হাতে সর্বোচ্চ ৮ রান আসে নিজাকাতের কাছ থেকে। কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তিন ব্যাটার ফিরেছেন শূন্য রানে।

    শেষ পর্যন্ত ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানে অলআউট হয় হংকং আর পাকিস্তান পেয়ে যায় ১৫৫ রানের বিশাল জয়।

    টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি ৯ম সর্বনিম্ন দলগত স্কোর। তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে এটিই কোনো দেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের দিক থেকেও এটি বিশ্বরেকর্ডে ৯ম। তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে রানের হিসাবে জয়ের দিক দিয়ে পাকিস্তানের এই জয় আছে দুই নম্বরে। কেনিয়ার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার ১৭২ রানের জয় আছে শীর্ষে।

  • হার্দিক-জাদেজার ব্যাটে ভারতের সহজ জয়

    হার্দিক-জাদেজার ব্যাটে ভারতের সহজ জয়

    এশিয়া কাপ ক্রিকেটের ‘এ’ গ্রুপের খেলায় পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। হাই ভোল্টেজ ম্যাচে দুই দলই লড়াই করেছে পাল্লা দিয়ে। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত জয় অর্জন করে ম্যাচের শেষ ওভারে।

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ১৫ রানেই অধিনায়ক বাবর আজমকে (৯ বলে ১০ রান) হারিয়ে ফেলে পাকিস্তান। এর আগে প্রথম ওভারে রিভিউ নিয়ে জীবন পান আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

    সেই সুবিধা কাজে লাগিয়ে রিজওয়ান সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যান। সততার নজির গড়ে ফখর জামানও (৬ বলে ১০ রান) ধরেন প্যাভিলিয়নের পথ। এরপর ইফতিখার আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যান রিজওয়ান।

    তবে দুজনের কেউই দ্রুতগতিতে রান তুলতে পারেননি। দুজনের ৪৫ রানের জুটি ভাঙে ২২ বলে ২৮ রান করে ইফতিখার (২টি চার ও ১টি ছক্কা) বিদায় নিলে। দলীয় রান তিন অঙ্কে পোঁছানোর আগে রিজওয়ান ও খুশদিল শাহও বিদায় নেন। বিদায়ের আগে ৪৩ রান করতে রিজওয়ান মোকাবেলা করেন ৪২ বল, হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা।

    দলীয় রান ১০০ ছাড়ালেও পাকিস্তান খেই হারিয়ে ফেলে। তবে ৯ম উইকেট জুটিতে দুই টেল এন্ডার হারিস রউফ ও শাহনেওয়াজ দহানি পাকিস্তানকে এনে দেন লড়াই করার মতো পুঁজি। শেষ উইকেটে দুজনে গড়েন ১৯ রানের পার্টনারশিপ। ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে বাবর আজমের দলের সংগ্রহ দাঁড়ায় ১৪৭ রান। দহানি ৬ বলে ১৬ রান করেন দুটি ছক্কায়। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন দুটি চার হাঁকানো রউফ।

    ভারতের হয়ে সবগুলো উইকেটই বাগিয়ে নেন পেসাররা। ভুবনেশ্বর কুমার চারটি, হার্দিক পান্ডিয়া তিনটি, আরহদীপ সিং দুটি ও আবেশ খান একটি উইকেট শিকার করেন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই লোকেশ রাহুলকে হারিয়ে ফেলে ভারত, যিনি গোল্ডেন ডাকের তিক্ত অভিজ্ঞতার শিকার হন। ওয়ান ডাউনে নেমে শুরুতেই স্লিপে জীবন পান বিরাট কোহলি। এরপর রোহিত শর্মাকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন তিনি। কোহলি শুরুতে চড়াও হলেও একসময় পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। অপর প্রান্তে রোহিত ব্যাট করেছেন কচ্ছপের গতিতে।

    ৮ম ওভারের শেষ বলে দলীয় ৫০ রানে রোহিত সাজঘরে ফেরার আগে ১৮ বলে করেন মাত্র ১২ রান। দশম ওভারে সাজঘরে ফিরতে হয় কোহলিকেও। বিদায়ের আগে ৩৪ বলে করেন ৩৫ রান, হাঁকান তিনটি চার ও একটি ছক্কা। সূর্যকুমার যাদবও চাপের মুখে ছিলেন মলিন, ১৮ বলে করেন সাকুল্যে ১৮ রান। ৮৯ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত।

    এরপর দলের হাল ধরেন চার নম্বরে নামা রবীন্দ্র জাদেজা ও ছয় নম্বরে নামা হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে তাদের ৫২ রানের পার্টনারশিপ ভারতকে পথ দেখায়। শেষদিকে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন দুজনই, তবে বেশি সাবলীল ছিলেন হার্দিক। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। মোহাম্মদ নওয়াজের করা প্রথম বলেই বোল্ড হয়ে যান ২টি করে চার-ছক্কায় ২৯ বলে ৩৫ রান করা জাদেজা। পরের বলে সিঙ্গেল নিয়ে হার্দিককে স্ট্রাইক এনে দেন দীনেশ কার্তিক। তৃতীয় ডেলিভারি ডট বল হলেও চতুর্থ বলে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে হার্দিক দলের জয় নিশ্চিত করেন ৫ উইকেট ও ২ বল হাতে রেখে। ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত হার্দিক হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নওয়াজ তিনটি ও অভিষিক্ত নাসিম শাহ দুটি উইকেট শিকার করেন।

  • পাকিস্তানের ‘তালেবান ভাবনায়’ বাতিল সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

    পাকিস্তানের ‘তালেবান ভাবনায়’ বাতিল সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

    সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালেবানের অংশগ্রহণ চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ভারতসহ কয়েকটি দেশের বিরোধিতায় ভেস্তে গেছে বৈঠকটি।

    এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে শনিবার নিউইয়র্কে হওয়ার কথা ছিল বৈঠকটি।

    এই বৈঠকে আফগানিস্তানের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন এই নিয়েই জটিলতা সৃষ্টি হয়েছে।

    দেশটির তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকেই এজন্য সমর্থন দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    তবে সার্কভুক্ত অন্য দেশগুলোর দাবি, আমির খান মুত্তাকিকে এখনও স্বীকৃতি দেয়নি জাতিসংঘ, যে কারণে চলমান সাধারণ অধিবেশনে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারছেন না তিনি।

    তাই সার্ক বৈঠকে আফগানিস্তানের আসন ফাঁকা রাখার প্রস্তাব দেয় ভারতসহ সংগঠনের বেশিরভাগ সদস্য দেশ।

    তবে পাকিস্তান এই প্রস্তাবে রাজি না হওয়ায় বৈঠকটিও আর হচ্ছে না।

    এন-কে

  • ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি গোলাবর্ষণে সেনাসহ নিহত ১৫

    ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি গোলাবর্ষণে সেনাসহ নিহত ১৫

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক সীমান্ত এলাকায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের পাল্টাপাল্টি গোলাবর্ষণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহত ভারতীয়দের মধ্যে চারজন সেনা ও তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। অপরদিকে পাকিস্তানের সাত থেকে আট সেনা মারা গেছে বলে দাবি ভারতের। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের আরও এক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

    শুক্রবার (১৩ নভেম্বর) জম্মু-কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) একাধিক এলাকায় গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

    ভারতীয় কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর ভারী গোলাবর্ষণে উরির নাম্বালা সেক্টরে ভারতীয় তিন সেনা জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানি সৈন্যরা এই এলাকায় মর্টার এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। উরির হাজি পীর সেক্টর এলাকায় পাকি গোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন।

    কর্মকর্তাদের দাবি, জম্মু-কাশ্মীরের বারমুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে আরও দুই বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া হাজি পীর এলাকার বালকোটে এক নারী মারা গেছেন। গোলার আঘাতে আহত একজন বেসামরিক নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।

    ভারতীয় সেনা সূত্রগুলো বলছে, পাকিস্তানের গোলাবর্ষণের কড়া জবাব দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় সামরিক বাহিনীর পাল্টা গোলাবর্ষণে পাকিস্তানি অন্তত ৮ সৈন্য নিহত হয়েছেন।

    সূত্র বলছে, নিহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের দুই থেকে তিনজন কমান্ডোও রয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক টুইট বার্তায় বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের গোলাবর্ষণের কড়া জবাব দিয়েছে। ভারতীয় সৈন্যদের গোলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    তবে পাকিস্তান বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া গোলায় চারজন বেসামরিক নাগরিক মারা গেছেন। এছাড়া শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জন।

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটার অ্যাকাউন্টে হামলা চালিয়ে পাকিস্তানি বাঙ্কার উড়িয়ে দেয়ার একাধিক ভিডিও টুইট করা হয়েছে। এছাড়াও ভারত বলছে, পাকিস্তানের বেশ কয়েকটি অস্ত্রাগার, সন্ত্রাসী আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে।

    এদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দফতর এক টুইট বার্তায় ভারতীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার রাখচিকরি এবং খঞ্জর এলাকার বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ করা হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • পাকিস্তানে মাদ্রাসায় বিস্ফোরণ: নিহত অন্তত ৭, আহত ৭০

    পাকিস্তানে মাদ্রাসায় বিস্ফোরণ: নিহত অন্তত ৭, আহত ৭০

    আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তানের পেশোয়ার শহরের একটি মাদ্রাসায় এক বিস্ফোরণের ঘটনায় অন্তত সাত জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছেন।

    মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকে নগরীর দির কলোনির জামিয়া জুবেরিয়া মাদ্রাসায় বিস্ফোরণের এ ঘটনাটি ঘটেছে বলে ডন নিউজ জানিয়েছে।

    স্থানীয় লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ আসিমের ভাষ্যমতে, নিহতদের মধ্যে ২০ থেকে ২৫ বছর বয়সী চার জন শিক্ষার্থী রয়েছেন।

    ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ওয়াকার আজিম বলেন, “কোরানের ক্লাশ চলার সময় বিস্ফোরণটি ঘটে। মাদ্রাসার ভিতরে কেউ একটি ব্যাগ নিয়ে এসেছিল।”

    আহতদের মধ্যে দুই জন শিক্ষক আছেন বলে জানিয়েছেন আরেকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

    জ্যেষ্ঠ পুলিশ সুপার মানসুর আমান বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে ধারণা পাওয়া গেছে।

    “বিস্ফোরণে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে,” বলেছেন তিনি।

    এলাকাটি ঘিরে রাখা হয়েছে ও পুলিশের টিমগুলো স্বাক্ষপ্রমাণ সংগ্রহ করছে বলে জানিয়েছেন তিনি।

    এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণ আগে এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে মাদ্রাসা ভবনে প্রবেশ করতে দেখেছেন তিনি।

    কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

    এলআরএইচের মুখপাত্র জানিয়েছেন, নিহত সাত জনের মৃতদেহ ও আহত ৭০ জনকে হাসপাতালটিতে আনা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ব্যাটসম্যানদের ঘুম কাড়তে আসছে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ফাস্ট বোলার!

    ব্যাটসম্যানদের ঘুম কাড়তে আসছে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ফাস্ট বোলার!

    ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসসহ একের পর এক দুর্দান্ত বোলার‌ বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছে পাকিস্তান। এবার বিশ্ব ক্রিকেটে আরও একটি চমক উপহার দিতে চলেছে পাকিস্তানি ক্রিকেট। তিনি মুদাসসর গুজ্জর।

    বোলিংয়ে আকরাম-ইউনুসদের রেকর্ড ভাঙবেন কি না তা হয়তো সময় বলবে। কিন্তু নিজের উচ্চতার জন্য ইতিমধ্যেই শিরোনামেচলে এসেছেন পিএসএলে লাহোর কোয়ালান্ডার্স দলের এই খেলোয়াড়।

    পাকিস্তান সুপার লিগে আবির্ভাব ২১ বছর বয়সী মুদাসসির গুজজারের। পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দারস দলে রয়েছেন তিনি।

    নিজের লক্ষ্যে অবিচল ২১ বছর বয়সী ফাস্ট বোলার। উচ্চতাকে হাতিয়ার করেই নিজেকে ফাস্ট বোলার হিসেবে তৈরি করেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরেই পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পান মুদাসসির।

    ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল পাকিস্তান সুপার লিগ। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। টুনামেন্টের বাকি ম্যাচ শুরু হবে ১৪ নভেম্বর।

    জানা গেছে, মুদাসসরের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। এর আগে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলা ইরফান খানের উচ্চতা ছিল ৭ ফুট ১ ইঞ্চি। কিন্তু তার থেকেও লম্বা মুদাসসর। মুদাসসরের জুতার সাইজ শুনলেও অবাক হবেন। ২৩.‌৫ সাইজের জুতো পরতে হয় তাকে। গত বছর ৬ নভেম্বর লাহোর কোয়ালান্ডার্সের ডেভেলপমেন্ট প্রজেক্টে সেখানকার ক্যাম্পে যোগ দেন এই ক্রিকেটার। ক্যাম্পের কোচেদের তত্ত্বাবধানে চলে ট্রেনিংও।

    এত লম্বা হওয়ায় ফিটনেসে কিছু সমস্যা হলেও মুদাসসর আশাবাদী এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে একদিন দেশের জার্সি পরবেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাজ সাদিক নামে এক সাংবাদিক মুদাসসরের কয়েকটি ছবি শেয়ার করেন। তারপর থেকে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে আলাপ করলেন ইমরান খান

    প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে আলাপ করলেন ইমরান খান

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কুশলাদি বিনিময় করে বাংলাদেশের করোনা ও বন্যা পরিস্থিত সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার (২২ জুলাই) বেলা ১টায় দুদেশের প্রধানমন্ত্রীর কথপোকথন প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।

    প্রেস সচিব আরও জানান, টেলিফোনে কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ও এর মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান।

    প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

    পরবর্তীতে ইমরান খান শেখ হাসিনার নিকট বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত

    পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত

    পাকিস্তান ক্রিকেটে আবারও করোনার হানা। তিন পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খানের করোনার টেস্ট পজিটিভ ধরা পড়েছে। তিনজনেরই আসন্ন ইংল‌্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।

    রোববার পর্যন্ত এ তিন ক্রিকেটারের করোনা উপসর্গ ছিল না। ইংল‌্যান্ড সফরের জন‌্য তাদের রাওয়ালপিন্ডিতে করোনা টেস্ট করানো হয়েছিল। সোমবার তাদের করোনার রিপোর্ট হাতে পায় পিসিবি। পিসিবির মেডিকেল টিম এরই মধ‌্যে তিন ক্রিকেটারকে সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছে।

    এছাড়া ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের টেস্টের ফল নেগেটিভ এসেছে। আগামী ২৪ জুন তারা লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন।

    ইংল‌্যান্ড সফরের আগে ২৯ জন ক্রিকেটারসহ মোট ৪৩ জনের দুই দফা করোনা টেস্ট করানোর পরিকল্পনা পিসিবির। প্রথম দফাতেই তিন ক্রিকেটার আক্রান্ত হলেন। সোমবার অলরাউন্ডার শোয়েব মালিক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুসের লাহোর ও পেশওয়ারের করোনা টেস্ট করানো হয়েছে। মঙ্গলবার তাদের ফল জানাবে পিসিবি। আগামীকালও চলবে ক্রিকেটারদের করোনা টেস্ট।

    ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ জুন উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। করোনাভাইরাসের কথা মাথায় রেখে চার্টার্ড বিমানে যাবে পাকিস্তানের ৪৩ সদস্যের সেই বহর।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা আক্রান্ত আফ্রিদি, দোয়া চেয়েছেন ভক্তদের

    করোনা আক্রান্ত আফ্রিদি, দোয়া চেয়েছেন ভক্তদের

    করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ঝুঁকি নিয়েই ময়দানে নেমেছিলেন তিনি। বেশ ক’দিন ধরেই ঘরবন্দি পাকিস্তানের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

    কিন্তু পাকিস্তান তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য দুশ্চিন্তার খবর। শহীদ আফ্রিদি নিজেই এখন করোনা আক্রান্ত।

    তাঁর লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার।
    এরপর থেকে আইসোলেশনে রয়েছেন আফ্রিদি এবং কোয়ারেন্টাইনে রয়েছে তার পরিবার।

    ফ্যানদের কাছে তার আবেদন, ‘আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি, সেই প্রার্থনাই আপনারা সবাই করুন। ’

    করোনা মোকাবিলায় প্রায় পুরো বিশ্বেই এতদিন চলেছে লকডাউন।

    এখন লকডাউন উঠলেও কোভিড পরিস্থিতির কোনও উন্নতি নেই ভারত-পাকিস্তানের মতো অনেক দেশেই। এই পরিস্থিতিতে যাঁদের রুটি-রুজি সঙ্কটে পড়ে গিয়েছে, তাদের পাশে অনেক দিন আগেই দাঁড়িয়েছেন আফ্রিদি। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের দিকে। যা দেখে টুইটারে এর আগে প্রশংসাও করেন হরভজন সিং। সেই আফ্রিদির কোভিড পজিটিভের খবর পেয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন তার ফ্যানরা।
    ২৪ ঘণ্টা/এম আর