Tag: পাতা উল্টানো

  • ঘাতক ট্রাক কেড়ে নিলো স্কুলছাত্রীর প্রাণ : নতুন বইয়ের পাতা উল্টানো হলোনা রেশমির!

    ঘাতক ট্রাক কেড়ে নিলো স্কুলছাত্রীর প্রাণ : নতুন বইয়ের পাতা উল্টানো হলোনা রেশমির!

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : নতুন বই হাতে পাওয়ার উচ্ছাসে সকাল সকাল খুশি মনে বাসা থেকে বের হয়েছিলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রেশমি আক্তার হিমু (১০)। ঘাতক ট্রাক তাকে নতুন বইয়ের গ্রাণ গ্রহণ করে বইয়ের পাতা উল্টানোর সুযোগ দেয়নি। স্কুলে যাওয়ার আগেই তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে পরপারে না ফেরার দেশে।

    বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টার সময় নগরীর পতেঙ্গা কাটগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় রেশমির।

    নিহত রেশমি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা কাঠঘর ডোমপাড়া এলাকার আলী মিয়া সোলতানের বাড়ির দিনমজুর মো. শাহনুরের মেয়ে এবং পতেঙ্গা মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

    রেশমির পরিবার জানিয়েছে বুধবার সকালে নতুন বই হাতে পাওয়ার আনন্দ নিয়ে রেশমি স্কুলে যাওয়ার উদ্দ্যেশে ঘর থেকে বের হয়। স্কুলের পশ্চিম পাশে সী-বিচ রোডে একটি ট্রাকের ধাক্কায় রেশমি গুরুতর আহত হয়।

    খবর পেয়ে রেশমির চাচা সাইফুল ঘটনাস্থলে যান এবং আহতাবস্থায় রেশমিকে সিএনজি অটো রিকশাতে তুলে ঘাতক ট্রাক চালকসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। জরুরি বিভাগের চিকিৎসক ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বেলা ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেশমিকে মৃত ঘোষণা করেন।

    স্কুল শিক্ষার্থীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকের ধাক্কায় আহত এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, রেশমি ট্রাকের ধাক্কায় মেরুদণ্ড এবং উরুতে আঘাত পেয়েছিল।

    ঘাতক ট্রাক চালককে হাসপাতাল থেকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া বলেন, রেশমির পরিবারের পক্ষে অভিযোগ করলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

    এদিকে নিহত স্কুল ছাত্রী রেশমির পরিবারের আর্তনাথে ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। বিলাপ করতে করতে রেশমির চাচা সাইফুল বলছেন মা রেশমি তুইতো পড়ালেখায় অনেক ভাল ছিলি, তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো আমাদের পরিবারের। আল্লাহ তা সহ্য করতে পারেনি। তোর স্বপ্ন ভেঙ্গে দিয়ে তোকে নিয়ে গেছে তার কাছে।