Tag: পাচারকারী

  • তক্ষক পাচারকারী সীতাকুণ্ডের দুই যুবক ফেনীতে র‌্যাবের হাতে আটক

    তক্ষক পাচারকারী সীতাকুণ্ডের দুই যুবক ফেনীতে র‌্যাবের হাতে আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি :  সীতাকুণ্ড উপজেলার ইয়াকুব আলী (১৮) এবং মো.শাখাওয়াত হোসেন সাব্বির (১৯) নামের দুই যুবককে তক্ষকসহ ফেনী থেকে আটক করেছে র‌্যাব-৭।

    বুধবার দুপুর ২ টার সময় ফেনীর মডেল থানাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বন্যপ্রাণী (তক্ষক)সহ পাচারকারী চক্রের এই দুই জনকে আটক করা হয়।

    এ সময় তাদের কাছ থেকে একটি খাঁচাসহ দুটি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ তারা বন্যপ্রাণী (তক্ষক) অবৈধভাবে নিজ দখলে রেখে দেশ-বিদেশে পাচার করে আসছে।

    এব্যাপারে র‌্যাব-৭ এর অফিসার মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে দুইজনকে বন্যপ্রাণী(তক্ষক)সহ আটক করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণী (তক্ষক) দুইটি খাঁচাসহ ফেনী বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তি বন্যপ্রাণী (তক্ষক) দুইটি ২০ লাখ টাকায় বিক্রির চেষ্টা করছিল। তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    গ্রেফতারকৃত আশরাফুল ইসলামের পুত্র মো. ইয়াকুব আলী এবং মৃত মাহমুদুল হকের পুত্র মো. শাখাওয়াত হোসেন সাব্বির, দুইজনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায়।

    ২৪ ঘণ্টা/দুলু