Tag: পাচারের

  • ইয়াবা পাচারের বিশেষ কৌশলও ব্যর্থ, পুলিশের কাছে ধরা ৩ কারবারি

    ইয়াবা পাচারের বিশেষ কৌশলও ব্যর্থ, পুলিশের কাছে ধরা ৩ কারবারি

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে ৩ কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    পুলিশ জানায়, আটক তিনজনই পরস্পরের যোগসাজশে কক্সবাজার থেকে কমদামে ইয়াবা ক্রয় করে সেগুলো চট্টগ্রাম হয়ে ট্রেনে করে কিশোরগঞ্জে পাচারের চেষ্টা করছিলো।

    গোপনে তথ্য পেয়ে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌণে ১১টার সময় নগরীর নতুন রেলস্টেশনের প্রবেশ মুখ থেকে ২ জন এবং তাদের জিজ্ঞাসাবাদে খুলশী থানাধীন পশ্চিম বাগঘোনা এ কে খান বাংলোর নিচে ষ্টাফ কোয়ার্টারে অভিযান চালিয়ে আরো একজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার যশোদল নয়াপাড়া পাটধা গ্রামের মৃত মো. কাইয়ুমের ছেলে মো. ছাইকুল ইসলাম (৫০), কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডেও মধ্যম জালিয়াপাড়া এলাকার মৃত মো. জাকিরের ছেলে মো. আইয়ুব (৪১) এবং চট্টগ্রামের সাতকানিয়া মাদার্শা এলাকার আলী মিয়া বর বাড়ীর মৃত আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৬)।

    কোতোয়ালি থানার ওসি মো.মহসীন তথ্যটি নিশ্চিত করে বলেন, ইয়াবাগুলো পাচারে প্রশাসনের চোঁখ ফাঁকি দিতে আটক তিনজনই অভিনব কৌশল অবলম্বন করেছে। তবে কোতোয়ালি থানা পুলিশের দক্ষতায় তা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।

    তিনি বলেন, আটক ছাইকুল ও আইয়ুব ঝুড়ির তলদেশে, বাংলা সাবানের ভেতর এবং ছাতার ভাঙ্গা হাতলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করেছে।

    তল্লাশীতে বাংলা সাবান থেকে ১ হাজার, ঝুড়ির তলদেশে লুকানো অবস্থায় ৩ হাজার ৮ শ পিস এবং দুজনের হাতে থাকা দুটি ছাতার ভাঙ্গা হাতলে ২শ পিস করে মোট ৫ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার হয়।

    আটকের পর তারা ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে। তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

    চখ/আর এস

  • অচল মোবাইলে স্বর্ণ পাচারের চেষ্টা/বিমান বন্দরের গোয়েন্দা টিমের হাতে ধরা বিমান যাত্রী

    অচল মোবাইলে স্বর্ণ পাচারের চেষ্টা/বিমান বন্দরের গোয়েন্দা টিমের হাতে ধরা বিমান যাত্রী

    চট্টগ্রাম ডেস্ক : সিম ও ব্যটারি ছাড়া নিস্ক্রিয় অচল মোবাইল ফোনে স্বর্ণের পাত রেখে কথা বলতে বলতে বিমান বন্দরের গেইট পার হওয়ার চেষ্টা করেছেন দুবাই ফেরত এক বিমান যাত্রী।

    তবে এনএসআই টিমের চ্যালেঞ্জের মুখে স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ হয় আবদুল কাদের রেজওয়ান নামে দুবাই ফেরৎ এ যাত্রীর। অভিনব পন্থায় তিনি অবৈধভাবে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। তার চমকপ্রদ কৌশলটি কাজে আসেনি।

    আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর বিশেষ গোয়েন্দা শাখা (এনএসআই) টিমের কর্মকর্তাদের চ্যালেঞ্জের মুখে ধরা পড়ে স্বর্ণ পাচারের এ অভিনব কৌশলটি।

    বিমান বন্দর কাস্টমস সুত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা প্রবাসী আবদুল কাদের রেজওয়ান আগে থেকে ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়েছিলেন।

    আজ মঙ্গলবার সকালে সে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়ছিলেন। বিমান বন্দর কর্তৃপক্ষ তাকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকাডাকির পরও সে কর্ণপাত না করায় সন্দেহ হয় এনএসআই টিমের।

    পরে মোবাইলটি কানে নিয়ে কথা বলতে বলতে টার্মিনালের ৩ নম্বর গেট পার হতে গেলেই বিমান যাত্রী রেজওয়ানকে অবৈধ পন্য আছে মর্মে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এনএসআই টিম। এক পর্যায়ে রেজওয়ানের কানের কাছ থেকে মোবাইলটি কেড়ে নেন এনএসআই টিমের এক সদস্য।

    মোবাইল হাতে নিয়ে বিশেষ গোয়েন্দা শাখার সকল সদস্যই রীতিমত বিস্মিত! দিব্বি কথা বলছিলেন যে ফোনটিতে সে মোবাইলটি বন্ধ। মোবাইলের স্ক্রিনও ছিল নিস্ক্রিয়। খুলে দেখেন সে মোবাইলে নেই কোন সিম কার্ড। তবে তুলনামুলক ভারী। কারণ সিম কার্ড ও ব্যাটারির বদলে সেখানে ছিল স্বর্ণের একটি বার। যা পাতলা করে রাখা ছিলো মোবাইল কাভারের ভেতরে।

    বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন দুবাই ফেরত প্রবাসী রেজওয়ান বৈধ স্বর্ণের আড়ালে অবৈধভাবেও ভিন্ন কৌশল অবলম্বণ করে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন।

    তিনি বলেন, রেজওয়ান দুইটি স্বর্ণ বারের ঘোষণা দিয়েছিলেন। তার কাছে অবৈধভাবে আরো একটি স্বর্ণ পাওয়া যাওয়ায় শুল্ককরের পাশাপাশি তাকে জরিমানাও দিতে হবে। নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন।

    এদিকে একই বিমানবন্দরে দুবাই থেকে আসা হাটহাজারীর মো. হাবিব উল্লাহর ব্যাগ তল্লাশী করে ১৫০ কার্টন সিগারেট উদ্ধার করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/রাজীব