Tag: পারভেজ রেজা

  • মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে নেতাকর্মীদের বিচ্যুত করতে পারবে না: পারভেজ রেজা

    মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে নেতাকর্মীদের বিচ্যুত করতে পারবে না: পারভেজ রেজা

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান এবিএম পারভেজ রেজা বলেছেন, জনগণের ভোটাধিকার হরণ করে জগদ্দল পাথরের মত অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরেছে আওয়ামীলীগ। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার নামে দেশে লুটপাট, নৈরাজ্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশের মানুষকে ধোঁকা দিয়ে সম্পদ বিদেশে পাচার করা হচ্ছে। আর জোর করে ক্ষমতার মসনদ দখল করে বিএনপি নেতাকর্মীদের উপর স্টীম রোলার চালানো হচ্ছে। বিচার বিভাগকে প্রভাবিত করে বিএনপির নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করা হচ্ছে।
    কোনো অপশক্তি ও ষড়যন্ত্রই সত্য ও ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে নেতাকর্মীদের বিচ্যুত করতে পারবে না। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোট ও মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ও দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। বিএনপির
    ভ্যানগার্ড হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ভাবে গড়ে তুলতে সর্বস্তরের নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

    তিনি আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটি গঠন কল্পে বাকলিয়া, পাহাড়তলী ও হালিশহর থানার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি শওকত আজম খাজা বলেন, অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের
    নেতৃত্বে আমরা দেশে গণতন্ত্র ফিরে আনব। দেশে গণতন্ত্র ফিরে আসলে তারেক রহমান বীরের ভেসে দেশে ফিরে আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ১৯দফা বাস্তবায়নে তিনি কাজ করবেন।

    সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান বলেন, গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে বিএনপির কোন বিকল্প নেই। ৯০ই এ রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে
    স্বৈরাচার সরকারকে উৎখাত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে জনগণকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
    জনগণের গণআন্দোলনের কাছে নতিস্বীকার করতে বাধ্য হবে।

    চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ আওয়ামীলীগকে পছন্দ করে না। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেনা জেনেই তারা জোর করে ক্ষমতা দখল করেছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই। পুরো রাষ্ট্রযন্ত্রকে বিরোধী মত দমনে ব্যবহার করা
    হচ্ছে। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। আওয়ামী স্বৈরাচারী শক্তিকেও বিদায় নিতে হবে। সময়ের ব্যবধানে তারাও ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে।

    চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম রাশেদ খানের সভাপতিত্বে, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলুর
    সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগির, সহ-সাধারণ সম্পাদক এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন সারু।

    উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, হারুন আল রশিদ, সেলিম রেজা, হারুনুর রশিদ, সাংগঠনিক
    সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জসিম উদ্দিন রকি, আবু বক্কর রাজু, আনোয়ার হোসেন এরশাদ, গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলম, জাকির হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন, এমএ হানিফ, সোহাগ খান , দেলোয়ার হোসেন বাবু, নিজাম
    উদ্দিন বুলু, সৈয়দ মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক ইসহাক খান, মোঃ নাসির উদ্দিন, মোঃ লিটন , মিজানুর রহমান সাইফুল।

    সম্পাদকমন্ডলীর সদস্য আকবর হোসেন মানিক, মোঃ আবুল কালাম , জাহাঙ্গীর হোসেন , সহ-সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ জাহিদুল ইসলাম, জাকির হোসেন মিশু, শরীফ আহমেদ রানা, কার্যকরী সদস্য মোঃ রাজীব, মেহেদী হাসান সহ প্রমুখ।

  • দেশের মালিকানা ফিরিয়ে দিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: পারভেজ রেজা

    দেশের মালিকানা ফিরিয়ে দিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: পারভেজ রেজা

    জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান এবি এম পারভেজ রেজা বলেছেন, দেশ ও জাতি আজ গভীর সংকটে নিমজ্জিত। দেশে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। নির্বাচন কমিশন, আইন, বিচার ও শাসন বিভাগসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে সরকার।

    উন্নয়নের ফাঁকা বুলি ছড়িয়ে প্রিয় স্বদেশকে রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটতরাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের স্বর্গভূমিতে পরিণত করেছে। যে গণতান্ত্রিক চেতনার উপর ভিত্তি করে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গণতন্ত্র আজ নির্বাসনে। লুণ্ঠিত গণতন্ত্র পুন: প্রতিষ্ঠিত করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মিথ্যা মামলায় সাজাভোগ করছেন এবং দেশনায়ক তারেক রহমান নির্বাসনে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জাতীয়তাবাদী দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উদ্ভট পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে এবং জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

    চট্টগ্রাম মহানগরীর আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে আজ রবিবার (২২ নভেম্বর) বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বন্দর ও সদরঘাট থানা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি শওকত আজম খাজা বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ত্যাগী, যোগ্য ও মেধাবীদের সমন্বয়ে অচিরেই থানা ওয়ার্ড কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্ব দলকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্ত করে এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় তারা বলিষ্ঠ ভূমিকা রাখবে।

    সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, গোটা দেশ আজ আওয়ামী কারাগারে পরিণত হয়েছে। সাধারণ জনগণ ও বিরোধী দল ও মতাদর্শের মানুষেরা শান্তিতে নেই। দেশের এমন কোন থানা বা এলাকা নেই যেখানে বিএনপির অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেয়নি এই ফ্যাসিস্ট সরকার। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সর্বত্র আজ বিএনপি নেতাকর্মীদের ভীড়। আবাল-বৃদ্ধ-বণিতা কেউ এই মামলা থেকে রক্ষা পায়নি। একটি অমানবিক পরিস্থিতি দেশে তৈরি হয়েছে। এই অবস্থা থেকে দেশবাসী মুক্তি চায়। আর সেই বৃহত্তর মুক্তি আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের শরিক হওয়ার জন্য আগামী দিনে প্রস্তুতি নিতে হবে।

    চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম
    সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগির,সহ-সাধারন সম্পাদক এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন সারু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, হারুন আল রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জসিম উদ্দিন রকি, আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক টিপু সুলতান, ইমরান চৌধুরী বাবলু, মোঃ মোখলেছুর রহমান, এস্কান্দার মির্জা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, রবিউল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য আকবর হোসেন মানিক, মোঃ এস্কান্দার, সহ-সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,আকতার হোসেন, মোঃ সোহেল সহ প্রমুখ।