Tag: পানছড়ি

  • পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৪ নেতা-কর্মী নিহত

    পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৪ নেতা-কর্মী নিহত

    খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসীতপন্থী) ৪ নেতা-কর্মী নিহত হয়েছেন। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা, নীতি দত্ত চাকমা ও প্রকাশ ত্রিপুরা নিখোঁজ রয়েছে বলে ইউপিডিএফির দাবি।

    নিহতরা হলো- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা।

    সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর লোগাং ইউপির অনিল পাড়ায় এ ঘটনা ঘটনা ঘটে।

    ইউপিডিএফ ঘটনার দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন কিছু নিশ্চিত করা হয়নি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল তাই সেখানে তারা অবস্থান করছিল। ইউপিডিএফ গণতান্ত্রিক এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের দাবি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজের জন্য বিপুল চাকমাসহ সাতজন নেতা-কর্মী গতকাল লোগাঙ এলাকায় যান। তাঁরা রাতে অনিলপাড়া নামক গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙারে নব্যমুখোশ দুর্বৃত্তদের একটি সশস্ত্র দল ওই বাড়িতে হানা দিয়ে সশস্ত্র হামলা চালায়। তারা ঠান্ডা মাথায় একে একে বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করে। তাদের হত্যার পর সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়।

    এ ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে নীতিদত্ত ও হরি কমলকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

    পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম বলেন, গোলাগুলি ও হতাহতের ঘটনা বিভিন্নভাবে শুনেছি। দুর্গম এলাকা হওয়ায় এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।

  • পানছড়িতে ব্রুনাই কিং আম, ওজন ৪ কেজি!

    পানছড়িতে ব্রুনাই কিং আম, ওজন ৪ কেজি!

    আমের নাম ব্রুনাই কিং। ব্রুনাইয়ের রাজ পরিবারের আম হিসেবে পরিচিত। সেই আম এখন শোভা পাচ্ছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির উগলছড়িতে।

    উপজেলার কলাবাগান এলাকার রুমেল মারমার মাধ্যমে খবর পেয়ে সরেজমিনে বাগানে গিয়ে দেখা মেলে রাজকীয় পরিবারের এই আমের।

    বাগান মালিকের অনুপস্থিতিতে রুমেল মারমা নিজেই এই প্রতিবেদককে তথ্য দেন।

    জানা যায়, বাগান মালিকের নাম শিবেন তালুকদার। নিজ নামীয় পাঁচ একর জায়গা সাজিয়েছেন ব্রুনাই কিং, সূর্য ডিম, কিউজাই, রেড ফালমার, চিয়াংমাই, কিং অব চাকাপাত ও বারোমাসি কাঁঠাল দিয়ে। বাগানে বিভিন্ন জাতের আমের পাশাপাশি একটি গাছে ঝুলছে চার কেজি ওজনের তিনটি দৃষ্টিনন্দন ব্রুনাই কিং আম।

    ভারসাম্য রক্ষার জন্য আমের নিচে বাঁশের তৈরি খাঁচা দেওয়া হয়েছে।

    মোবাইলে কথা হলে শিবেন তালুকদার জানান, উন্নত জাতের আম দিয়েই বাগান সাজিয়েছেন। মূলত গ্রাফটিংয়ের মাধ্যমে জাত বৃদ্ধি করাই মূল লক্ষ্য। মাটি ও পরিবেশ অনুকূলে থাকায় প্রাথমিকভাবে সফলতা পেয়েছেন তাই সামনে ব্যাপক আকারে করার চিন্তা-ভাবনা করছেন তিনি।

    উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার বলেন, ব্রুনাই কিং পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়। পানছড়ির বিভিন্ন বাগানে এখন নতুন জাতের আমের দেখা মেলে। দিন দিন তা সম্প্রসারিত হচ্ছে। তবে বাগানচাষিরা এখন মিশ্র ফল বাগানের দিকে নজর দিচ্ছে বেশি।

    কৃষি উদ্যোক্তা আবদুল হালিম জানান, তার বাগানেও নানা জাতের আমের পাশাপাশি ব্রুনাই কিং রয়েছে।

    বর্তমানে প্রতিটির ওজন প্রায় তিন কেজির ওপরে। পাশাপাশি রয়েছে রেড অ্যাম্পায়ার, আমেরিকান রেড ফার্মার ও নামডকমাই চিমোয়াং জাতের আম।

  • একাত্তরে পাকিস্তানীদের হাতে নির্যাতিত পানছড়ির ছেইংসা মারমার পাশে জেলা প্রশাসক

    একাত্তরে পাকিস্তানীদের হাতে নির্যাতিত পানছড়ির ছেইংসা মারমার পাশে জেলা প্রশাসক

    খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার পানছড়ি উপজেলা সদরের যৌথখামার এলাকার বাসিন্দা একাত্তরে পাকিস্তানী সৈনিকদের হাতে নির্যাতিত ছেইংসামা মারমা’র পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

    গত ১২ ডিসেম্বর তাঁকে নিয়ে এই পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে জেলা প্রশাসক বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ছেইংসামা মারমাকে পানছড়ির ইউএনও’র মাধ্যমে নিজ কার্যালয়ে ডেকে পাঠান।

    এসময় জেলা প্রশাসক ছেইংসামা মারমা’র প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে নগদ পঞাশ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নির্দেশনা অনুযাী একটি দুইকক্ষ বিশিষ্ঠ পাকা বাড়ি নির্মার্ণেও ঘোষণা দেন।

    এসময় জেলা প্রশাসনক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ছেইংসামা মারমা’র ওপর একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন আটকাবস্থায় সংঘটিত নির্যাতনের তথ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে।

    ছেইংসামা মারমাকে সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পানছড়ির ইউএনও তৌহিদুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সা: সম্পাদক কানন আচার্য্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে সমাবেশ

    পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে সমাবেশ

    খাগড়াছড়ি প্রতিনিধি : পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি’র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে সংঘাত বন্ধের দাবি সম্বলিত বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পানছড়ি ভ্রাতিঘাতি সংঘাত প্র তিরোধ কমিটির আহ্বায়ক ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তিজীবন চাকমা।

    কমিটির সদস্য সঞ্চয় চাকমা’ও সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, চেঙ্গী ইউপি’র সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও নারী মেম্বার সুশীলা চাকমা।

    বক্তারা বলেন, পানছড়ি উপজেলার জনগণ শান্তিপ্রিয়, তবে আমরা নিজের জাতীয় অস্তিত্ব ও অধিকারের জন্য সংগ্রাম করতে সব সময় প্রস্তুত। আমরা পাহাড়িদের মধ্যে ঐক্য চাই, ভ্রাতৃঘাতি সংঘাত চাইনা। গত ২২/২৩ বছর ধরে চলা সংঘাতে আমরা জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। সে কারণে ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে ২০১৮ সালে সমঝোতা হয়েছে শুনে আমরা অত্যন্ত খুশী হয়েছি। আমরা মনে করি এই সমঝোতা দুই পার্টির উচ্চ নেতৃত্বের রাজনৈতিক দূরদর্শীতা ও প্রজ্ঞার পরিচায়ক। আমরা এই সমঝোতাকে সর্বান্তকরণে সমর্থন করি ও স্বাগত জানাই।
    ২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

  • খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ করোনা আক্রান্ত ২, মধ্যরাত থেকে জেলায় আবারো লক-ডাউন

    খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীসহ করোনা আক্রান্ত ২, মধ্যরাত থেকে জেলায় আবারো লক-ডাউন

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে স্বাস্থ্য কর্মীসহ আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

    সোমবার রাতে স্বাস্থ্যকর্মীসহ ২ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।

    তিনি জানান,‘আক্রান্ত স্বাস্থ্যকর্মী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি উপজেলায় করোনার নমুনা সংগ্রহের কাজ করতেন। গত ১৪ মে তার নিজের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানোর সোমবার রাতে পজেটিভ রির্পোট আসে।

    স্বাস্থ্য কর্মী আক্রান্তের ঘটনায় রামগড়ে আরো করোনা রোগী থাকার শঙ্কা সৃষ্টি হয়েছে। তাঁর সংস্পর্শে আসাদের নতুন করে নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্ত অন্যজন জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম ফেরত। তিনি বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন। ’

    এই নিয়ে জেলার পাঁচ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭। এদের মধ্যে সুস্থ হয়েছে ১জন।

    এদিকে জেলায় সংক্রমণ ঠেকাতে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার (১৯ মে) রাত ১২টার পর থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পুরো জেলায় আবারও লক-ডাউন জারি করেছের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাস।

    তিনি জানান, এ সময়ে জরুরী পরিষেবা ছাড়া আর কাউকেই জেলার তিনটি প্রবেশমুখ দিয়ে ঢুকতে-বেরোতে দেয়া হবে না। রামগড়-মহালছড়ি ও মানিকছড়িতে চেক পোস্ট দিয়ে গমনাগমন নিয়ন্ত্রণ করা হবে। তাছাড়া জেলার ভেতরেও এক উপজেলা থেকে অন্য উপজেলায় কেউ চলাচল করতে পারবেন না।

    জেলা প্রশাসকের এই সিদ্ধান্তকে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লক-ডাউন মানতে সাধারণ মানুষ রাজনীতিক-জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রাণ দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রাণ দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি:করোনার মধ্যেই কর্মহীন অভাবি মানুষের মাঝে ত্রান বিলিয়ে চলেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিদিনই কোন না কোন উপজেলায় ছুটে যাচ্ছেন ত্রান সামগ্রি নিয়ে।

    সোমবার (১৮ মে) জেলার পানছড়ির দুই ইউনিয়নের ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন।

    সোমবার দুপুরে জেলার পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৪‘শ নারী-পুরুষের মাঝে ত্রানের খাদ্যশষ্য বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    এর পর তিনি লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরো ৩শ পরিবারকে খাদ্যশষ্য চাল বিতরণ করেছেন।

    স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরাই স্বউদ্যোগে টাকা তুলে ত্রান সামগ্রি বিতরণের ব্যবস্থা করেন। এর বাইরেও ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে আরো ৪শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

    ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এটা হলো ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।

    তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ইচ্ছায় সারা দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। খাগড়াছড়িতে এমন ৬০ হাজার পরিবার নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি করোনাকালীন সময়ে সরকারের ব্যাপক পদক্ষেপের প্রশংসা করেছেন।

    ত্রান বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মোমিন, সাবেক সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাজির হোসেন ও প্রেস ক্লাব সভাপতি জেলা জয়নাথ দেব উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • খাগড়াছড়িতে আইসোলেশন ফেরত যুবকের করোনা শনাক্ত

    খাগড়াছড়িতে আইসোলেশন ফেরত যুবকের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ।খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়িতে আইসোলেশন ফেরত যুবকের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

    ডা. পূর্ণজীবন চাকমা জানান, গত ৭ মে করোনার উপসর্গ নিয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় পানছড়ি উপজেলার লতিবান হরিসাধন পাড়া এলাকার এক যুবক। চট্টগ্রাম ফেরত এ যুবকের উপসর্গ থাকায় ওইদিনে তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। আজ ১৪ মে সে সুস্থ হয়ে উঠায় তাকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রিপোর্ট আসে তার করোনা পজেটিভ। রিপোর্ট পাওয়ার পর তাকে আবারও আইসোলেশনে নিতে মাঠে নেমেছে পানছড়ি উপজেলা প্রশাসন।

    প্রসঙ্গত, খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা ও মহালছড়িতে এক পুলিশ সহ ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। জেলার প্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

    কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

    খাগড়াছড়ি প্রতিনিধি: কৃষি ক্যালেন্ডার অনুসারে এপ্রিলের শেষ ভাগ ও মে এর প্রথম সপ্তাহ থেকে বোরো ধান কাটার মৌসুম। তবে এ বছর করোনার প্রভাবে শ্রমিক সংকট ও আবহাওয়া সতর্ক বার্তায় বন্যার পূর্বাভাস থাকায় দুশ্চিন্তায় কৃষকরা।

    তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার কৃষি ও খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছেন। সে দিক বিবেচনায় দেশের অনেক অঞ্চলে সরকারের পক্ষ থেকে ধান কাটতে শ্রমিকের যোগান দেয়া হচ্ছে।

    তবে ভিন্ন দৃশ্যপট পাহাড়ে। কৃষকের পাশে শ্রমিক নয় দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অনেক কৃষকের মাঠের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের কর্মীরা। করোনা পরিস্থিতির এতো খারাপ সময়ের মধ্যো ইতিবাচক এ কর্মযজ্ঞে সাধুবাদ মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে পানছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শুরু হয়েছে স্বেচ্ছাশ্রমে ধান কাটা। উপজেলার মরাটিলা এলাকার মাঠে প্রথম দিনে ৮০ শতক জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়া হয়েছে।

    পানছড়িতে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

    পানছড়ি ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, কোন কৃষকের যেন এক পোয়া ধান মাঠে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকবে পানছড়ি ছাত্রলীগ। কেউ যদি শ্রমিকের অভাবে ধান কাটতে না পারে আমাদের জানালে আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকের পাশে দাঁড়াবো। প্রথমদিনে মরাটিলায় ২৫ জন স্বেচ্ছাশ্রমে ৮০ শতক জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। এর ধারাবাহিতা অব্যাহত থাকবে।

    খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে খাগড়াছড়িতে এ মৌসুমে বোরোর চাষ হয়েছে ১১ হাজার ৩ শ ৮৯ হেক্টর জমিতে। পানছড়িতে ১ হাজার ৬ শ ৬৫ হেক্টর জমিতে।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • পানছড়িতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে কাঁতরাচ্ছেন ২জন

    পানছড়িতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে কাঁতরাচ্ছেন ২জন

    খাগড়াছড়ি প্রতিনিধি ::: খাগড়াছড়ি জেলার পানছড়ির আলী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আহত ৩ জন। গুরুতর আহত ২জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

    গত ১২ এপ্রিল সন্ধ্যায় পানছড়ির আলী নগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গোলাপী বেগম (৪৫) স্বামী বাহাদুর মিয়া, আরিফ মিয়া (১৪) পিতা-বাহাদুর মিয়া, মোহাম্মদ আলী (৭০)।

    জানা যায়, পানছড়ি উল্টাছড়ির আলীনগর গ্রামের বাহাদুর মিয়া ও রঙ্গু মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যার দিকে রঙ্গু মিয়া তার ছেলে-মানিক মিয়া, আসাদ, তোলামিয়া, ওসমান, মেয়ে মৌজা আক্তারসহ ২০-২৫ জন দলবল নিয়ে প্রতিবেশী বাহাদুর মিয়ার বাড়ীতে হামলা চালায়। দলবল দেখে বাহাদুর মিয়া পালিয়ে পাশের জংগলে আত্মগোপন করেন। এসময় বাহাদুর মিয়ার স্ত্রী গোলাপী বেগম (৪৫),ছেলে আরিফ মিয়া ও প্রতিবেশী আত্মীয় মোহাম্মদ আলী (৭০) কে দা-ছুরি ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি আঘাতে গুরুতর আহত করে।

    বাহাদুর মিয়া বলেন, রঙ্গু মিয়া ২০-২৫ জনের দলবল নিয়ে আসায় আমি প্রানের ভয়ে পালিয়ে যায়। রঙ্গু মিয়া গং চলে যাওয়ার পর পানছড়ি থানা পুলিশের সহযোগীতায় আহতদের প্রথমে পানছড়ি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রেফার করেন। এখন সদর হাসপাতালের ১৮ নং ও ১৪ নং বেডে আহতদের চিকিৎসা চলছে। রঙ্গু মিয়ার ভয়ে আমি আতংকে আছি।