Tag: পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালীতে পানিতে ডুবে রবিউল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল পশ্চিম শাকপুরা এলাকার সোনা মিয়া গাজী বাড়ীর ইমাম উদ্দীনের ছেলে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে রবিউল নামের এক শিশুকে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের দাদা আবদুস ছমদ মাস্টার বলেন, ইমাম উদ্দীনের তিন মেয়ের পর রবিউলের জন্ম হয়। রবিউল সকালে খেলার সময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরও শেষ রক্ষা হলো না।
    ২৪ ঘণ্টা/পূজন

  • মিরসরাইতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    মিরসরাইতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি : মিরসরাইয়ের কাটাছরা এলাকায় পানিতে পড়ে ২ কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও তাসফীন আক্তার মারিয়া (৬)। তরা একে অপরের চাচাতো জেঠাতো বোন ও সমবয়সি খেলার সাথী।

    রবিবার (২ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় বাড়ির পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।

    জানাগেছে, কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির বাসিন্দা শাজাহাজান খানসাবের কন্যা তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও একই বাড়ির তার ছোট ভাই মোশারফ হোসেন সুমন কন্যা তাসফিয়া আক্তার মারিয়া (৬) দুপুরে গোসল করার জন্য পরিবারের সংস্যদের অগোছরে পুকুরে নামে। গোসল করার কোন এক মুহূর্তে তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের না দেখতে পেরে খোজাখুজি করার পর পানিতে তাদের মৃত দেহ দেখতে পায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করলেও ততোক্ষনে অনেক দেরি হয়ে যায়। অবুজ দুই শিশুর মৃত্যুতে বাড়ি জুড়ে ছলছে শোকের মাতম। বার বার মূর্চা যাচ্ছে তাদের পিতা-মাতা। তাদের আর্তচিৎকারে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

    অবুজ মায়া মাখা দুই কন্যা সন্তানের মৃত্যুর শোকে সামিল হয়েছেন আশপাশের শতশত লোকজন। কথা বলতে গিয়ে তাদের অনেকের গলা ভারি হয়ে আসে চোখে গড়িয়ে পড়ে নিরব অস্রু জল।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম

    রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম

    রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. রিয়াদ (৭) নামের এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

    ২৪ জুলাই (শুক্রবার) দুপুরের হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ায়। শিশু রিয়াদ এলাকার আক্কেল আলী মেম্বার বাড়ির আবদুল মাবুদের ছেলে।

    স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক একটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু রিয়াদ বাড়ির পুকুরে পড়ে যায়।

    পরে দীর্ঘক্ষণ খোজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু রিয়াদকে উদ্ধার করে নোয়াপাড়াস্থ পাইওনিয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রিয়াদ নোয়াপাড়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের বুকফাঁটা আর্তনাদে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

    উল্লেখ্য রাউজানে ইতিপূর্বেও পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বেশ কিছু ঘটনা ঘটে।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মো: মাঈনুদ্দিন বিন নাজিম জায়েদ নামে আড়াই বছরের এক শিশু।

    বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আধু ফকির পাড়ায় এ ঘটনাটি ঘটে। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আধু ফকির পাড়ার মুহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে।

    স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত শিশুর চাচা মুহাম্মদ রবিউল ইসলাম জানান, ঘটনার দিন শিশু জায়েদ বাড়ীর উঠানে খেলছিল। সে খেলার চলে পরিবারের সবার অগোচরে বাড়ীর পার্শ্ববর্তী বুইরগ্যা নামক পুকুরে পড়ে যায়। শিশু জায়েদকে বাড়িতে দেখতে না পেয়ে চতুর্দিকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনেরা। পরে পুকুর থেকে লাশটি উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে, নিহত শিশু জায়েদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • খাগড়াছড়িতে মাছ ধরা দেখতে গিয়ে শিশুর মৃত্যু

    খাগড়াছড়িতে মাছ ধরা দেখতে গিয়ে শিশুর মৃত্যু

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরা দেখতে গিয়ে আজাদ হোসেন নামের ৭ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

    শুক্রবার দুপুরে খাগড়াছড়ি আনন্দ অফিস সংলগ্ন গোলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ গঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে। সে দক্ষিণ ঐ এলাকার নুরুল হকের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, নদীতে মাছ ধরা দেখতে গিয়ে সবার অগচরে পানি পড়ে যায় আজাদ হোসেন নামের ঐ শিশু। এক পর্যায়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে উদ্ধার কর্মীদের সহায়তায় বিকেল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ।

    তিনি জানান, মাছ ধরা দেখতে গিয়ে অন্য বাচ্চাদের সাথে শিশুটি পানিতে পড়ে যায়। তার লাশ উদ্ধার কর্মীরা উদ্ধার করেছে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • পানিতে ডুবে আন্দরকিল্লাহ্ শাহী জামে মসজিদের খতিব আল্লামা তাহির জাবেরীর নাতি ও নাতনির মৃত্যু

    পানিতে ডুবে আন্দরকিল্লাহ্ শাহী জামে মসজিদের খতিব আল্লামা তাহির জাবেরীর নাতি ও নাতনির মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রায়পুরের হায়দরগঞ্জে শুক্রবার সকাল ১১টায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

    নিহতরা হচ্ছেন চট্টগ্রামের চট্টগ্রাম আন্দরকিল্লাহ্ শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সাঃ) আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী আল মাদানীর নাতি ও নাতনি। যথাক্রমে- মুফতি সাইয়্যেদ তাহের ইজ্জুদীন জাবেরীর মেয়ে আরিয়া (৬) এবং ছাইয়্যেদ ফয়সাল জাবেরীর ছেলে ফাইয়াজ হোসেন(৭)।

    পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।

    ঘটনাটি ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পটিয়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পটিয়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পটিয়া সংবাদদাতাঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ফরহাদুল আলম তানভীর (৫) নামে এক শিশু মারা গেছে।

    সোমবার বিকেলে বাড়ির পাশে ফুটবল খেলার সময় বল পুকুরে পরে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির করুণ মৃত্যু হয়।

    নিহত তানভীর কেলিশহর ৬নং ওয়ার্ড কিল্লাপাড়ার সামশুল আলমের ৩য় ছেলে। সামছুল আলম কেলিশহর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক।

    তানভীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় আনোয়ার নবী জানান, বাড়ির পাশে পুকুরে ডুবে তানভীর মারা যায়। তার সাথে আরেকজন ছিল সেই বেঁচে গেছে।