Tag: পাকিস্তান

  • ওয়ার্নারের ‘দেড়শো’তে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

    ওয়ার্নারের ‘দেড়শো’তে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

    দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ২৪০ রানের ইনিংসের জবাবে দুর্দান্ত শতক হাঁকানো ডেভিড ওয়ার্নার অপরাজিত ১৫১ রানের ইনিংস খেলে দ্বিতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া।

    টস জিতে পাকিস্তান ব্যাট করতে নামলে প্রথম ইনিংসের সবকয়টি উইকেট হারিয়ে ২৪০ রান তুলতে সক্ষম হয়। যেখানে দলের হয়ে সর্বোচ্চ রান করেন শফিক ৭৬, আজহার আলী ৩৯ ও রিজওয়ান করেন ৩৭ রান। বল হাতে স্টার্ক নেন ৪ টি উইকেট এবং কামিন্স নেন ৩টি উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শতক হাঁকান ডেভিড ওয়ার্নার। ৭ চারে তার ক্যারিয়ারের ২২ তম শতক তুলে নেন বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান। কিন্তু আরেক ওপেনার জো বার্নস শতকের আক্ষেপ নিয়ে ফিরেন। ১০ চারে ৯৭ রান করে ইয়াসির শাহ এর বলে ফিরেন।

    দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন ওয়ার্নার- ল্যাবুশানে। ওয়ার্নার ২৫৭ বলে ১৫০ রান করেছেন। ৯১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ল্যাবুশানে। শেষ পর্যন্ত ১৫১ রানে ওয়ার্নার এবং ৫৫ রানে ল্যাবুশানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ৮৭ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে ৩১২ রান।

    সংক্ষিপ্ত স্কোরঃ (২য় দিন শেষে)

    পাকিস্তান (প্রথম ইনিংস):২৪০/১০(৮৬.২)
    আসাদ ৭৬, আজহার ৩৯
    স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০

    অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস):৩১২/১(৮৭)
    ওয়ার্নার ১৫১*, বার্নস ৯৭
    ইয়াসির শাহ্‌ ১/১০১

  • বিমানে পেঁয়াজের প্রথম চালান এলো পাকিস্তান থেকে

    বিমানে পেঁয়াজের প্রথম চালান এলো পাকিস্তান থেকে

    বিমানে পাকিস্তান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে পেঁয়াজের প্রথম চালান। করাচি থেকে ৮২ টনের চালানটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বেসরকারি সিল্ক সংস্থার একটিপণ্য পরিবহনকারী উড়োজাহাজে এসে পৌঁছায়।

    আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজের চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজবাহী উড়োজাহাজটি অবতরণের পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

    ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেনন, সিল্কওয়ে উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।

    এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান আসবে আজ বুধবার দিবাগত রাত একটায়। সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে।

    আগামীকাল বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

    এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আমদানি করা পেঁয়াজ বিমানে আনা প্রথম চালান আজ বুধবার পৌঁছবে। এটি মঙ্গলবার আসার কথা ছিল। পেঁয়াজ লোডিংয়ে সমস্যা হওয়ায় ২৪ ঘণ্টা পিছিয়েছে। বিমানে আনা পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

    এদিকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আকাশপথ ব্যবহারে প্রযোজ্য চার্জ মওকুফের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এই চার্জ মওকুফ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সঙ্গে সম্পৃক্ত সব ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হবে।

    আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়। নতুন এ সিদ্ধান্তের ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এ চার্জ প্রযোজ্য হবে না।

  • বজ্রপাতে পাকিস্তানে নিহত ২৭

    বজ্রপাতে পাকিস্তানে নিহত ২৭

    পাকিস্তানের সিন্ধু প্রদেশের মরু অঞ্চলে প্রবল বর্ষণের সময় সৃষ্ট বজ্রপাতের ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে।

    জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) রাত থেকে শুরু করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সারা দিনই সিন্ধু প্রদেশের থারপারকার জেলার মিঠি, চাচি, রাম সিংষড় গ্রাম, ইসলামকোট ও নাগারপারকা এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এ সময় বিভিন্ন এলাকায় বজ্রপাতের ফলে ২৭ জনের প্রাণহানি ঘটেছে।

    উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বুধবার রাত থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জনেরও বেশি আহত মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইতোমধ্যে মিঠি, চাচি, রাম সিংষড় গ্রাম, ইসলামকোট ও নাগারপারকা এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। তাছাড়া পরিস্থিতি সামাল দিতে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

    এ দিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধুসহ দেশের নিম্নাঞ্চলের ওপর দিয়ে বর্তমানে পশ্চিমা বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে। যা ভারী বৃষ্টিপাতের পেছনে অন্যতম কারণ।

  • পাকিস্তানে চলস্ত ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

    পাকিস্তানে চলস্ত ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

    পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৬২ জন যাত্রী। বৃহস্পতিবার জেলা কমিশনার রাহিম ইয়ার খান এমন তথ্য দিয়েছেন।

    ডন অনলাইনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ১০টি মরদেহ শনাক্ত করা হয়েছে।

    হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা রেসকিউ সার্ভিসের প্রধান বাকির হোসেন জিয়ো টেলিভিশনকে এই নিহতের খবর নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, এছাড়াও ১৫ জন আহত হয়েছেন। আগুন থেকে পালাতে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে।

    দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় শহর করাচি থেকে লাহোরে যাচ্ছিল। তখন এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।

    পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরের কাছে এই বিস্ফোরণে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

    জেলা পুলিশ কর্মকর্তা সর্দার মুহাম্মদ আমির তৈমুর খান প্রথমে নিহতের সংখ্যা ২৫ বলে উল্লেখ করেন, পরে তা ৪৬ জনে গিয়ে দাঁড়ায়। এখন ৬২ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

    পাকিস্তান রেলওয়ে কর্মকর্তারা বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

    যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

    পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রশিদও এই তথ্য নিশ্চিত করেছেন।

    এতে ট্রেনে আরও দুটি কোচ গ্রাস করে নেয় আগুন। ইমার্জেন্সি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

    পাকিস্তানের আইএসপিআরের এক বিবৃতিতে জানা গেছে, আহতদের উদ্ধার করতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও মুলতান থেকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

  • শ্রীলঙ্কার সিরিজ জয়

    শ্রীলঙ্কার সিরিজ জয়

    ওয়ানডে সিরিজের ঠিক উল্টো চিত্রনাট্য যেন টি-টোয়েন্টি সিরিজে। ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা পাকিস্তান সফরকারী শ্রীলঙ্কার কাছে হেরে গেছে টি-টোয়েন্টি সিরিজে। লাহোরে দ্বিতীয় ম্যাচে ৩৫ রানের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

    সোমবার (৭ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান জড়ো করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান আসে ভানুকা রাজাপক্ষের ব্যাট থেকে। ৪৮ বলের মোকাবেলায় ৪টি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি।

    এছাড়া অন্যান্যদের পক্ষে সেহান জয়াসুরিয়া ৩৪, অধিনায়ক দাসুন শানাকা অপরাজিত ২৭ ও দানুশকা গুনাথিলাকা ১৫ রান করেন।

    পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ ও শাদাব খান।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই বিপর্যয়ে পড়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে চাপে পড়ে যায় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দল। শেষপর্যন্ত দলটির ইনিংস গুটিয়ে যায় ১৪৭ রানে, ১৯ ওভার ব্যাট করে।

    দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে ইমাদের ব্যাট থেকে। এছাড়া আসিফ আলী ২৯ ও সরফরাজ ২৬ রান করেন।

    শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি, ইসুরু উদানা দুটি ও কাসুন রাজিথা একটি উইকেট শিকার করেন।

    সংক্ষিপ্ত স্কোর

    শ্রীলঙ্কা ১৮২/৬ (২০ ওভার)
    ভানুকা ৭৭, সেহান ৩৪, দাসুন ২৭*
    ইমাদ ২৭/১, ওয়াহাব ৩১/১

    পাকিস্তান ১৪৭ (১৯ ওভার)
    ইমাদ ৪৭, আসিফ ২৯
    প্রদীপ ২৫/৪, হাসারাঙ্গা ৩৮/৩

    ফল: শ্রীলঙ্কা ৩৫ রানে জয়ী।

  • ভারত নিজেদের হেলিকপ্টার ধসিয়ে দিলো পাকিস্তানের ভেবে

    ভারত নিজেদের হেলিকপ্টার ধসিয়ে দিলো পাকিস্তানের ভেবে

    ভারত অধ্যুষিত কাশ্মীরের শ্রীনগরের বাদগামে পাকিস্তানী হেলিকপ্টার ভেবে নিজেদের এমআই সেভেনটিন ভি ফাইভ সিরিজের একটি হেলিকপ্টার ধসিয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এ ঘটনায় তাদের ৬ সদস্য এবং একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

    পাকিস্তানী ভেবে গুলি করে হেলিকপ্টারটিকে নামানোর সিদ্ধান্ত একটা ‘বড় ভুল’ ছিল বলে স্বীকার করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া। তিনি বলেন, ‘এটি একটি বড় ভুল ছিল। আমরা এটিকে মেনে নিয়েছি।’

    তদন্ত শেষে এয়ার চিফ মার্শাল রাকেশ ভাদুরিয়া জানান, ‘আমাদের ক্ষেপণাস্ত্রটিই আঘাত করে ওই হেলিকপ্টারটিকে। এটি প্রমাণিত হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ যাদের ভুলে ওই ঘটনা ঘটেছে সেই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

    ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে বোমাবর্ষণ করার একদিন পরেই শ্রীনগরের কাছে বাদগামে গুলি করে নামানো হয় এমআই সেভেনটিন ভি ফাইভকে।

    বিচারবিভাগীয় তদন্তে দেখা গেছে, শ্রীনগর বিমানবন্দরে স্পাইডার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম থেকে মিসাইল ছুঁড়ে হেলিকপ্টারটিকে নামানো হয়েছিল। বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা কর্মকর্তারাই ওই সাংঘাতিক ভুলটি করেছেন। টেক-অফের ১০ মিনিট পরেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যেখানে সেটি ভেঙে পড়ে তার পাশেই ছিল জনবসতি। এমআই-১৭ হেলিকপ্টারটি ভেঙে দুই টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

    পুলওয়ামাতে জঙ্গি হামলার প্রতিশোধ নিতেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে বালাকোট অঞ্চলে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। পুলওয়ামা হামলায় ভারতের ৪০ জন সেনা নিহত হয়েছিলেন।

  • পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

    পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল পৌঁছেছে পাকিস্তানে। যদিও ১০ বছর আগে লাহোরে সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেট দলটি। তার পর এই প্রথম পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এলো শ্রীলঙ্কা।

    মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে করাচি বিমানবন্দরে নামে লঙ্কান ক্রিকেটাররা।

    শ্রীলঙ্কার পাকিস্তান সফর ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল এক সময়। নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের প্রথম সারির ১০ জন ক্রিকেটার পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর পর পাকিস্তান সরকার লঙ্কান ক্রিকেটারদের রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল।

    তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হতে যাচ্ছে ২৭ সেপ্টেম্বর। ম্যাচ তিনটিই হবে করাচিতে। এর পর লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

    যদিও এই পাকিস্তান সফরে যাননি শ্রীলঙ্কার ওয়ানডে দলের অধিনায়ক দ্বিমুথ করুণারতেœ এবং টি-২০ দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা।