Tag: পাঠশালা

  • ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন-সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করছে পাঠশালা

    ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন-সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করছে পাঠশালা

    বোয়ালখালী প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের সৃজনশীল ও সেবাধর্মী সংগঠন পাঠশালা।

    এ উপলক্ষে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
    সভায় মিতু তালুকদারকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট প্রতিযোগিতা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    সংগঠনের গণসংযোগ ও গণমাধ্যম প্রতিনিধি টিটন দে টিটু জানান, চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ক ও খ বিভাগে শ্রেণি নির্ধারণের ভিত্তিতে আগ্রহীরা ফরম সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত ফরম সংগ্রহের স্থান ও প্রতিযোগিতার তারিখ সংগঠনের নিজস্ব ফেসবুক পেইজ এবং সংবাদ মাধ্যমে জানানো হবে। চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় স্থান নির্ধারণীতে যোগ্যতা অর্জন করলে সেই প্রতিযোগির মা পাবেন পাঠশালা ‘সৃজনী’ মায়ের পুরস্কার।

    ২৪ ঘণ্টা/পূজন

  • জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার বিটিআরসির চেয়ারম্যান হওয়ায় পাঠশালার অভিনন্দন

    জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার বিটিআরসির চেয়ারম্যান হওয়ায় পাঠশালার অভিনন্দন

    নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঠশালা’র স্বপ্নদ্রষ্টা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

    সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পরিচালনাকারী পাঠাশালার অন্যতম উদ্যাক্তা সুব্রত দত্ত রাজু বলেন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার স্যারকে বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। তিনি একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। তার সফলতা কামনা করছি।

    জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা ও সুবিধায় শ্যাম সুন্দর সিকদারকে এই দায়িত্ব দিয়ে আজ সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    শ্যাম সুন্দর সিকদার বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্বে মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। জহুরুল হক গত ৪ ডিসেম্বর তার মেয়াদ শেষ করেছেন।

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে ২০১৯ সালের ৯ জানুয়ারি অবসরে যান শ্যাম সুন্দর। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

    বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করা শ্যাম সুন্দর ২০০৯ সালে যুগ্ম-সচিব এবং ২০১২ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান।

    ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়। পরের বছর ২ মার্চ তিনি সচিব পদে পদোন্নতি পান।

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব থাকাকালেই ২০১৯ সালের ১ জানুয়ারি তাকে জ্যেষ্ঠ সচিব করে নেয় সরকার।

    নিয়ম অনুযায়ী, শ্যাম সুন্দরকে সোমবার বিটিআরসির কমিশনার পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সেই সঙ্গে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    কমিশনারদের মধ্য থেকে একজনকেই বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত কমিশনার থাকা যায়।

    শ্যাম সুন্দর সিকদার তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার পূর্ব-মাদারীপুরের নড়িয়া থানার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি শরিয়তপুর জেলার অন্তর্গত। তার বাবার নাম গিরেদ্র মোহন সিকদার, মায়ের নাম কৃষ্ণদাসী সিকদার।

    ২৪ ঘণ্টা/পূজন