Tag: পানিতে ডুবে

  • ফটিকছড়িতে পানিতে ডুবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

    ফটিকছড়িতে পানিতে ডুবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

    ফটিকছড়ি প্রতিনিধি:::ফটিকছড়িতে পানিতে ডুবে তামান্না ইসলাম রুহি (৭) নামের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    রোববার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত রুহি ওই গ্রামের সিরাজ চেয়ারম্যান বাড়ীর তাজুল ইসলাম বাপ্পির কন্যা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পরিবারের লোকজন ইফতারি তৈরির কাজে ব্যস্ত ছিল। কাজ শেষ করার পর রুহিকে অনেকক্ষণ পর্যন্ত দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন দিকে খুঁজতে থাকেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও রুহির সন্ধান না পেয়ে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের পুকুরে তাকে মূর্মষ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা।

    পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত রুহি মাইজভাণ্ডার আহমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

    শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • ফটিকছড়িতে খালের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

    ফটিকছড়িতে খালের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে খালের পানিতে ডুবে পুষ্পমনি (৭) ও মায়া মনি (৫) নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, ইউনিয়নের চরপাড়ার হাজী বজর বাড়ির মনা সওদাগরের ছেলে এখলাস তার মেয়ে পুষ্পা মনি ও তার ভাই প্রবাসী সরওয়ার আলমের মেয়ে মায়া মনিকে নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ধুরুং খালে মাছ ধরতে যায়। সেখানে হঠাৎ দুজনে ধুরুং খালের পানিতে পড়ে ডুবে যায়।

    পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। এই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, খালে পানি তেমন বেশী নেই। তবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এখানে পুকুরের মতো গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পড়ায় শিশুগুলো আর উঠতে পারেনি। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

    ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ২ শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। খাল থেকে বালু উত্তোলনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘন্টা/এম জুনায়েদ/ আর এস পি

  • লোহাগাড়ায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

    লোহাগাড়ায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুপুত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার সময় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকার প্রবাসী মো. রিয়াজ উদ্দিনের বাড়ির পুকুরে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত শিশুটির নাম আল আমিন। সে ওই বাড়ির রিয়াজ উদ্দিনের ছেলে।

    নিহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশে পুকুরের আশে পাশে খেলতে খেলতে কোন এক সময় আল আমিন পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির আশে পাশে খুজতে গিয়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে।

    এসময় বাড়ির লোকজন পুকুর থেকে শিশু আল আমিনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশু আল আমিনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন লোহাগাাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন।

  • রাউজানের আবুরখীলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    রাউজানের আবুরখীলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    রাউজান উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ ২৩ অক্টোবর বুধবার সকালে।

    স্থানীয়রা জানিয়েছে আট বছর বয়সী শিশু বন্ধন বড়ুয়া খেলতে গিয়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে নোয়াপাড়ার পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শরীর পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি।

    নিহত শিশু আবুরখীল গ্রামের শ্রীজীব বড়ুয়ার বাড়ীর অঞ্জন বড়ুয়ার পুত্র।