Tag: পাথরঘাটা ট্রাজেডি

  • পাথরঘাটা ট্রাজেডি : নিহতের দাফনের জন্য ২০ হাজার, পরিবারকে এক লাখ টাকা-মেয়র

    পাথরঘাটা ট্রাজেডি : নিহতের দাফনের জন্য ২০ হাজার, পরিবারকে এক লাখ টাকা-মেয়র

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশনে ছুটে গিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন।

    রবিবার সকাল সোয়া ১১টার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় মেয়র উপস্থিত জনসাধারণের কাছ থেকে ঘটনার সম্পর্কে খোঁজখবর নেন।

    তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবার পরিবজনদের প্রতি সমবেদনা জানান। এছাড়া মেয়র, নিহত পরিবারকে এক লক্ষ টাকা এবং দাফন কাফনের জন্য নগদ বিশ হাজার টাকা প্রদান করেন। সেই সাথে আহতদের যাবতীয় চিকিৎসার ব্যয় চসিক বহন করবে বলে মেয়র জানান।

    উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন, একটি দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি। সব কর্তৃপক্ষের পাশাপাশি ভবন মালিক ও ভাড়াটিয়াদের গ্যাস, বিদ্যুৎ লেইন লিকেজ আছে কিনা তা নিয়মিত তদারকী করতে হবে। এ ব্যাপারে ব্যবহারকারীরা সচেতন হলে দুর্ঘটনা এড়ানো সম্বব বলে তিনি মন্তব্য করেন।

    এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ, নীলু নাগ, সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল ও চসিক প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ।

    এরপর সিটি মেয়র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের দেখতে মর্গে যান, সেখানে উপস্থিত আত্মীয় স্বজনদের সান্তনা দেন এবং আহতদের সুচিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের তাগিদ দেন। তিনি তাদের দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহ তাল্লাহ”র সহযোগিতা কামনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, রিদুয়ান রায়হান, চমেক অধ্যক্ষ ডা. শামীম হাসান, উপ অধ্যক্ষ ডা. নাসিরুদ্দিন মাহমুদ, উপ পরিচালক ডা. আনোয়ারুল হক, চমেক ছাত্র সংসদের ভিপি এম আউয়াল রাপি, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, ছাত্র সংসদের জিএস প্রিতম কুমার সাহা, ছাত্রলীগের জিএস আল আমিন ইসলাম শিমুল প্রমুখ।

  • পাথরঘাটা ট্রাজেডি :  নওফেল’র শোক, নিহত প্রত্যেক পরিবারকে দেয়া হবে ১০ হাজার টাকা

    পাথরঘাটা ট্রাজেডি : নওফেল’র শোক, নিহত প্রত্যেক পরিবারকে দেয়া হবে ১০ হাজার টাকা

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের আত্নার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    এদিকে নওফেলের পক্ষে আজ রবিবার বেলা সাড়ে ১২টার সময় ঘটনাস্থল পরিদর্শণে যান প্রয়াত চট্টলবীর সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী এবং শিক্ষা উপমন্ত্রী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন ও ছোট ভাই রোরহান উদ্দীন চৌধুরী সালেহীন।

    এসময় নিহত সাতজনের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার কথা জানিয়েছেন প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কণিষ্ট পুত্র রোরহান উদ্দীন চৌধুরী সালেহীন।

    তিনি জানিয়েছেন চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর পক্ষে নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

    এসময় চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।