Tag: পাবলিক টয়লেট

  • আধুনিক মানের পাবলিক টয়লেট ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে সাইকেল র‌্যালীর উদ্বোধন

    আধুনিক মানের পাবলিক টয়লেট ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে সাইকেল র‌্যালীর উদ্বোধন

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম নগরী দেশের ২য় বৃহত্তম জেলা শহর। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সনের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের কাতারে সামিল হবে। তাই সরকারি-বেসরকারি সংস্থা সমূহের যৌথ উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।

    ডিএসকে, কিম্বারলি ক্লাক ও ওয়াটার এইড ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নগরীতে আধুনিক পাবলিক টয়লেট, পানি,পয়:নিষ্কাশন ও স্বাস্থ্যাভ্যাস উন্নয়নের লক্ষ্যে যে কার্যক্রম পরিচালনা করছেন তা স্থায়িত্বকরণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

    তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে ৭০ লক্ষ মানুষের বসবাস। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ১৫ থেকে ২০ লক্ষ মানুষ প্রয়োজনের তাগিদে এ নগরে ছুটে আসে। ব্যাপক সংখ্যক লোক পায়ে হেটে চলাচল করে।

    প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য নগরীতে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডিএসকে, ওয়াটার এইড কিমবার্লী ক্লাক এর যৌথ উদ্যোগে নগরীর কেসিদে রোড, লালদিঘীর পাড়, জেল গেইট সংলগ্ন রাস্তার পাশে, অক্সিজেন মোড়, বিবির হাট গরুর বাজার, শাহআমানত সংযোগ সড়ক, কাপ্তাই রাস্তা মাথা ও ২নং গেইট শেখ ফরিদ মার্কেটে নারী বান্ধব পরিচ্ছন্ন পরিবেশ, সিসি ক্যামেরায় সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, লকারসহ ইত্যাদি সুবিধা সম্বলিত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে।

    মেয়র আরো বলেন,  মোটিভেশন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে নাগরিকদের সচেতন করার জন্য ডিএসকে যে উদ্যোগ নিয়েছে তা সময়োপযোগী পদক্ষেপ।

    আজ সোমবার বিকেলে সিআরবি রেলওয়ে শিরিস তলায় আধুনিক মানের পাইলট টয়লেট ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে সাইকেল র‌্যালীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন।

    এ সময় চট্টগ্রাম ওয়াসার ডিএমডি এডমিন গোলাম হোসেন, ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাতসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগান পরিবেশিত হয়।

  • ছোট কুমিরাতে ১২ লক্ষ টাকা ব্যয়ে পাবলিক টয়লেট উদ্বোধন

    ছোট কুমিরাতে ১২ লক্ষ টাকা ব্যয়ে পাবলিক টয়লেট উদ্বোধন

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১২ লক্ষ টাকা ব্যয়ে গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে।

    আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় উক্ত গণচৌশাগারের উদ্বোধন করেন ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

    উদ্বোধনপূর্ব সমাবেশে মোরশেদ চৌধুরী বলেন, এ পাবলিক টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা দরকার। নইলে বিপুল পরিমাণ অর্থ দিয়ে নির্মিত আধুনিক মানের এ পাবলিক টয়লেট কার্যত কোনো কাজে আসবে না।

    প্রধানমন্ত্রী সারাদেশের উন্নয়নের যে ভিশন দিয়েছেন তারই অংশ হিসেবে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর উন্নয়নমূলক ধারাবাহিক কাজের অংশ হিসেবে জনসাধারণের সুবিধার জন্য উক্ত পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়েছে। কুমিরা বাজার এবং আশপাশের সাধারণ মানুষ ও নাগরিকদের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এটি ভূমিকা রাখবে। এই পাবলিক টয়লেটে নারী-পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎসহ পেশাদার পরিচ্ছন্নকর্মী ও কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে।

    পাবলিক টয়লেট উদ্বোধনী অনুষ্ঠানে কুমিরা বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন সওদাগরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান, ইউপি সদস্য হারুনুর রশিদ, দিলারা বেগম, ফাতেমা বেগম, কুমিরা ইউপি সচিব শোভন কান্তি ভৌমিক, আবুল বশর সওঃ, তাজুল ইসলাম মধু, বাবুল সওঃ, জসীম সওঃ, সামছুল আলম মেম্বার,আবু জাফর,নুরুল আলম প্রমূখ।