Tag: পাকিস্তান

  • পাকিস্তানে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় মডেল জারা’র মৃত্যু

    পাকিস্তানে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় মডেল জারা’র মৃত্যু

    পাকিস্তানে বিমান দুর্ঘটনার পর একের পর এক ভয়াবহ ছবি উঠে আসতে শুরু করেছে। শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি বিধ্বস্ত হয়, সেখান ছিলেন দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।

    পিআইএ-র বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে।

    টুইটার জুড়ে শুরু হয় জোর শোরগোল। এরপর পাকিস্তান সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান।

    তিনি টুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে
    বিধ্বস্ত হয়, সেখানে ছিলেন জারা আবিদ।

    জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।

    এদিকে পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি।

    করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি বিধ্বস্ত হয়, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বি টাউনের একাধিক তারকা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • শতাধিক আরোহী নিয়ে পাকিস্তানে বিমান বিধ্বস্ত

    শতাধিক আরোহী নিয়ে পাকিস্তানে বিমান বিধ্বস্ত

    পাকিস্তানের করাচিতে আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান করাচিতে বিধ্বস্ত হয়েছে।

    পিআইএর জেট বিমান এ-৩২০ লাহোর থেকে যাত্রী ও ক্রু মিলিয়ে ৯৯জনকে নিয়ে করাচি যাচ্ছিল। করাচির একটি আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

    পাকিস্তানের বিমান চলাচল কর্মকর্তারা জানাচ্ছেন পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯১ জন যাত্রী এবং আটজন বিমান কর্মী ছিলেন। লাহোর থেকে বিমানটি যাত্রা শুরু করে পাকিস্তানের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

    বিমানবন্দর থেকে বিমানটি মাত্র প্রায় এক মিনিটের দূরত্বে ছিল।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে করাচির যে আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে।

    উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

    “বিমানটি বিধ্বস্ত হয়েছে করাচিতে, আমরা ঠিক কতজন যাত্রী বিমানে ছিল তা নিশ্চিত করার চেষ্টা করছি। কিন্তু প্রাথমিকভাবে বিমানে ৯৯জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন,” জানাচ্ছেন পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোখার।

    বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল। বিমানবন্দরের প্রায় দুই মাইল উত্তর পূর্বে করাচির মডেল কলোনি নামে একটি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

    সরু রাস্তার জন্য উদ্ধারকাজের জন্য যানবাহন এবং অ্যাম্বুলেন্স পৌঁছতে বেগ পেতে হচ্ছে। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে।

    পাকিস্তান সেনা বাহিনী বলেছে তাদের দ্রুত মোকাবেলা বাহিনীর সৈন্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজে সহায়তার জন্য।

    স্থানীয় হাসপাতালগুলোয় জরুরিকালীন অবস্থা জারি করা হয়েছে।

    করোনাভাইরাস লকডাউনে বন্ধ থাকার পর মাত্র কয়েকদিন আগে দেশটিতে বাণিজ্যিক বিমান চলাচল আবার শুরু হয়েছে।

    রমজানের শেষে ঈদ উদযাপনের প্রস্তুতিতে অনেকেই এখন শহরে ও গ্রামে তাদের বাড়িতে যাচ্ছে।

    দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পিআইএ-র প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক বলছেন পাইলট ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন যে বিমানে “যান্ত্রিক ত্রুটি” দেখা যাচ্ছে।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তিনি দুর্ঘটনার খবরে “মর্মাহত এবং দু:খিত” এবং অবিলম্বে ঘটনার তদন্তের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পাকিস্তানের স্পিকার করোনায় আক্রান্ত

    পাকিস্তানের স্পিকার করোনায় আক্রান্ত

    পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোভিড-১৯ পরীক্ষায় তার পজিটিভ রেজাল্ট এসেছে।

    পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার এক টুইট বার্তায় বলেন, আমার করোনভাইরাস পরীক্ষা পজিটিভ এসেছে। বর্তমানে আমি বাড়িতে সঙ্গরোধে (কোয়ারেন্টিনে) রয়েছি।

    তিনি নিজের দেশের জনগণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তাদের প্রার্থনা কামনা করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা মোকাবেলায় তারিক জামিলের সহায়তা চাইলেন ইমরান খান

    করোনা মোকাবেলায় তারিক জামিলের সহায়তা চাইলেন ইমরান খান

    বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্বখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    সোমবার ইমরান খানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জিয়ো নিউজ জানিয়েছে। এসময় ধর্মীয় অঙ্গনে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে তারিক জামিলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    এসময় তারা বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাস নিয়ে পারস্পারিক মতবিনিময় করেন।

    করোনা থেকে রক্ষা পেতে সবার মুক্তির জন্য মাওলানা তারিক জামিলের কাছে বিশেষ দোয়া চান পাক প্রধানমন্ত্রী। তাবলিগী ইজতেমাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সীমাবদ্ধ রাখারও অনুরোধ জানান তিনি।

    করোনা ইস্যুতে আলেমদের সঙ্গে দেখা করে এ বার্তা পৌঁছে দেবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মাওলানা তারিক জামিল।

    এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরীও আলেমদের কাছে খুতবা ও ​নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছিলেন।

    পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৯ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

    প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দেশটির সব মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

    পাকিস্তানের শিক্ষামন্ত্রী এক টুইটবার্তায় বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

    বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

    করোনাভাইরাসের আতঙ্কে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ স্থগিত করা হয়েছে। করাচিতে আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি। একই ভেন্যুতে টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ৫ এপ্রিল। টাইগারদের পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল ২৯ মার্চ।

    সারা বিশ্বে এখন করোনাভাইরাস আতঙ্ক। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের মার্চের কোনো এক সময়ে এই স্থগিত হওয়া দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    এর আগে গত জানুয়ারিতে প্রথম দফায় পাকিস্তান সফর করে টাইগাররা। ওই সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে হেরেছিল। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

    এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আবার পাকিস্তান সফরে যায় বাংলাদেশ দল। দ্বিতীয় দফার সফরে বাংলাদেশ একটি টেস্ট ম্যাচে অংশ নেয়। এই ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল।

    বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সতর্কতা হিসেবে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুই সপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • রঙ ফর্সাকারী ক্রিমে উচ্চমাত্রার ক্ষতিকর পারদ

    রঙ ফর্সাকারী ক্রিমে উচ্চমাত্রার ক্ষতিকর পারদ

    বর্তমানে দেশের বাজারে প্রচলিত পাকিস্তানের তৈরি নারীদের পছন্দের রঙ ফর্সাকারী ক্রিমে মানবদেহের জন্য ক্ষতিকর ও বিপদজ্জনক মাত্রায় পারদ (মার্কারি) পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

    পণ্যের মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে পরীক্ষায় বিভিন্ন ব্র্যান্ডের রঙ ফর্সাকারী ১৩টি ব্র্যান্ডের ক্রিমের মধ্যে ৬টিতে বিপজ্জনক মাত্রার পারদ এবং দুটিতে পারদ ও হাইড্রোকুইনোন পাওয়া যায়।

    আজ সোমবার গণমাধ্যমে পাঠানো পরীক্ষার ফলাফলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    প্রতিবেদন থেকে জানা গেছে, বিএসটিআইয়ের নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার থেকে ১৩টি ব্র্যান্ডের স্কিন ক্রিম কিনে পরীক্ষা করা হয়।

    তাতে দেখা যায়, পাকিস্তানের গৌরি কসমেটিকস (প্রা.) লিমিটেডের গৌরি (Goree) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৭৫৫.৮৫ পিপিএম; এস জে এন্টারপ্রাইজের চাঁদনি (Chandni) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৬২৯.৯৬ পিপিএম, কিউ সি ইন্টারন্যাশনালের নিউ ফেস (New Face) ব্র্যান্ডের ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০.৩৮ পিপিএম; ক্রিয়েটিভ কসমেটিকস (প্রা.) লিমিটেডের ডিউ (Due) ব্র্যান্ডের ক্রিমে মার্কারির মাত্রা ২৮৫.৮৮ পিপিএম।

    এ ছাড়া একই দেশের গোল্ডেন পার্ল কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গোল্ডেন পার্ল (Golden Pearl) ব্র্যান্ডের ক্রিমে মার্কারির মাত্রা ৬৫৪.১৩ পিপিএম, পুনিয়া ব্রাদার্স (প্রা.) লিমিটেডের ফাইজা (Faiza) ব্র্যান্ডের ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০.৪৫ পিপিএম; নূর গোল্ড কসমেটিকসের নূর (Noor) ব্র্যান্ডের ক্রিমে মার্কারির মাত্রা ১৯৩.৬৮ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ১৯৮০.৬৮ পিপিএম এবং হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস (White Pearl Plus) ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৯৪৮.৯৩ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ৪৩৪.৭৩ পিপিএমের উপস্থিতি পাওয়া গেছে।

    বাংলাদেশ মানে (বিডিএস ১৩৮২:২০১৯) স্কিন ক্রিমে মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫ পিপিএম।

    গ্রহণযোগ্য মাত্রার চেয়ে শত শত গুণ বেশি পারদ ও হাইড্রোকুইনোনযুক্ত এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্মরোগসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে।

    অনতিবিলম্বে মাত্রাতিরিক্ত পারদযুক্ত এসব রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি-বিতরণ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছৈ বিএসটিআই। না হলে আমদানিকারক, সরবরাহকারী, বিক্রেতাদের (অনলাইনসহ) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

  • পাকিস্তানে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

    পাকিস্তানে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

    পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০০ জন।

    শুক্রবার রাতে সুক্কুর জেলার রোহরি রেলস্টেশনের কাছে একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

    সুক্কুরের অতিরিক্ত পুলিশ পরিদর্শক জামিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের উদ্ধার তৎপরতা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটা ভয়াবহ দুর্ঘটনা ছিল… বাসটি তিন টুকরো হয়ে গিয়েছিল। সংঘর্ষের পর বাসটিকে অন্তত ১৫০-২০০ ফুট টানতে টানতে নিয়ে যায় ট্রেনটি।’

    জানা যায়, পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল আর বাসটির গন্তব্য ছিল পাঞ্জাবের সারগোধা শহরে।

    সুককুর কমিশনার শফিক আহমেদ মাহেসার জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় তাদের রোহরি ও সুক্কুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    সুক্কুর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনির মাঙ্গিরো জানান, আহত ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সিন্ধের মুখ্যমন্ত্রী মুরদা আলী শাহ খাইরপুরে সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ ও রক্ত সরবরাহের নির্দেশ দিয়েছেন।

    দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এর এক সহকারী চালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত আছেন।

  • ভারতকে হারিয়ে পাকিস্তানের কাবাডি বিশ্বকাপ জয়

    ভারতকে হারিয়ে পাকিস্তানের কাবাডি বিশ্বকাপ জয়

    শক্তিশালী ভারতকে পরাজিত করে কাবাডির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ফাইনালে ৪৩-৪১ পয়েন্টের ব্যবধানে ভারতকে হারিয়ে কাবাডি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

    এই প্রথম কাবাডির বৈশ্বিক আসরের শিরোপা জিতল পাকিস্তান। আনন্দটা দ্বিগুণ তাদের এ জন্যই যে, ফাইনালে তারা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে।

    রোববার লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জেতার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন।

    ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। হোক না সেটা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা কাবাডি ম্যাচ। আর যদি ফাইনাল ম্যাচ হয়, তাহলে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। আবারও সেটিই দেখল ক্রীড়াবিশ্ব।

    চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে খুশি পাকিস্তানের অধিনায়কসহ পুরা দেশ। ম্যাচ শেষে নিজের অভিব্যক্তি প্রকাশ করে কাবাডি দলের অধিনায়ক ইরফান মানা বলেন, এই জয় শুধু খেলোয়াড় বা দলের নয়, পুরো দেশের। যে বিজয় অর্জিত হয়েছে তার জন্য অন্যরকম উত্তেজনা কাজ করছে।

    রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি পায়নি ভারতীয় কাবাডি দল। পরে মন্ত্রণালয়কে না জানিয়ে পাকিস্তানে কাবাডি বিশ্বকাপ খেলতে যায় তারা। সেখানে হোটেলে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেয়ার পর ভারতীয় মন্ত্রণালয় জানতে পারে তাদের খেলোয়াড়রা পাকিস্তানে কাবাডি বিশ্বকাপে অংশ নিতে গেছেন।

  • পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন আফ্রিদি

    পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন আফ্রিদি

    আবারো বাবা হলেন কিংবদন্তী অলরাউন্ডার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। এবারও আফ্রিদি-নাদিয়া দম্পতির কোল আলোকিত করে এসেছে কণ্যা সন্তান। এ নিয়ে পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

    আফ্রিদির আগের সন্তানের নাম- আকনা, আনসা, আজয়া ও আসমারা। পঞ্চম সন্তানের নাম এখনো ঠিক করেননি আফ্রিদি।

    আফ্রিদি ভক্তদের সুখবর দিয়ে লিখেছেন, ‘সর্বশক্তিমানের অসীম আশীর্বাদ ও করুণা আমার উপর। ইতোমধ্যে চারটি কন্যা আমাকে দেয়া হয়েছে, আমি এখন পঞ্চম কন্যা সন্তানের বাবা। আলহামদুলিল্লাহ। আমার শুভাকাঙ্খীদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিচ্ছি।’

    ৩৯ বছর বয়সি আফ্রিদি পাকিস্তানের হয়ে ২২ বছর ক্রিকেট খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন মারকুটে ব্যাটসম্যান। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো এ ক্রিকেটার নিয়মিত খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

  • ইনিংস ব্যবধানে হেরে গেল সিনিয়ররা

    ইনিংস ব্যবধানে হেরে গেল সিনিয়ররা

    গতরাতেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে লাল-সবুজের প্রতিনিধিকারী আকবর বাহিনী।

    তবে তারা যতটা মুখ উজ্জ্বল করেছিলেন আজ ঠিক ততটাই ম্লান করলেন লাল-সবুজের প্রতিনিধিকারী সিনিয়র দল৷ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের কাছে চতুর্থ দিনের প্রথম সেশনের মধ্যেই ইনিংস ও ৪৪ রানে হেরেছে মমিনুল-তামিমরা। এই নিয়ে বিদেশের মাটিতে টানা ৪ টেস্ট ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ৷

    তৃতীয় দিন শেষ বিকেলে নাসিম শাহর হ্যাটট্রিকে বাংলাদেশের পরাজয় ছিল সময়ের ব্যাপার। আজ সকালে কতক্ষণ টিকে থাকতে পারে বাকি ব্যাটসম্যানরা সেটাই ছিল দেখার বিষয়। দিনের শুরুতেই মমিনুলের আউটের মধ্য দিয়ে শুরু হয় টাইগার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের পথে হাটা। আবারো সেই একই কাহিনীর পুনরাবৃত্তি। সেট হয়ে ফিরে যাওয়া৷ মমিনুক ফিরেন ৪১ রানে।

    তারপর রুবেলকে নিয়ে ২৬ ও রাহিকে নিয়ে ৯ রান যোগ করেন লিটন। তিনি নিজেও আবারো কাটা পড়েন বলতে গেলে সেই ৩০ এর ঘরেই। এই নিয়ে শেষ ১১ ইনিংসে ৮ বারই সেট হয়েও ফিফটির দেখা পাননি লিটন। ইয়াসির শাহর বলে লেগ বিফোর হয়ে ফিরে যান ২৯ রানে। লিটনের যাওয়ার সাথেই সাথেই পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত তারা অল আউট হয় ১৬৮ রানে৷ ফলে ইনিংস ও ৪৪ রানের জয় পায় পাকিস্তান৷ পাকিস্তানের নাসিম শাহ ও ইয়াসির শাহ ৪ টি করে উইকেট নেন।

    এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৩৩ ও পাকিস্তান ৪৪৫ রান করে।

    সংক্ষিপ্ত স্কোর:

    বাংলাদশ (১ম ইনিংস):
    ২৩৩/১০, মিথুন- ৬৩, শান্ত- ৪৪। আফ্রিদি- ৪/৫৩

    পাকিস্তান (১ম ইনিংস):
    ৪৪৫/১০, বাবর- ১৪৩, মাসুদ- ১০০। রাহি- ৩/৮৬, ৩/১১৩।

    বাংলাদেশ (২য় ইনিংস):
    ১৬৮/১০, মমিনুল- ৪১, শান্ত- ৩৮। নাসিম- ৪/২৬, ইয়াসির- ৪/৫৮।

  • নাসিমের রেকর্ড গড়া হ্যাটট্রিকে ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

    নাসিমের রেকর্ড গড়া হ্যাটট্রিকে ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

    পাকিস্তান সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসের ব্যর্থতার পর পরাজয় এড়ানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ দলের ব্যাটিংয়ের নাজুক অবস্থা। পরাজয় তো বটেই, টাইগারদের লড়তে হচ্ছে ইনিংস পরাজয় এড়ানোর জন্য।

    জোড়া অর্ধ-শতক ও জোড়া শতকের পর বাংলাদেশের জন্য লড়াইটাকে কঠিন করে তোলেন নাসিম শাহ। তরুণ এই পেসার সর্বকনিষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদকে সাজঘরে ফিরিয়ে।

    তৃতীয় দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ৮৬ রানে পিছিয়ে রয়েছে। ৪৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে মুমিনুল হকের দলের সংগ্রহ ১২৬ রান। মুমিনুল ৩৭ ও লিটন শূন্য রানে ক্রিজে রয়েছেন।

    শুরুতে তামিম ইকবাল ও সাইফ হাসান ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিলেন। তবে সাইফ ১৬ ও তামিম ৩৪ রান করে আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ে নাসিম হ্যাটট্রিক করে বসলে। শান্ত ৩৮ রান করে সাজঘরে ফেরার সময়ও ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানো সহজ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু নাসিমের শিকার হয়ে তাইজুল ও রিয়াদ এবং এরপর মোহাম্মদ মিঠুন ইয়াসির শাহর শিকার হয়ে সাজঘরে ফিরলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

    তাইজুল, রিয়াদ ও মিঠুন তিনজনের কেউই স্কোরবোর্ডে কোনো রান জড়ো করতে পারেননি। বাংলাদেশ যতটুকু আশাই ধারণ করছে, তার বাহক অধিনায়ক মুমিনুল। পরাজয়ের ব্যবধান কমাতে হলে লিটন দাসকে নিয়ে মূল লড়াই চালিয়ে যেতে হবে তাকেই।

    তার আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে জড়ো করে ৪৪৫ রান। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া তাইজুল পান দুটি উইকেট। বাংলাদেশের সুযোগ হাতছাড়ার সুবিধা আদায় করে পাকিস্তানের হয়ে শতক হাঁকান বাবর আজম (১৪৩) ও শান মাসুদ (১০০)। এছাড়া হাসির সোহাইল ৭৫ ও আসাদ শফিক ৬৫ রান করেন।

    সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

    বাংলাদেশ ১ম ইনিংস- ২৩৩
    মিঠুন ৬৩, শান্ত ৪৪, লিটন ৩৩
    শাহীন ৫৩/৪, হারিস ১১/২

    পাকিস্তান ১ম ইনিংস- ৪৪৫
    বাবর ১৪৩, শান ১০০, হারিস ৭৫
    রাহী ৮৬/৩, রুবেল ১১৩/৩

    বাংলাদেশ ২য় ইনিংস- ১২৬/৬
    শান্ত ৩৮, মুমিনুল ৩৭*, তামিম ৩৪
    নাসিম ২৬/৪, ইয়াসির ৩৩/২

    ইনিংস ব্যবধান এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৮৬ রান।

  • মাসুদ-বাবরের সেঞ্চুরিতে লিড পেল পাকিস্তান

    মাসুদ-বাবরের সেঞ্চুরিতে লিড পেল পাকিস্তান

    রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে শান মাসুদের পর সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজমও। ব্যাট হাতে ছাড় দিয়ে কথা বলছেন না আসাদ শফিকও। দুই সেঞ্চুরি ও শফিকের ফিফটিতে দ্বিতীয় দিন শেষে ১০৯ রানের লিড পেলো পাকিস্তান।

    বাবর আজমের সেঞ্চুরিটা নাও হতে পারত যদি না এবাদত তার ক্যাচটা মিস না করতেন। ব্যক্তিগত ২ রানে তাইজুলের বলে জীবন পাওয়া সেই বাবর নিজের ইনিংসকে নিয়ে যান সেঞ্চুরির ঘরে। ক্যাচ তুলে দেওয়া সেই তাইজুলের বলেই নিজের সেঞ্চুরি তুলে নেন বাবর। ৬৮তম ওভারের প্রথম বলে তাইজুলকে চার মেরে সেঞ্চুরি হাঁকান বাবর।

    অবশ্য শান মাসুদের মতো সেঞ্চুরি করেই থেমে থাকেননি বাবর। দলের রান বাড়ানোর পাশাপাশি নিজের ব্যক্তিগত রানও এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। বাবরের পাশাপাশি তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আসাদ শফিক। টেস্ট স্পেশালিষ্ট শফিকের অবশ্য কোন জীবন পাওয়া লাগেনি। নিজের স্বাভাবিক খেলাটাই খেলে গিয়েছেন তিনি। দুই ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং দলকে দ্বিতীয় দিন শেষে বড় লিড পেতে সাহায্য করে। বাবরের সেঞ্চুরির পাশাপাশি ফিফটি তুলে নেন শফিকও।

    অবশ্য ৩৪২ রান করে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। ১৪৩ রান করে অপরাজিত থাকেন বাবর এবং ৬০ করে অপরাজিত থাকেন শফিক। এ দুই ব্যাটসম্যান মিলে গড়েন ১৩৭ রানের জুটি।

    চা-বিরতির আগে সেঞ্চুরি মিস হতো শান মাসুদেরও। রুবেলের বলটি ব্যাটের কানায় লেগে তালুবন্দি হয় কিপার লিটনের হাতে। অবশ্য তার ক্যাচটির জন্য আবেদন করেননি কিপার, বোলারের কেউই। বাবরের মতই জীবন পেয়ে তিনিও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শতক হাঁকানোর পরেই তাইজুলের বলে বোল্ড হন তিনি।

    এর আগে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। শুরুতেই দলকে উইকেট এনে দিয়েছিলেন আবু জায়েদ। অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল আজহার ও শানের জুটিতে। সেই জুটিও ভাঙেন আবু জায়েদ।

    সংক্ষিপ্ত স্কোরঃ দ্বিতীয় দিন শেষে-

    বাংলাদেশ ২৩৩ (মিঠুন ৬৩, নাজমুল ৪৪: আফ্রিদি ৪-৫৩

    পাকিস্তান ৩৪২-৩ (বাবর ১৪৩*, শান ১০০: রাহী ২-৬৬)