Tag: পারিবারিক কলহের জের

  • গৃহবধূকে হাত-পা বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী আটক

    গৃহবধূকে হাত-পা বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী আটক

    পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে খাদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে চুল কেটে দিয়েছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা ওই গ্রামের শাহেদ ফকিরের স্ত্রী।

    এ ঘটনায় ওই গৃহবধূ শুক্রবার (২৪ জানুয়ারি) ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা খাতুন জানান, তিনি দুই সন্তানের জননী। পারিবারিক অভাব-অনটন নিয়ে মাদকাসক্ত স্বামী শাহেদ হোসেনের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে খাদিজার শোবার ঘরে ঢুকে তার স্বামী শাহেদ, শ্বশুর মালেক ফকির ও শাশুড়ি শাহিদা খাতুন তাকে মারধর করেন। এক পর্যায়ে হাত-পা ও মুখ বেঁধে কাঁচি দিয়ে চুল কেটে দেন।

    পরে এ ঘটনা কারো কাছে প্রকাশ না করার শর্তে খাদিজাকে ছেড়ে দেয়া হয়। ভোরে সুযোগ বুঝে খাদিজা বাড়ি থেকে পালিয়ে পাশে তার মামা আবুল কালামের বাড়িতে আশ্রয় নেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    মামলার পর শুক্রবার দুপুরে স্বামী শাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা জানান, হাসপাতালে গৃহবধূর খোঁজখবর নিয়েছেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

  • ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

    ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

    নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছে বাবা। এ ঘটনার পর থেকে ঘাতক ছেলে আরিফ রয়েছে। নিহত পিতার নাম জমির উদ্দিন মোল্লা (৬২)।

    শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলী নগর গ্রামে এ ঘটনা ঘটে।

    ঘাতক আরিফ মোল্লা পর পর তিনটি বিয়ে করেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করেন। এই ঘরে এক সন্তান রেখে কিছুদিন যাওয়ার পর তাকে রেখে আরেকটি বিয়ে করেন তিনি। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী’র ভরণ পোষণ নিয়ে স্থানীয় ইউপি সদস্য মোমেন মিয়ার উপস্থিতিতে সালিশ বসে। এরই জের ধরে পিতার ওপর ক্ষিপ্ত হয় ঘাতক আরিফ।

    এদিকে বিকেলে বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আরিফ তার বাবাকে আটকিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জমির উদ্দিন।

    পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত আরিফকে গ্রেফতারে অভিযান চলছে।